ইটের ভাটা থেকে অক্সিজেন + মিথেন উতপাদন করুন এবং পরিবেশ বাঁচান

আপনাদের কে এতদিন আমি কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে লিখেছি ।আজ আমি আপনাদের জানাবো বিজ্ঞান সম্পর্কে । আমার আজকের বিষয়-"ইটের ভাটা থেকে অক্সিজেন + মিথেন উতপাদন" . হয়তো আমাকে অনেকেই বলবেন যে এটি কি পরীক্ষিত কি না? হ্যাঁ ,এটি সর্বপ্রথম প্রকাশ পায় ২০০৫ সালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা তে। আমি বিজ্ঞান মেলায় অংশগ্রহন করে ৩য় পুরস্কার অর্জন করি এবং ২০০৮ সালে ভিকারুন নিসা নুন স্কুলে আমার ছাত্রী অংশগ্রহন করে ৫ম স্থান অর্জন করে।

ET er vata

প্রক্রিয়াঃ

১। প্রথমে ইটের ভাটা এর কার্বন নির্গমন পথ বন্ধ করে দিতে হবে । এরপর ঠিক মাঝখানে ২ টি নির্গমন পাইপ সংযুক্ত করতে হবে যা কিনা অক্সিজেন ও মিথেন নির্গমন এ সহায়তা করবে।

২। এরপর একটি ফানেল সহ জার সেট করতে হবে যার একটি পাইপ সংযুক্ত থাকবে ইটের ভাটার সবার উপরের পাইপের সংগে যেখান থেকে ইটের ভাটার কার্বন নির্গমন হয়। জার টি তে থাকবে ক্যালসিয়াম কার্বনেট যা চুনাপাথর হিসেবে পরিচিত।

৩। এরপর জার টি তে অর্ধেক পানি দিয়ে পুর্ন করে নিতে হবে অর্থাৎ, চুনাপাথর ও পানি একই জার এ থাকবে । এদিকে ইটের ভাটা তে যখন কাজ করা হবে তখন চুনাপাথর এর জার টি কে তাপ দিতে হবে তা বাস্পে পরিনত না হওয়া পর্যন্ত । এবং তা চলতে থাকবে ।

৪। যখন কার্বন -ডাই- অক্সাইড বের হবে নির্গমন পথে তখন তা বের না হতে পেরে জার এর স্টীম বক্স এ গিয়ে বিক্রিয়া করবে বিক্রিয়া টি হবে নিম্ন রুপঃ

হবে co2+2cacO3+2h2O--->ch4+4O2+cac2( এটা ক্ষতিকর হলেও বিক্রিয়ার পর সামান্য পরিমানে থাকে)

৫। তবে এখেত্রে আপনার চুনাপাথর ও পানির জার খালি হয়ে গেলে তাতে আবার একই প্রক্রিয়ায় চুনাপাথর ও পানি দিন ।এখন বিক্রিয়া করার পর মিথেন+ অক্সিজেন ও ক্যালসিয়াম কার্বাইড উতপন্ন হবে

এখন অনায়াসে ইটের ভাটা তে কাজ করুন। এতে আমাদের পরিবেশ দুষিত হবে না তার সাথে আমরা জ্বালানী হিসেবে মিথেন গ্যাস পেতে পারি যা কিনা আমাদের জ্বালানী শক্তি ও বিদ্যুত শক্তি তে কাজে লাগাতে পারবো । যদি কারো বুঝতে কোন সমস্যা থাকে এখানে জিজ্ঞেস করতে পারেন।

প্রতিটি কাজেই একটি danger point থাকে। আর এ কাজে সেটি হলঃ

আপনি যখন অতিরিক্ত পরিমানে চুনাপাথর যোগ করবেন তখন এটি বিস্ফোরন ঘটতে পারে। তাই প্রয়োজন মত চুনাপাথর ব্যাবহার করবেন।

Level 3

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন। 🙂

ভাল টিউন লিখেছেন। চুনাপাথর দিয়ে শোষিত করার এই জিনিসটা এইচএসসি তে পড়েছিলাম। ভুলে গেছি সঠিক নামটি। যদি এটা এপ্লাই করা হয় তাহলে তো বেশ হয়।

ধন্যবাদ টিউনের জন্য।

ধন্যবাদ

Level 0

জিনিস টা ভাল । পছন্দ হইসে কিন্তু অনেক বিপদজনক।
আমার ২ টা প্রস্ন আছে। –
১। চুনাপাথর পানি এবং রক্ষণাবেক্ষণ এর কাজে একজন ভাটা মালিক কে যত টাকা খরচ করতে হবে উৎপাদিত পণ্য বিক্রি করে কতটা লাভ করতে পারবে?
২। চুনাপাথর কি আমাদের দেশে পর্যাপ্ত? (মানে আমি বুঝাতে চাচ্ছি যে যদি বাপক ভাবে সারা দেশে এটা আপ্লাই করা হয় তাহলে দেশে চুনাপাথর এর কোন ঘারতি হবে কি না?)
ভাটা মালিক কে যদি বুঝানো যায় যে এই প্রক্রিয়া লাভ জনক তাহলে সে এটা আপ্লাই করবে। আর দেশের অনেক বড় উপকার হবে।

    @Phenix:

    বঙ্গোপসাগরের আশে পাশে ও সিলেটে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। অনেকে ব্যবসা ও করছে এটা দিয়ে।
    আপনি যদি একটা ভাটা থেকে বিদ্যুত ও জ্বালানী উতপাদন করতে পারেন তবে তো আপনার আয় আরো বেড়ে জাবে।তাই না?? এটাই স্বাভাবিক

ভাল হইছে বস

জোস,

দারুন দারুন !!!

দারুন দারুন !!!
কর্রা থ্যাংকস

Level 0

অনেক ভাল একটি উদ্যোগ। আপনাকে অনেক ধন্যবাদ। তবে আপনি যদি কিছু ছবি সহ পোস্টটি করতেন তাহলে বুঝতে সুবিধা হত। আশা করি আমার উত্তর পাব।

    @ridoyeaso:
    ধন্যবাদ আপনাকে । হ্যা ছবি দেবার ইচ্ছা আমার ও ছিল কিন্তু ছবি একে সেটা আবার স্ক্যান করে আপলোড করা অনেক ঝামেলা,তাই আর দেই নি।

ভাল টিউন ধন্যবাদ টিউনের জন্য।