এটি লিখছিলাম হাসিব ভাইয়ের এক টিউনে মন্তব্য হিসাবে আকার বড় হওয়ায় টিউনই দিলাম । এটা পড়ার আগে মন্তব্যগলো পড়ে আসতে পারেন । https://www.techtunes.io/download/tune-id/15252/
আপনাদের মাঝে আমার কিছু বলা সর্ম্পূন অযৌতিক (বানানটা খেয়াল নাই !) তবু একটু বলছি , ক্ষমা করবেন । রিয়া আপুর কথা একদম ঠিক । তবে সে ব্যাপারে কিছু বলব না । আমার মতে পাইরেসির সাথে অর্থের সর্ম্পক আছে, কিন্তু তা সবসময় নয় । পাইরেটেড সফটগুলো সব আসে বিদেশ থেকে তাদেরতো কোনো অভাব নাই তারা কেন পাইরেসী করে ? পাইরেসী হল একটা রোগ । যত জলদি যায় তত ভাল । দেশে একটা গানের সিডির কত দাম ৫০ টাকা , তাও পাইরেসী হয় । সব বাদ দিলাম এখানকার টিউন , এমনকি ফেসবুকের স্টেটাসও চুরি হয় !
আসলে আমাদের দেশের বেশীর ভাগ মানুষ জানেই না তারা যে সফটওয়্যার দিয়ে কাজ করছে, এগুলো টাকা দিয়ে কিনতে হয় । জানলে যে ব্যবহার করত না তা নয় । তারা বাধ্য , এর কারন আমরা আর নীতিনির্ধারকরা । নীতিনির্ধারকরা কারন যেখানেই প্রাথমিক কম্পিউটার প্রশিক্ষন দেয়া হোক, দেয়া হয় চোরাই সফটওয়্যার এর উপর । আর আমরা কারন আমরা জেনে ও অন্যকে জানাই না ।
আজকাল এমন কোনো সফটওয়্যার নাই যা ওপেন সোর্স , না হয় কমসে কম ফ্রি ওয়্যার পাওয়া যায় না । তবুও কেনো চুরি কেন করতে হবে ? যদিও আমাদের দেশে ২০১৩ না ২০১৬ পূর্যন্ত এন্টি পাইরেসী অ্যাক্ট প্রযোজ্য নয় । আমি গরিব তাই বলে চুরি করব এটা কখনওই মেনে নেওয়া যায় না । তা হলে তো বাসা বাড়িতে যে চুরি হয় তাও বৈধ হয় , কারন ওগুলো যারা করে তারাও তো গরিব । অনেকে বলবেন সফটওয়্যার চুরি করলে নির্মাতার কোন ক্ষতি হয় না , এটা অসম্ভব ! ধরি ১০০০০ মানুষ এখন পাইরেসী করে । যদি তারা না করত ফ্রি সফটওয়্যার ব্যবহার করত , তাহলে ১০০০০ মানুষের মধ্যে অন্তত ১০ জন তো সফটওয়্যারটি কিনত । এতে কিন্তু পরিস্কার হয় যে নির্মাতার অব্যশই ক্ষতি হয় ।
আমাদের যাদের বাসায় পিসি আছে আসুন তারা নিজেরা মুক্ত সফটওয়্যার ব্যবহার করি ও বাসায় যারা আছে , যেমন বোন, ভাই বা যেকোন বন্ধুবান্ধব, তাদের মুক্ত সফটওয়্যারের কাজ শিক্ষাই ।
কথা শুনতে খারাপ লাগলেও এগুলোই সত্যি । কারও খারাপ লাগলে দূঃখিত ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
চমৎকার কথা বিশেষ করে ভাল লেগেছে এই কথাটি
” আমি গরিব তাই বলে চুরি করব এটা কখনওই মেনে নেওয়া যায় না । তা হলে তো বাসা বাড়িতে যে চুরি হয় তাও বৈধ হয় , কারন ওগুলো যারা করে তারাও তো গরিব । ”
ধন্যবাদ আপনাকে।