এই বিষয়ে পূর্বে করা আমার টিউনের লিংক এখানে। আজ আমি আপনাদের জনাতে এসেছি যে বৃহঃস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টা ৫১ মিনিটে (ঢাকার সময়) (আমারা স্হানীয় সময় বের করার জন্য সেহরী - ইফতার এর সময় ধরে ঢাকার সময়ের ব্যাবধান হিসাব করে নিব)। এটা বাংলাদেশের আকাশ সীমা অতিক্রম রেখা দেখতে লক্ষ্য করুন সর্বচ্চো উচ্চতা ,Max Height: ৬১ degrees . এটা দেখা যাবে ৩ মিনিট ব্যাপি। আকাশের দক্ষিণ-পূর্ব কোণ থেকে পূর্ব-দক্ষিণ দিক বরাবর এর গতিপথ থাকবে।
গতিপথ সম্ভাব্যঃ
এবং সম্ভাব্য দেখার অবস্থান এবং দিকঃ নিচের চিত্র হিসেবে একটু উপরে দেখতে হবে।
নাসা থেকে আমাকে দেওয়া মেইল (কপি-পেষ্ট)
SpotTheStation! Time: Thu Dec 06 4:51 AM, Visible: 3 min, Max Height: 61 degrees, Appears: SE, Disappears: SE
যে সকল পাঠক ইতিপূর্বে প্রকাশিত টিউন দেখে রেজিঃ করেছেন তারা আশা করি ইতিমধ্যে নাসা থেকে সেই মেসেজ পেয়েছেন যারা রেজিঃ করেন নি তারা করে নিন এখানে দেখানো পদ্ধাতি ফলো করে। সময় স্বল্পতায় গুছিয়ে লিখতে না পারার জন্য সরি।
আমি HEERA_81। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 286 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
My web http://heera81.wordpress.com/
জানানোর জন্য অনেক ধন্যবাদ!