পাইরেসী নিয়ে আমার কিছু ভাবনা …

এটি লিখছিলাম হাসিব ভাইয়ের এক টিউনে মন্তব্য হিসাবে আকার বড় হওয়ায় টিউনই দিলাম । এটা পড়ার আগে মন্তব্যগলো পড়ে আসতে পারেন । https://www.techtunes.io/download/tune-id/15252/

আপনাদের মাঝে আমার কিছু বলা সর্ম্পূন অযৌতিক (বানানটা খেয়াল নাই !) তবু একটু বলছি , ক্ষমা করবেন । রিয়া আপুর কথা একদম ঠিক । তবে সে ব্যাপারে কিছু বলব না । আমার মতে পাইরেসির সাথে অর্থের সর্ম্পক আছে, কিন্তু তা সবসময় নয় । পাইরেটেড সফটগুলো সব আসে বিদেশ থেকে তাদেরতো কোনো অভাব নাই তারা কেন পাইরেসী করে ? পাইরেসী হল একটা রোগ । যত জলদি যায় তত ভাল । দেশে একটা গানের সিডির কত দাম ৫০ টাকা , তাও পাইরেসী হয় । সব বাদ দিলাম এখানকার টিউন , এমনকি ফেসবুকের স্টেটাসও চুরি হয় !

আসলে আমাদের দেশের বেশীর ভাগ মানুষ জানেই না তারা যে সফটওয়্যার দিয়ে কাজ করছে, এগুলো টাকা দিয়ে কিনতে হয় । জানলে যে ব্যবহার করত না তা নয় । তারা বাধ্য , এর কারন আমরা আর নীতিনির্ধারকরা । নীতিনির্ধারকরা কারন যেখানেই প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষন দেয়া হোক, দেয়া হয় চোরাই সফটওয়্যার এর উপর । আর আমরা কারন আমরা জেনে ও অন্যকে জানাই না ।

আজকাল এমন কোনো সফটওয়্যার নাই যা ওপেন সোর্স , না হয় কমসে কম ফ্রি ওয়্যার পাওয়া যায় না । তবুও কেনো চুরি কেন করতে হবে ? যদিও আমাদের দেশে ২০১৩ না ২০১৬ পূর্যন্ত এন্টি পাইরেসী অ্যাক্ট প্রযোজ্য নয় । আমি গরিব তাই বলে চুরি করব এটা কখনওই মেনে নেওয়া যায় না । তা হলে তো বাসা বাড়িতে যে চুরি হয় তাও বৈধ হয় , কারন ওগুলো যারা করে তারাও তো গরিব । অনেকে বলবেন সফটওয়্যার চুরি করলে নির্মাতার কোন ক্ষতি হয় না , এটা অসম্ভব ! ধরি ১০০০০ মানুষ এখন পাইরেসী করে । যদি তারা না করত ফ্রি সফটওয়্যার ব্যবহার করত , তাহলে ১০০০০ মানুষের মধ্যে অন্তত ১০ জন তো সফটওয়্যারটি কিনত । এতে কিন্তু পরিস্কার হয় যে নির্মাতার অব্যশই ক্ষতি হয় ।

আমাদের যাদের বাসায় পিসি আছে আসুন তারা নিজেরা মুক্ত সফটওয়্যার ব্যবহার করি ও বাসায় যারা আছে , যেমন বোন, ভাই বা যেকোন বন্ধুবান্ধব, তাদের মুক্ত সফটওয়্যারের কাজ শিক্ষাই ।

কথা শুনতে খারাপ লাগলেও এগুলোই সত্যি । কারও খারাপ লাগলে দূঃখিত ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার কথা বিশেষ করে ভাল লেগেছে এই কথাটি
” আমি গরিব তাই বলে চুরি করব এটা কখনওই মেনে নেওয়া যায় না । তা হলে তো বাসা বাড়িতে যে চুরি হয় তাও বৈধ হয় , কারন ওগুলো যারা করে তারাও তো গরিব । ”

ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আমি মনে করি না এটাকে চুরি বলা যাবে, এটা অনেকটা MP3 গানের মত। আমরা মোবাইলে যে গান শুনি তার জন্য আমরা কয়টাকা খরচ করি ? ব্লুটুথ দিয়ে একে অপরের কাছে ট্রান্সফার করি এসব গান।।তাহলে ত ও সবও চুরি বলে গন্য হবে…

আমি একটা কথাই বলতে চাই এখানে সেটা হল কয়টি আপনার প্রয়োজনীয় সফটওয়ার পাবেন যেটা ফ্রিওয়ার। আমার মনে হয় খুবই সিমীত। আর ফ্রিওয়ারগুলোর যে অনেক সীমাবদ্ধতা। সবশেষে হল যেখানে আমেরিকার এবং জাপানের মত ধনী দেশগুলো পাইরেসির সকল প্রকার ক্র্যাক, কেজেন প্রভৃতি ব্যবহার এবং তৈরি করছে সেখানে আমাদের দেশের মত এত দারিদ্র্য দেশে এর চেয়ে কি সম্ভব। যদি আমার কথাগুলো অপ্রয়োজনীয় হয় তাহলে এমন কয়েকজন লোক বের করেন যারা কোন পাইরেসী সফটওয়ার ব্যবহার করে না। এমনকি আপনি, আমি, শাকিল ভাই, টিনটিন ভাই সহ সবাই। কেননা আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেমটাইতো পাইরেসি। তাহলে এত বড় বড় কথা কেন তারা বলে থাকে বুঝি না। কিছুদিন আগে Babu ভাইয়ের একটি টিউন Cyberlink Power Dvd নিয়ে করা হয়েছিল। কিন্তু বলা হয়েছিল পাইরেসি সফটওয়ার নিয়ে টিউনগুলো ডিলেট করে দিতে। যারা নিজেরাই পাইরেসি ব্যবহার করে অন্যকে টিউন করতে অনুৎসাহিত করে তাদের আর কি বা বলার আছে। পাইরেসি ছাড়া আমাদের প্রযুক্তি আজ যতটুকু এগিয়েছে ততটুকুও এগুত না যদি সফটওয়ার কিনে ব্যবহার করতে হত। কত টাকা আছে বাংলাদেশিদের যা দিয়ে তারা সফঠওয়ার কিনবে। যদি শেখ হাসিনা বা খালেদা জিয়াও সফটওয়ার কিনা শুরু করে তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে তাদেরকেও পথে নামতে হবে ভিক্ষা করতে।

বিদ্রঃ এই কথাগুলো একটি মানুষকে বলেছি যিনি Babu ভাইয়ের একটি টিউন Cyberlink Power Dvd তে কমেন্ট করে বলেছিলেন পাইরেসি নিয়ে লেখা বন্ধের জন্য।

    সহমত

    Level 0

    ভাল কথা কারওই ভাল লাগে না । আমি কখনওই বলেনি আমি দুধে ধোয়া , আমি সব আসল জিনিস ব্যবহার করি ! আর একজন কেন , অনেক লোক আছে যারা চোরাই কিছু ব্যবহার করে না । একটা উদাহরণ দেই, আমাদের ভার্সিটির ওপেন সোর্স নেটওর্য়াকের অনেকেই আছে যারা শুধু উবুন্টু চালায় , তাও আবার ৩-৪ বছর ধরে । আমি আগেই বলেছিলাম পাইরেসী একটা রোগ । আর যারা মনে করে পাইরেসী ছাড়া বাচা সম্ভব নয় , তারা একটা লিষ্ট বানান একজন সাধারণ মানুষের কোন কোন সফটওয়্যার দরকার তারপর নেটে সার্চ দিন , নাহলে আমাদের জানান । আমি গ্যারান্টি দিতে পারি কোন সফটওয়্যারই নাই যার বিকল্প ওপেন সোর্স বা মিনিমাম ফ্রিওয়্যার নাই । আর একটা ছোট উদাহরন : গরম সবারই লাগে , কেউ এসি কিনে , কেউ পাখা । এখন যার এসির সাধ্য নাই সে তো পাখাই কিনবে ! এখন সে যদি এসি চায় তাহলে কিভাবে হবে ! আর যারা বলেন ওপেন সোর্স ভাল কাজ করে না , আসলে তারা এ ব্যাপারে কিছুই জানে না । আমার লক্ষ্য ছিল পাইরেসীর বাপারে সচেতনতা সৃষ্টি করা । যত কম করা যায় ততই উত্তম ।

