একটি প্রস্তাব। টেকটিউনসে চেট বক্স অথবা মেসেঞ্জার চেয়ে।

প্রায় ২ বছর টেকটিউনসে বিচরণ কিন্তু কখনোও লেখা হয়নি টেকনোলজি সম্পর্কে সীমিত জ্ঞান থাকার কারণে। শুধু নিয়ে গেছি, কিছু দিতে পারিনি।

এই টেকটিউনস এমন অনেক টিউনার আছে যাদের টিউন ও কমেন্ট পড়তে পড়তে তাদেরকে নিজের খুব কাছের মানুষ মনে হয়। যেমন: শাওন, এঞ্জেল সাইফুল, নিওফাইট, নিশাচর নাইম, জাকির, শামীম ভাই (আমার খুব পছন্দের মানুষ), দিহান, জয় ভাই, টিনটিন, প্রিন্স, রোমেল তারপর ওপার বাংলার অপু এবং আরও অনেকে। যদি কনও সমস্যায় পড়তাম তবে সমস্যাটি নিয়ে টিউন করার আগে মাথায় থাকতো ‘আরে এই সমস্যার সমাধান-তো আমাকে টেকটিউন থেকে শাওন দিতে পারে অথবা শামীম ভাই দিতে পারে। এই অসাধারণ বাংলা ব্লগ টেকটিউনস টিউনার এবং টিউন পাঠকদেরকে খুব কাছাকাছি একটা অবস্থানে নিয়ে এসেছে। তবে এটাকে আরও এক ধাপ বাড়ানো যেতে পারে।

এই ২ বছরে টেকটিউনস থেকে নিতে নিতে প্রায় সময় মনে হত এখানে যদি একটা চেট বক্স অথবা মেসেঞ্জার থাকতো (লাইক ইয়াহু মেসেঞ্জার, এম.এস.এন মেসেঞ্জার অথবা ফেসবুক চেটিং বক্সের মত) তাহলে মন্দ হতনা। একটা চেট বক্স অথবা মেসেঞ্জার হলে আমরা টিউন পাঠক ও টিউনার যারা, তারা নিমোক্ত সুবিধাগুলো পেতে পারি।

১) সময়ে-অসময়ে অনলাইনে যারা থাকবে তাদের কাছ থেকে চট-জলদি কনও সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

২) টেকনোলজি নিয়ে নলেজ আদান-প্রদান ও একে অন্যের প্রতি সহযোগিতা বাড়বে।

৩) কুশলাদি বিনিময় ও খেজুরা আলাপ।

অবশ্য এর কিছু অপকারিতাও আছে। যেমন টিউন ও কমেন্টে যে কনও সমস্যা সমাধানের একটা এভিডেন্স থাকে যেটা অনেক পাঠকের জন্য উপকারী ও যে কনও সময় এই উপকারটা নেয়া যায় কিন্তু চেট বক্স অথবা মেসেঞ্জার বেলায় এটা সম্ভব না। এই চেট বক্স অথবা মেসেঞ্জার না থাকলে কনও সমস্যা নাই, তবে থাকলে আরও একটু উপকার হয়। এর বেশি কিছু না।

তারপরও যদি সকল টিউনার ও পাঠকদের চেট বক্স অথবা মেসেঞ্জার এর প্রস্তাবটা মনে ধরে তাহলে আমরা সকলে মিলে টেকটিউনস এডমিনদের অনুরোধ করতে পারি টেকটিউসে চেট বক্স অথবা মেসেঞ্জার সংযোযনের জন্য।

সবার মতামতের অপেক্ষা, ধন্যবাদ সবাইকে।

Level 0

আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মোটামুটি ভুল একটা প্রস্তাব,সার্ভার এর উপর চাপ বাড়বে সাথে একটা কথা আছে অধিক সন্ন্যাসীতে গাজন নস্ট সেটাও হবে।

আপাতত মনে হয় না করাই ভাল কারণ এমনিতে সার্ভারের ওপর লোড খুব একটা কম না। আমি যতদূর জানি। আর সমস্যা সমাধানের জন্য তো টেকটিউনস অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছেই । সেখানে লিখতে পারেন। আর টেকটিউনস গ্রুপ https://www.facebook.com/groups/techtunes/ এ গ্রুপ চ্যাটিং অপশনটা চালু করলেই মনে হয় মোটামুটি সমাধান হয়ে যায়।
(আমার ব্যক্তিগত মতামত, আমিও আপনার মত ম্যাংগো পিপল)

    @সাইফুর রহমান (হীরক): চেট বক্স অথবা মেসেঞ্জার হলে টেকটিউনসে আলাদা একটা ফ্লেবার পাওয়া যেত এই আরকি। আর এতে যদি সার্ভারের ক্ষতি হয়, সে ক্ষেএে না হওয়াই হয়তোবা ভালো হবে। ধন্যবাদ মতামতের জন্য।

I have nothing to say.

ভাই আপনি একটি সুন্দর প্রস্তাব করেছেন। আমি আপনার সাথে একমত। কারণ টেকটিউনসে একটি চ্যাট বক্স করলে আমরা একজনের সাথে আর একজন বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবো।
এর ফলে টেকটিউনস এর ভিজিটরও বাড়বে।
টেকটিউনস কর্তৃপক্ষকে বিশেষ ভাবে অনুরোধ করছি একটি চ্যাট বক্স খোলার জন্য। আমরা সকলেই উপকৃত হব। ☺

100% wrong prostab.

টেকটিউনস যেহেতু “বিশ্বের সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্ক”, সুতরাং এখন না হলেও পরে একসময় বড় পরিসরে চ্যাটিং সহ সবরকম সুবিধা দিতেই পারে। হয়ত এমন হবে টেকি সোশ্যাল সাইট মানেই টেকটিউনস। আপনার আইডিয়া তারা খতিয়ে দেখতে পারে। দেখা যাক টেকটিউনস কতৃপক্ষ কি বলে। 🙂

    অনেকেই সার্ভার লোডিং এর কথা বলছে !
    তবে আমি মনে করিনা যে শুধুমাত্র চ্যাটিং অপশন যোগ করাতে সার্ভারের কোন সমস্যা হবে ।

    এছাড়াও শাওন ভায়ের কথাগুলো সাথে সম্পূন্য একমত পোষন করছি

ধন্যবাদ শাওন. You are a cool dude… 😀

ভাই,, এই অনুরোধ অনেক আগে আমি করেছিলাম। এবং সঠিক প্রতিউত্তর পেয়েছি বলে মনে হয়েছে।
https://www.techtunes.io/web-development/tune-id/25745

আপনার টিউন আর টিউনের কমেন্টগুলো মনোযোগ দিয়ে পরলাম। এখন মনে হচ্ছে আমিও সঠিক প্রতি উত্তরটি পেয়েছি। ধন্যবাদ আপনাকে। 🙂