X-48B US আর্মির শত বছরের শ্রেষ্ঠ যুদ্ধ বিমান!!

অনেকদিন আগেই পৃথিবীর সবচেয়ে ব্যযবহুল যুদ্ধবিমানগুলোকে ফিচার করে একটি টিউন করেছিলাম। আজকের টিউনের বিষয়বস্তু আবারো সেই যুদ্ধবিমান তবে এটি হচ্ছে ইউএস এয়ারফোর্সের ইতিহাসের একটি হলমার্ক। আসুন দেখে নেয়া যাক এই যুদ্ধবিমানটি –

ইউনিক ডিজাইন

X48B_01

এটি সাধারণ আর দশটা যুদ্ধবিমানের মতই। এর ইউনিক ডিজাইনই একে বাকীগুলো থেকে সম্পূর্ন আলাদা করে দিয়েছে। গতানুগতিক ধারার বাইরে এর পাখা দুটো কে একটু বেন্ড করিয়ে দেয়া হয়েছে ট্রেন্ডি লুক এবং এটিই বর্তমান এবং গত শতকের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

টেস্ট ফ্লাইট

X48B_02

এর টেস্ট ফ্লাইটটি সফলভাবে চালানো হয় এই বছরেরই অগাস্টে। এটি এডওয়ার্ড এয়ারফোর্স বেজের ওপর দিয়ে কয়েকপাক ঘুরে এসে এর টেস্টিং সম্পন্য করে। তবে এতে কোন পাইলট ছিল না। দূর থেকে আর্টিফিসিয়ালি কন্ট্রোল করা হয় এক।

উইন্ড টানেল

X48B_03

এর উইন্ড টানেলটি নাসার হ্যাম্পটন রিসার্চ সেন্টার থেকে ডেভেলাপ করানো হয়। এর স্ট্যাবিলিটি এবং কন্ট্রোলের জন্যে ব্যবহার করা হচ্ছে এর ৮.৫ সেঃমিঃ এই স্কেল মডেলটি।

ফ্রি ফ্লাইট টেস্ট

X48B_04

এই টেস্ট ফ্লাইটটি তে পাইলট ভেতরেই ছিলেন। তিনজন পাইলট তখন ছিলেন এর কন্ট্রোলে। তবে প্লেনটি ফ্রি উড়তে পারেনি। একটি সুতার (প্রকৃত পক্ষে সেটি অনেক মোটা) সাহায্যে ল্যাবে ঝুলিয়ে এই এক্সপেরিমেন্ট চালানো হয়।

এক্সেপশনাল উইং

X48B_05

যে জিনিসটি এই বিমানকে আলাদা করে দিল সেটি তার উইং যার দৌর্ঘ্য ২১ ফিট!

ফিউচার প্ল্যানিং

X48B_06

রিসার্চ টিমের সদস্যদের মতে আর বাকী দশটা বিমানের চাইতে ৩০% ফুয়েল কম খাবে এই X-48B এবং টানা ১৫ বছর সার্ভিস দিয়ে যেতে পারবে।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ আপনার এই টিউনটির জন্য

ভাই কড়া টিউন হইছে।আপনারে উপাধি দিতে দিতে এখন আর লিখার কিছু পাই না।

    ধন্যবাদ মামুন । এইবার গেলে কাজটা কইরো পারলে ………….

    ইনশাল্লাহ ভাই এবার গেলে করব আপনি আবার রাগ কইরেন ভাই।বুঝেনইতো ভাই রোগি নিয়ে আমি একা গেছি তাই শত সমস্যা আমার উপর।

    আরে পাগল রাগের কি আছে …….. তোমার কাজ করার পর সময় পেলে করে দিও!

যে কোন সমস্যা হলেই এই রকমের বাজে মন্তব্য করতে হবে নাকি? আমিও মামুনের মত বলি, আপনার নিজেরই আগে ভদ্র মানুষ হতে হবে তারপর না হয় অন্যদের পরামশ দিয়েন।

যাক টিনটিন ভাইয়ের আরেকটা জট্টিল টিউন দেখলাম।

Level 0

asole tintin vai ektu beshi hoe jasse bola tarporo boli edaning pic nia tune besi hocche notune tech nia tune kom.
r edhoroner hoile ami ekta kothai bolte chai je
“amader deshe hobe sei chele kobe
kothai na boro hoe kaje boro hobe”
amader deshe eirokom biman bananor seleo nai pilot o nai tai ei sob pic nia tune korte sobaire sroddhar sathe mana korsi.
tobe ha jodi emon hoi je amader saddher moddhe tobe ami somorthon korsi.
thanks
vul bolle maf korben

    ফানুষ দয়া করে ক্ষমা চাইবেন না …. আমরা কেউ ই ভূল করি নাই………

    ভালে বলেছ ফানুষ ভাইয়্যা তবে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই …….. মনে কর একদিন তুমি বগ শিকার করতে বের হলা …… শিকারে গিয়ে তোমার মনে হল যে, আরে আমি তো বগই চিনি না!! তখন অবস্থা তোমার আসলেই দেখার মত মনে হবে। আর আমরা এখানে আসি জানা অজানা শেয়ার করতে। একজন আরেকজন কে কোন কিছু জানাতেই পারে। সেটা ছবি দিয়েই হোক না কেন ……

    তবে আমার মনে হয় কাউকে কোন রকম টিউন করতে বারন করাটা বড়ই ODD লাগে …… সেটা যতই শ্রদ্ধার সাথে বলেন না কেন ………

    আশা করি বুঝতে পেরেছেন …… এবং আপনার পরবর্তী কেমন্টটা বাংলাতেই পাব বলে আমার বিশ্বাস!!