    নিজে যেই জিনিষটি করতে পারবেন না সেই ব্যপারে না বলাই ভাল। আর আপনি তো অনেক বড় একটি উদাহরন দিয়ে দিলেন। তাহলে আমাকে Eset Nod32 এর ফ্রি ভার্সনটি এনে দিন না। তাহলেই আমার চলবে। দেখি এর বিকল্প কি পান।

    Level 0

    ভাই আপনি কেন তর্ক করতে চাইছেন বুঝতে পারলাম না । Nod32 এর Windows 7 অফারটা আমার কাছে আছে । কিন্তু আপনাকে বলে কি লাভ, তারপর হয়ত আপনি windows 7 ই চেয়ে বসবেন ! ওটা কিভাবে দিব ! আমি বলেছি সব কিছুরই বিকল্প আছে । ওপেন সোর্স এন্টি ভাইরাস সফটওয়্যার আছে । আর এতই যদি দরকার তাহলে লিনাক্স ইউজ করেন জীবনেও এন্টি ভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি লাগবে না । আপনার এই মন্তব্যর উত্তর আমার আগের মন্তব্যেই দেয়া আছে । ভাই শেষ করেন । আমার চিন্তা ছিল সবাইকে সচেতন করা , আপনার সাথে ঝগড়া করা না । বুঝার চেষ্টা করুন ও একটু ওপেন সোর্স এর ব্যপারে জানুন ।

    Level 0

    ওপেন সোর্চের UBUNTU ব্যবহার করেছি……আমার মনে হয়েছে আমার হাত পা কারা যেন বেঁধে রেখেছে ! কোন সফটওয়ারই ব্যবহার করা যায় না গুটি কয়েক সফটওয়ার ছাড়া……আর তাও ইন্সটল করা ঝামে।।……

আর যেহেতু এটি একটি বিতর্কিত টিউন তাই এগুলো কোন টিউনের মধ্যেই থাকা ভাল ছিল। কেননা এগুলো অনেক টিউনার এবং ভিজিটরকে উস্কিয়ে দিতে পারে এবং একটি বিশৃংখলা সৃষ্টি হতে পারে।

    নিজের টা কেউ দেখে না মিয়া

    সহমত টিউনের কমেন্ট থেকে টিউন করার কোন মানে নাই।

বৈধ আর অবৈধ ব্যাপারটা নিজেদের চিন্তা চেতনায় রাখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি আপনাদের অনেকেরই অনেক টাকা আছে তাই আপনারা কিনে ব্যবহার করেন আমার টাকা নাই তাই বাধ্য হয়ে পাইরেসী করি।টাকা থাকলে করতাম না।আমিও আগেও বলেছি কোন লেখা ছাপা হবে আর কোন লেখা ছাপা হবেনা তার জন্য আমাদের মডারেটর সাহেব আছেন তাই আশা করি এই ব্যাপারে কেউ নাক না গলিয়ে বরং কারোও আপত্তি থাকলে তা সম্মানিত মডারেটর সাহেব কে জানাবেন।আশা করি সাইটের পরিবেশ সুন্দর রাখতে সবাই সহযোগিতা করবেন।

    হাসিব ও মামুনের সাথে একমত। আর এসব নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি না করে দয়া করে টিউটোরিয়াল, সফটওয়ারসহ অন্যান্য বিষয় নিয়ে টিউন করে সাধারণের বাস্তব কাজে লাগে এমন কিছু করুন।

