প্রায় ২ বছর টেকটিউনসে বিচরণ কিন্তু কখনোও লেখা হয়নি টেকনোলজি সম্পর্কে সীমিত জ্ঞান থাকার কারণে। শুধু নিয়ে গেছি, কিছু দিতে পারিনি।
এই টেকটিউনস এমন অনেক টিউনার আছে যাদের টিউন ও কমেন্ট পড়তে পড়তে তাদেরকে নিজের খুব কাছের মানুষ মনে হয়। যেমন: শাওন, এঞ্জেল সাইফুল, নিওফাইট, নিশাচর নাইম, জাকির, শামীম ভাই (আমার খুব পছন্দের মানুষ), দিহান, জয় ভাই, টিনটিন, প্রিন্স, রোমেল তারপর ওপার বাংলার অপু এবং আরও অনেকে। যদি কনও সমস্যায় পড়তাম তবে সমস্যাটি নিয়ে টিউন করার আগে মাথায় থাকতো ‘আরে এই সমস্যার সমাধান-তো আমাকে টেকটিউন থেকে শাওন দিতে পারে অথবা শামীম ভাই দিতে পারে। এই অসাধারণ বাংলা ব্লগ টেকটিউনস টিউনার এবং টিউন পাঠকদেরকে খুব কাছাকাছি একটা অবস্থানে নিয়ে এসেছে। তবে এটাকে আরও এক ধাপ বাড়ানো যেতে পারে।
এই ২ বছরে টেকটিউনস থেকে নিতে নিতে প্রায় সময় মনে হত এখানে যদি একটা চেট বক্স অথবা মেসেঞ্জার থাকতো (লাইক ইয়াহু মেসেঞ্জার, এম.এস.এন মেসেঞ্জার অথবা ফেসবুক চেটিং বক্সের মত) তাহলে মন্দ হতনা। একটা চেট বক্স অথবা মেসেঞ্জার হলে আমরা টিউন পাঠক ও টিউনার যারা, তারা নিমোক্ত সুবিধাগুলো পেতে পারি।
১) সময়ে-অসময়ে অনলাইনে যারা থাকবে তাদের কাছ থেকে চট-জলদি কনও সমস্যার সমাধান পাওয়া সম্ভব।
২) টেকনোলজি নিয়ে নলেজ আদান-প্রদান ও একে অন্যের প্রতি সহযোগিতা বাড়বে।
৩) কুশলাদি বিনিময় ও খেজুরা আলাপ।
অবশ্য এর কিছু অপকারিতাও আছে। যেমন টিউন ও কমেন্টে যে কনও সমস্যা সমাধানের একটা এভিডেন্স থাকে যেটা অনেক পাঠকের জন্য উপকারী ও যে কনও সময় এই উপকারটা নেয়া যায় কিন্তু চেট বক্স অথবা মেসেঞ্জার বেলায় এটা সম্ভব না। এই চেট বক্স অথবা মেসেঞ্জার না থাকলে কনও সমস্যা নাই, তবে থাকলে আরও একটু উপকার হয়। এর বেশি কিছু না।
তারপরও যদি সকল টিউনার ও পাঠকদের চেট বক্স অথবা মেসেঞ্জার এর প্রস্তাবটা মনে ধরে তাহলে আমরা সকলে মিলে টেকটিউনস এডমিনদের অনুরোধ করতে পারি টেকটিউসে চেট বক্স অথবা মেসেঞ্জার সংযোযনের জন্য।
সবার মতামতের অপেক্ষা, ধন্যবাদ সবাইকে।
আমি রউফ আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 122 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোটামুটি ভুল একটা প্রস্তাব,সার্ভার এর উপর চাপ বাড়বে সাথে একটা কথা আছে অধিক সন্ন্যাসীতে গাজন নস্ট সেটাও হবে।