টিউনারদের নিয়ে বৈঠক শুরু হয়েছে । তাই আমার কিছু প্রস্তাবন দিচ্ছি । ভাল লাগলে আশা করি গ্রহন করা হবে । না লাগলে বাদ ।
১. কয়েক দিন আগে দেখলাম টেকটিউনস-এ AdBrite এর বিজ্ঞাপন । কিন্তু আমার ধারণা Adsense এর বিজ্ঞাপন দিলে বেশী সুবিধা হবে । পেজ ইমপ্রেশন ও ভাল পাওয়া যাবে আবার ক্লিক ও অনেক পড়বে ।
২. প্রায় বছরখানেক আগে মেহেদী ভাই টিউনারদের আয়ের ব্যবস্থার কথা বলেছিলেন । পরে আর কিছু শুনলাম না । আমার প্রস্তাব টিউনারদের নিজের প্রতিটি টিউনে একটি এডসেন্স বিজ্ঞাপন বসানোর অনুমতি দেয়া হোক ।প্রতি টিউনারের শুধু Publisher ID ও ad slot নাম্বার নিয়ে তার প্রতি টিউনে তার এ্যকাউন্টের একটি বিজ্ঞাপন বসানো যেতে পারে । ক্লিক না হলেও ভাল পেজ ইমপ্রেশন পাওয়া যাবে । আবার সবাই উৎসাহিত হবে ভাল টিউন করতে হবে ।
৩. অদল-বদল নামক একটি বিভাগ হলে ও তা মাইক্রোটিউনসের মত সাইডবারে সো করলে মন্দ হত না ।
৪. অনেক হাবিজবি টিউন দিয়ে টেকটিউনস সয়লাব হয় । ওগুলো নিয়মীত মুছে দিলে ভাল । যদি তা না হয় তাহলে প্রথম পাতায় শুধু নির্বাচিত টিউনগুলো থাকবে ও আরেকটি পাতায় রেন্ডমলী সবগুলো । এর জন্য অবশ্য নির্বাচিত হবার মাপকাঠিটা একটু নামাতে হবে । এর জন্য মনে হয় আরেকজন সম্পাদক বা মডারেটর লাগবে । যাতে নিয়মীত প্রথম পাতা আপডেট হয় ।
৫. প্রতি ৩/৬/১২ মাসে সেরা লেখাগুলো নিয়ে একটি ইবুক বের হলেও ভাল হত । বইমেলায় বই প্রকাশটাকেও সর্মথন করি । সেখানে একই ধরনের টিউনগুলো নিয়ে গাইড আকারে প্রকাশ করা যেতে পারে আবার শুধু বই এর জন্য লেখা আহবান করা যেতে পারে । যা মেলার পড়ে টেকটিউনসে প্রকাশ করা হবে ।
এগুলো সব আমার অলস মস্তিস্কের ভাবনা খারাপ লাগলে মাইন্ড নিয়েন না । পড়ার জন্য ধন্যবাদ ।
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....
এখানে আমি আপনার কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। আপনি বলেছেন এড দেয়ার কথাটা তবে Adbrite-এর যে এড টা দেয়া হয়েছিল সেটা পরীক্ষা করার জন্যই দেয়া হয়েছিল। আর ২০১১ সালে টেকটিউনসের একটি বই বের হবার কথা রয়েছে যেহেতু এই বছর সময়টা অনেক দেরী হয়ে গেছে। আর টিউনরদের আয়ের ব্যবস্থা , সেটা টেকটিউনসের নিজস্ব ব্যপার তবে টিউনারগন সবাই স্বার্থ ত্যাগ করেই টিউনগুলো করে থাকে। আর অদল বদল বিভাগ চালু হলে এই সাইটটা একটি ব্যবসায়িক সাইটের মত হয়ে যাবে। যেমনঃ cellbazzar আপনি নিশ্চই চাবেন না এই সাইটটিতে মানুষ শুধু তার পন্য ক্রয় বা বিক্রয় করার জন্য আসুক। ধন্যবাদ