পৃথিবীর সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ডোমেইন

ডোমেইন নেম নিয়ে যে কত কাহিনী তা প্রত্যেক ওয়েব ডেভলপারই ভাল করে জানে । সাধারণ ব্যবহারকারীরাও ঘটনা আচ করতে পারে । কারটা কত ভাল , কারটা কত ছোট সেই প্রতিযোগিতা থামবার নয় । আজকের এই টিউন পৃথিবীর সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় ডোমেইন নিয়ে ।

সবচেয়ে বড় ডোমেইন

প্রথমেই বলে নেই সবচেয়ে বড় ডোমেন এর কথা । ডোমেইন এর নিয়ন্ত্রক সংস্থার নিয়মে সর্বোচ্চ ৬৪-এর বেশী অক্ষর ডোমেইনে থাকতে পারবেনা (অর্থাৎ .com বা .net ইত্যাদি এবং www ছাড়া ৬৪ অক্ষর)। কিন্তু আমার হালকা রিসা্র্চে এত বড় কোন নাম পাইনি (রিসা্র্চ কিছুই না খালি গুগল সার্চ দিলাম) । কিন্তু যেগুলো পেয়েছি সেটাগুলোও কম নয় , ৬৩ অক্ষরের ! www ও com সহ মোটে ৬৯ অক্ষর , ছোটইতো !

http://thelongestlistofthelongeststuffatthelongestdomainnameatlonglast.com/
http://iamtheproudownerofthelongestlongestlongestdomainnameinthisworld.com/
http://abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.com/
http://3.141592653589793238462643383279502884197169399375105820974944592.com/ *(এখানে প্রথম 3 হল সাব ডোমেন)

প্রথমটার নামটা যদি পরে থাকতে পারেন তাহলে আর বলতে হবে না যে এটা বিশ্বের লম্বা সব কিছুর লিষ্ট । সাইটটিতে মজার অনেক কিছু পাবেন । সময় পেলে একবার ঢু মেরে আসেন ।

সবচেয়ে ছোট ডোমেইন

ডোমেইন এর নিয়ন্ত্রক সংস্থার নিয়মে সর্বনিম্ন ২ অক্ষরের ডোমেইন থাকতে পারবে (অর্থাৎ .com বা .net ইত্যাদি এবং www ছাড়া ২ অক্ষর) । কিন্তু অবাক করার মত বিষয় ১ অক্ষরের ডোমেইনও পৃথিবীতে আছে । এর সবচেয়ে ভাল উদাহরন পে-পালের x.com । কিন্তু এটা হল কিভাবে ?

ঘটনা ১৯৯৩ সালের , IANA (এখনকার ICANN) সীদ্ধান্ত নিল এক অক্ষরের ডোমেন নেম দেয়া হবে না। কিন্তু তার আগের এক অক্ষরের ডোমেন নিয়ে রেখেছিল কিছু প্রতিষ্ঠান । সেগুলো আর বাতিল করা হয়নি। নিচে দেয়া হল এইসব ডোমেন তৎকালীন ও বর্তমান মালিকদের নাম ।


(*সূত্র: http://en.wikipedia.org)

কয়েকদিন আগে শোনা গিয়েছিল এক অক্ষরের ডোমেন দেয়া আবার চালু হতে পারে । তাছাড়া সিংগাপুরের কান্ট্রি ডোমেইনেও নাকি এক অক্ষরের ডোমেইন দেয়া হয় । যেমন a.sg অথবা a.com.sg ইত্যাদি ।

শেষ করার আগে একটা ছোট কথা, এখন আমারও আছে পৃথিবীর সবচেয়ে বড় ডোমেইন । সময় থাকলে দেখে আসুন http://ihavetheworldslargestdomainnameandigotitforfreeiamveryveryhappy.tk/

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ভাই পরে ফেলেছি প্রথমটা 🙂 🙂 হা! হা!
    “দ্য লঙ্গেস্ট লিস্ট অব দ্য লঙ্গেস্ট স্টাফ এট দ্য লঙ্গেস্ট ডোমেইন নেম এট লঙ্গ লাস্ট”
    ব্যপারটা আসলেই ফানি ।
    ধন্যবাদস ধন্যবাদস অসংখ ধন্যবাদস ভাই আপনাকে মজার একটা তথ্য দেয়ার জন্য ।:):)

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা মমমমমমম———————————————জাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজাজা পেলাম!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

মিস্টার ডোমেইন 😉

প্রথিবীর সবচেয়ে বড় ইমেইল ID পেতে ক্লিক করুন
http://abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.mail.everyone.net/email/scripts/collectRegistrationInfo.pl ai