না আমি আজ কোন সফটয়ার এর কথা বলছিনা
আমি বলছি , James Cameron এর নতুন মুভি AVATAR- 3D এর কথা ,যা ১৬ অর্থাৎ আজ অথবা আগামি ১৮ই ডিসেম্বর সাড়া বিশ্বে একযোগে মুক্তি পাবে একই সাথে এই ছবির Games ও বেড় হবে।
আর হ্যা আপনি যদি এই মুভিটি বড় কোন নিনেমা হলে গিয়ে দেখেন,যেমন বাংলাদেশের বসুন্ধরার Star Cineplex তাহলে আপনি এই অনুভুতি অনুভব করবেন ।
হলের পর্দা ওঠার সাথে সাথে আপনাকে বলা হলে “Welcome to the Future of Cinema..! আরো বলা হবে “Today you r going to wach something you have never watched..!” । তার পর আপনি হবেন সেই ছবির হিরো/হিরোইন আর শুরু হবে আপনার ভবিষ্যতে যাত্রা । আর যখন ছবিটি শেষ হবে আপনি আবার আগের জায়গায় ফিরে আসবেন অথাৎ বর্তমানে। আর আপনি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যাবেন। ছবির শুরু থেকে শেষ পর্যন্ত সময়টুকু যেন নিঃশ্বাস নিতেও ভূলে যাবেন আপনি।
আর এই রকম হওয়ারই কথা কারন এ যে , James Cameron মুভি।
Titanic দেখেছেন Terminetor দেখেছেন, এবার আর ভিন্ন কিছু দেখারই কথা । আর “James Cameron” কে নিয়ে নতুন করে কিছু বলার নেই । Terminetor, এবং Titanic এর জাহাজে করে তিনি ইতমধ্যেই চলচিত্রের দুনিয়ায় অমরত্বের সাগরে পাড়ি জমিয়েছেন!
James Cameron
কারন,এই প্রথম কোন হলিউড মুভিতে Spacial 3D virtual camera দিয়ে সম্পূর্ন মুভি ধারন করা হয়েছে এবং Real acting ও 3D animation যুক্ত করে সম্পূর্ন মুভি তৈরি করা হয়েছে। আর ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তিরকে ।
এবং এই ছবির নির্মাণ ব্যায় ২২৫ মিলিয়ন (মার্কিন ডলার)
Terminator Salvation এর হিরো Sam washington
এছাড়াও,
Starring: view full cast : Sam Worthington ,Zoe Saldana,Sigourney Weaver
Directed by : James Cameron
Genres : Drama Action Adventure Thriller Sci-Fi
Keywords : alien marine 3-d
Distributor : 20th Century Fox
Jake Sully হিরো Sam washington একজন ex-Marine এবং সে এক জন Paralyzed অর্থাৎ পঙ্গু তাকে অনেক বলে রাজি করানো হয় AVATAR প্রোগ্রামের জন্য। অবশেষে তার সম্মতিক্রমে তাকে বিজ্ঞানীরা তাকে দেয় এক অদ্ভুদ ধরনের শরীর ,এবং তাকে শক্তিশালী মানুষেররুপে গড়ে তোলে ।
সে Pandora রাজ্যে যাবার জন্য প্রস্তুত হওয়ার পর তাকে পাঠিয়ে দেওয়া হয় সেই রাজ্যে ভবিষ্যতে । সেখানে দেখা মেলে তার জীবন সঙ্গীর সাথে । তার পর সেখারনই শুরু হয় ছবির মূল কাহিনী । এভাবেই Drama Action Adventure Thriller Sci-Fi এর টান টান উত্তেজনায় ভরা পুরো ছবিটি। ছবিটির মুল থিম AVATAR এক অদ্ভুদ দুনিয়া
বাংলাদেশে জানুয়ারিতেই হয়ত পাওয়া যাবে নকল DVD । কিন্তু Cinema Hall এ না গিয়ে দেখলে ততটা মজা পাওয়া যাবেনা । যারা Torrent বিষয়ে জানেন তারা ছবি বেড় হবার আগেই এখান থেকে ছবিটা বা Games টা Download করে নিতে পারেন।
পরিচালক : James Cameron
Film Script লিখেছেন : James Cameron
যারা অভিনয় করেছেন : Actor Leonardo DiCaprio as Jack Dawson, Actor Kate Winslet as Rose DeWitt Bukater
Box Office Gross : $ 600 million U.S. dollars in North America + $ 1.2 billion U.S. dollars overseas = $ 1.8 billion U.S. dollars worldwide (হলিউডের সর্বকালের সেরা ছবি)
পরিচালক : James Cameron
Film Script লিখেছেন : James Cameron
Cast of Characters: Actor Arnold Schwarzenegger as Harry Tasker, Actor Jamie Lee Curtis as Helen Tasker, Actor Tom Arnold as Albert Gibson.
Box Office Gross : $ 146 million U.S. dollars in North America + $ 232 million U.S. dollars overseas = $ 378 million U.S. dollars worldwide
পরিচালক : James Cameron
Film Script : James Cameron
Cast of Characters: Actor Arnold Schwarzenegger as The Terminator, Actor Linda Hamilton as Sarah Connor.
Box Office Gross : $ 205 million U.S. dollars in North America + $ 315 million U.S. dollars = $ 520 million
পরিচালক : James Cameron
Film Script লিখেছেন : James Cameron
Cast of Characters: Actor Arnold Schwarzenegger as The Terminator, Actor Linda Hamilton as Sarah Connor.
Box Office Gross : $ 37 million U.S. dollars in North America + $ 40 million U.S. dollars overseas = $ 77 million U.S. dollars worldwide
আর এই সব ছবিগুলোই হলিউডের এক নম্বর আসন দখল করে আছে । আজ পযর্ন্ত Titanic ছবিটি বিশ্বের সেরা ছবি ও ব্যবসায় সফল, কোন ছবি এর উপরে অবস্থান করতে পারে নাই।
এখন দেখার অপেক্ষায় AVATAR- 3D কত টুকু সাড়া জাগাতে পারে।
যেহেতু ছবিটা আমাদের Christmas এর মধ্যে বেড় হচ্ছে তাই ভালো ব্যসায় করবে বলে মনে হচ্ছে।
আমার এই লেখাটি এখানে আমার ব্লগে প্রকাশিত হয়েছে
ধন্যবাদ
আমি মার্ক বিপ্লব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 180 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ভাললাগে নতুন কিছু জানতে আর জানাতে।আমি খুব একরোখা স্বাধীন ভাবে চলতেই বেশি ভালো লাগে।গান আর কম্পিউটার এই দুইটিই আমার বেচে থাকার সম্বল মাঝে মাঝে গলা ছেড়ে গান করি।স্বপ্ন দেখি নতুন দিনের আর নতুন কিছু আবিস্কার করার। আমাকে ফেসবুকে অখবা টুইটারে ফলো করুন । আমার ব্লগের পোষ্টগুলোর নিয়মিত আপডেট পেতে...
🙂