আর কেউ চুরি করতে পারবেনা আপনার পাসওয়ার্ড ।

স্ট্যানফোর্ড এবং নর্থ-ওয়েস্টার্ন ইউনিভার্সিটির গবেষকরা সম্প্রতি এমন একটি উপায় বের করেছেন যে,ভবিষ্যতে কেউ আর আপনার পাসোয়ার্ড চুরি করতে পারবেনা । ফলে কেউ আর আপনার অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেনা  । গবেষকদের পদ্ধতিটা বেশ মজার,কারন এ পদ্ধতিতে আপনি নিজেই জানবেন না আপনার পাসোয়ার্ড কি,কিন্তু তা সব সময় ব্যবহার করতে পারবেন।গবেষকরা আসলে পাসোয়ার্ড হিসাবে একটি কম্পিউটার গেইম কে ব্যবহার করেছেন । অনেকটা ব্রীক গেইমের মত উপর থেকে ইট পড়বে আর আপনাকে সাজাতে হবে । একটি নির্দিষ্ট নিয়মে সাজাতে পারলেই আপনার পাসোয়ার্ড সঠিক হয়েছে ধরে নিয়ে কম্পিউটার খুলে যাবে । এই সিকিউরিটি সিস্টেম তৈরিতে বিজ্ঞানিরা আমাদের অবচেতন মনে অনেক কিছু শিখার ক্ষমাতাকে ব্যবহার করেছেন । একটু খেয়াল করলে দেখা যায় আমরা নিজের অজান্তে অনেক কিছুই শিখেফেলি,যেগুলো শিখার আমাদের কোন বাস্তবিক ইচ্ছাই ছিল না।
এই পাসোয়ার্ড দেয়ার জন্য প্রথমে আপনাকে যা করতে হল তা হল কিছুক্ষন ধরে গেইমটি খেলতে হবে । এ সময় কিছু ধাপ বার বার আসতে থাকবে এবং বার বার খেলার কারনে তা আপনার মনে গেঁথে যাবে।ফলে পরে আপনি এক বারেই তা ব্যবহার করতে পারবেন।যদিও আপনি সবসময় পাসোয়ার্ডটি ঠিকভাবে ব্যবহার করতে পারবেন,তারপরও কিন্তু গেইমটির প্রতিটি ধাপ আপনার সম্পূর্ন মনে থাকবেনা । কারন মানুষের মস্তিস্ক এরকম ধাপ মনে রাখতে পারেনা । এখন যেহেতু আপনি নিজেই আপনার পাসোয়ার্ড জানেন না তাই কেউ তা আপনার থেকে চুরি করতে পারবে না । আপাতত গবেষকরা বের করেছেন প্রথম বার পুরো ধাপটি যে কারও সম্পূর্ন আয়ত্বে আসতে সর্বোচ্চ ১৭ মিনিট লাগে,তবে তারা সময়টি আরও কমানোর চেষ্টা করছেন ।
এই রকম আরও মজার নতুন আবিস্কার সম্পর্কে জানতে চাইলে যেতে পারেন  এখানে

Level 0

আমি মোঃহাসান ইমাম সাহেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল উদ্দ্যোগ। তবে মনে হচ্ছে এখনো সবার ব্যবহার এর উপযোগী হয়ে উঠে নি। আরো বেশ কিছু সময় এর পেছনে ব্যায় করতে হবে।
সুন্দর একটি নিউজ শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ঝামেলা ! bt tx 4 tuning