    হ্যা মামুন ভাই আমি আপনার সাথে একমত। যেখানে মডারেটর টিনটিন ভাই এবং মেহেদী ভাই পাইরেসী নিয়ে সেদিন যা যা বলেছে তা তো কিছুটা তলে ধরেছি আমার টিউনটাতে। তহলে এই সব টিউনের মানে টা কি। টিনটিন ভাই এবং মেহেদী ভাই তো কোনদিন বিজ্ঞপ্তি দিল না পাইরেসি সফটওয়ার নিয়ে লেখা বন্ধের ব্যপারে। হায়রে বাঙালী নিজের প্রতি খেয়াল করে না খালি মানুষের প্রতি নজর যায়। দেখি কতজন আছেন যারা টাকা দিয়ে কিনে সফটওয়ার ব্যবহার করেন। আমার এত টাকা নাই যে সফটওয়ার কিনে ব্যবহার করব। যাদের টাকা আছে তারা ব্যবহার করুক দেখি কয়টা ব্যবহার করতে পারে। আর ওইগুলো তো আর টাকায় হিসেব হয় না হয় ডলারে।

    Level 0

    অন্যজনের ব্যাপারে মন্তব্য আমার টিউনে কেন ? যে করেছে তাকে বলুন । এটা পড়লে তো সবাই ভাববে ওগুলো আমার কাজ !

সময় নস্ট

Level New

সহমত @ arifnezami.

Level New

 আমি নিজে ও Genuine Vista ব্যবহার করি যা আমার ল্যাপ্টপের সাথে এসেছে।

Level 0

@arifnezami : I agree with you that piracy is a very bad thing… কিন্তূ আপনি কি ব্যবহার করেন আপনার PC তে?? ৪০ বা ৫০ টাকার Windows?? এই তো… আপনি কি বলবেন এর full replacement আছে ? সাধারন চোরের সাথে তুলনা করা আমাদের এটা খুবই খুবই আপত্তিকর… Software ধরা বা ছোয়া যায় না কাজেই Software Piracy চুরির সাথে মিলে না…

Linux বা BSD বা অন্যকোনকিছু এখোনো তাদের Childhood এ… but they are progressing.. যে কোন নতুন PC User যেভাবে Windows শিখতে ও ব্যবহার করতে পারে, Linux বা BSD কি সেভাবে পারে? না…

By principle আমি সবসময় চেস্টা করি freeware বা open source জিনিস কাজে লাগানোর কারন “জেনুইন সিরিয়াল থাকলে পাইরেসি বা হ্যাক কেন?” ( https://www.techtunes.io/download/tune-id/15252/ ) হাসিবের টিউনের এই শিরোনাম অনেকের মত আমারো প্রশ্ন… but in some cases I’m forced to use pirated stuffs.. for example GIMP is no match for Adobe Photoshop and OpenOffice is no where near Office 2007..

লেখার বিষয়টি ঠিক… but your approach is too offensive..

আপনার লেখা মতে “যদিও আমাদের দেশে ২০১৩ না ২০১৬ পূর্যন্ত এন্টি পাইরেসী অ্যাক্ট প্রযোজ্য নয়” অন্তত এতটুকু সময় পরযন্ত কোন কথা না বলা ভালো হবে। আর শুধু শুধু বিদেশিদের ডলার দিয়ে লাভ কি, দেশের টাকা দেশে থাকলে বাংলাদেশে ডলারের উদ্বৃত্ত হবে। চুরি করে দেশের লাভ হলে মন্দ কি???

    Level 0

    যারা পাইরেসী নিয়ে কথা বলে, তাদের মোবাইলে কী একটি MP3 গান ও নেই ,উনার সেই mp3 গানের জন্য কাদেরকে টাকা দিয়েছেন নাকি ওটা চুরি করেছেন…

Level 0

সফটওয়ার শেয়ার করা চুরি বলে আমি বিশ্বাস করি না। বাংলাদেশ এর মত দেশে অন্তত এ কথা বুক ফুলিয়ে বলা যায় না,
উইন্ডোজ এর জনপ্রিয়তার পেছনে অন্যতম কারন হল এর পাইরেটেড ভার্সন।

আর যদি চুরি ই বলা হয় ,তবে আমরা ত কারো ক্ষতি করছি না,বরং এর মাধ্যমে প্রযুক্তি বিকশিত হচ্ছে……
যার মাল চুরি গেছে সেই একমাত্র বলতে পারবে আমরা চোর, অন্য কারো বলার অধিকার নেই ……