1964 সালের বিখ্যাত MIT-অধ্যাপক Harold Edgerton, "stop-action ফোটোগ্রাফির" প্রবর্তক একটি বুলেটের আপেলকে ভেদ করার মুহূর্তের ফটো নেন। কয়েক ন্যানো সেকেন্ডের (১ সেকেন্ডের ১,০০০,০০০,০০০ ভাগের ১ ভাগ ) এর মধ্যে ঘটে যাওয়া এই ঘটনা প্রথম ক্যামেরা বন্দী হয় তাঁর কাছে। এই ৫০ বছর আগের এই ঘটনায় অনুপ্রাণিত হয়ে , রমেশ রস্কর এবং তার দল একটা ক্যামেরা তৈরি করে ফেলে। যেটি শুধু একটি চলন্ত বুলেটকেই (প্রতি সেকেন্ডে 850 মিটার) ক্যাপচার করে না ,এমনকি আলোকে (প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার) slow motion এ রেকর্ডিং করে!!!!! ভাবা যায় !!!!!!!
নিচের ভিডিও টি দেখুন-
তারা এই অত্যাধুনিক ক্যামেরা এবং একটি সফটওয়্যার বানান যা প্রতি সেকেন্ডে 1 ট্রিলিয়ান (১,০০০,০০০,০০০,০০০) ফ্রেম রেকর্ড করতে পারে। নির্মিত এই ফোটন-ইমেজিং প্রযুক্তির ক্যামেরা 3D ভাবে বস্তু কে অতি সহজেই প্রদর্শিত করতে পারে, যা কিনা সম্পূর্ণ এক নতুন প্রযুক্তি। অদূর ভবিষ্যতে অন্যান্য প্রকল্পে Raskar MIT মিডিয়া ল্যাব এর ক্যামেরার প্রযুক্তি কম খরচে চোখের যত্নশীল ডিভাইস, পরবর্তী প্রজন্মের CAT-স্ক্যান মেশিন এবং মানুষের নিরাপত্তা মূলক যন্ত্রাদি আবিষ্কারে নতুন দিশার সন্ধান দিবে আশা করা যায়।
উত্স: http://www.ted.com
উপরোক্ত আলোচনা : http://on.ted.com/Raskar
এই ভিডিওটি দ্য TED গ্লোবাল অনুষ্ঠান এ শুট করা হয়.
আরো ভিডিওর জন্য, অনুগ্রহ করে পরিদর্শন করুন:
http://www.youtube.com/user/cameramit
এই ভিডিওটি শিক্ষাগত উদ্দেশ্যে এবং অ-বাণিজ্যিক ব্যবহারের জন্য ফেয়ার ইউজ এক্ট অনুযায়ী আপলোড করা হয়েছে।
আমি n2roy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ জানানোর জন্য ।