    শুভ রাত্রি!

    ভাই কিছু মনে কইরেন না আপনি কে সেইটা আর বুঝতে বাকী নাই আমার।তাই টেকনলজির দুনিয়ায় চালাকি করার চেষ্টা করবেন না।

    Level 0

    আচ্ছা ভাই আমি যদি বক নাই চিনি তাহলে কেন বক শিকারে যাব?
    পরের অংশে সহমত

    তাইতো উদাহরণ টা দেয়া ……. আগে বগ টা ই নাহয় চেনার চেস্টা করি ….. পরে না হয় শিকারে যাই!

    আজিব অবস্থা। উড়ে এসে জুড়ে বসা আর কি।

    ফানুস তোমার প্রোফাইল টা দেখলাম নো কমেন্টস নো টিউন ।এতদিন এত ভাল ভাল টিউন হল একটা ধন্যবাদও দিলান না আর আজকে আপনার টিউনটা ভাল লাগেনাই একেবারে বিশাল সমালোচণা দিয়ে দিলেন।হায়রে ফানুস তারাতারি হও মানুষ।

    Level 0

    আমি ভাই মনে করি ধন্নবাদ দেয়া মানে যাকে ধন্নবাদ দিচ্ছি তাকে ছোট করা।
    আপনি কি আপনার কোন শিক্ষকে তার পাঠদানের জন্য ধন্নবাদ দিতে পারেন।না পারেন না কারন ঐটা তার দায়িত্ত।আর আপনি ঐ পরা শিখলেই তাকে ধন্নবাদ দেয়া হয়ে যাই।আর আমি ত তাই করি যা এখান থেকে শিখি তাই করি।তাহলেই কি তাকে ধন্নবাদ দেয়া হয় না?

    @ফানুষ এটা কিন্তু ছবি নিয়া টিউন না এখানে টিউনের প্রয়োজনে ছবি দেয়া হয়েছে। টিউনটি ভাল করে দেখুন যে ছবিগুলো টিউনটিকে আর সুন্দর করেছে।

Level 0

টিনটিন ভাই আপনি এমন জটিল জটিল টিউন করার জন্য কোত্থেকে তথ্য পান।
bye the way টিউনটা জটিল হয়েছে।
ধন্যবাদ

    ইস টিনটিন ভাই কালকে রাতে না থেকে খুব মিস করছি । ভুলেও আপনার কোথা থেকে টিউন করেন তা বইলেন না নইলে আমার মত পস্তাতে হবে । এখন ওই জায়গা থেকে টিউন করলেই বলে যে ওখান থেকে টিউন করছি । আর fanush ভা্‌ই আপনেরে বলতেছি ধন্যবাদ দিলে যদি ছোট করা মনে হয় তাহলে জানি না সেটাকে কি বলে তবে আমার জানা মতে Lover এবং খুব কাছের বন্ধুরাই বলে যে No Thanks , No Sorry । আমি মনে করলাম যে আপনি টিনটিন ভাইকে খুব কাছের বন্ধু মনে করছেন কিন্তু আইনতো আপনি আগেই ভাঙলেন । যদি ধন্যবাদই না দেন তাহলে Sorry বলছেন কেন ?

প্লেটটি দেখে অনেক লাইট মনে হচ্ছে। আর উইপন সিস্টেম সম্পকে একটু ধারনা দিতে পারলে ভালো হত। ধন্যবাদ আপনাকে।

Level 0

আমাগর দেশে এরহম বিমান কবে বানাইবো…….. নাকি নিজেই একখান বানাইয়া লামু৷

    নাদের …… এই বিমান নরসিংদী টু ঢাকা চালু আছে ……. তুমি জানো না?

    কে বলছে জানেনা সে তো এই বিমানে চড়েই টেকটিউন মিট আপে চলে আসছিল

    ভাই আমারে মাঝে মাঝে লিফ দিয়েন অনেক দিন হল আকাশে উড়িনা । আকাশে উড়তে খুব ইছা করে ।

সুন্দর টিউন । ফানুশ ভাইয়া সমস্যা টা ঠিক বুজলাম না । নিজে কিছু করতে পারেন না আবার মানুষ কে inspire করতে পারেন না । একটা থাঙ্কস দিলে কাউকে ছোট করা হয় না ।