আধুনিক বিজ্ঞানের আরেকটি বিশ্বয় “রোবো পেঙ্গুইন”

সাধারন ইন্ডাস্ট্রিয়াল রোবটগুলো মূলত কোন গাড়ী ক্রেন ইত্যাদী ই হয়ে থাকে। তবে রোবটের বিশ্বয় যুগ শুরু হয় যখন রোবটগুলোকে প্রানীদের মত গড়ন দেয়া হয়। শুরু হয় সাধারনত মানবাকৃতির রোবট দিয়েই। প্রথমদিকে সাধারণ কিছু কাজেই সন্তুস্ট ছিল সেই রোবটগুলো। ধীরে ধীরে যখন এতে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কে সংযোজন করা হল তখন থেকে যেন প্রানের ছোঁয়া পেল এই রোবটগুলো। আজকাল ট্রান্সফরমার্স মুভি দেখলে আন্দাজ করা যায় আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স কি জিনিস! রোবোটে যেন আত্বার সংযোজন করা হয়েছে।

এরপর আসা শুরু করে বিভিন্ন প্রানীর শেপে রোবট। চিতা, কুকুর, চিল ইত্যাদি। আমার ইউনিভার্সিটির যারা টেকটিউনসে আছেন তাদের অনেকেই হয়ত “আঃ রব” স্যারের ম্যাথ ক্লাস করার সৌভাগ্য/দূর্ভাগ্য হয়েছেন। তার কাছ থেকে একটা ইনফরমেশান জেনেছিলাম, তিনি ইউএস এর একটি রিসার্চ টিমের সাথে কাজ করেছেন। যাদের প্রেজক্ট ছিল পানীর নিচে সামূদ্রিক চিংড়ির চলাকে কাজে লাগিয়ে একটি অভিনব সাবমেরিন তৈরি করা। ভাবতাম চিংড়িও বাদ যায় নাই!!

তবে কিছুদিন আগে সমূদ্রের আরেকটি পরিচিত প্রানীর আদলে তৈরি করা হয়েছে আরেকটি আধুনিক রোবট। প্রানীটি আমাদের সবার পরিচিত পেঙ্গুইন এবং রোবটটির নাম রোবো পেঙ্গুইন। আজ টিউনার বন্ধুদের সেই রোবো পেঙ্গুইন এবং তারই কিছু ফিচারের সাথে পরিচয় করিয়ে দেব  -

রোবো পেঙ্গুইন

artificial_penguins_01

ঠিক আমাদের পরিচিত পেঙ্গুইনের প্রমান সাইজেরই একটি বট, যা চলবে পানীর নিচে এবং সম্পূর্ন সেল্ফ নেভিগেশান সিস্টেমের মাধ্যমে। এই এ্যাকুয়া পেঙ্গুইনের প্রায় অনেকাংশই কন্ট্রোল করা হবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে।

স্টেট আর্ট

artificial_penguins_02

সাধারণ পেঙ্গুইনেরই ন্যাচারাল বডি আর্কিটাইপ থেকেই ডেভেলাপ করা হয়েছে এর হাইড্রোডিনামিক বডি এবং উইং প্রোপালশান সিস্টেম। এর মূল চালিকাশক্তি হচ্ছে একটি হাই পাওয়ারফুল ইলেকট্রিক মোটর যার রোটেশনাল স্পিডই পেঙ্গুইনের পাখার ফ্লাপিং রেটকে কন্ট্রেল করে থাকে!

ইনোভেশান

artificial_penguins_03

এর টর্সো (গ্রীবা) টা এমনভাবে ফিচার করা যা যে কোন দিকে মুভ করতে পারে এবং একে কন্ট্রোল করার পাল্স দেওয়া হয় এর লেজ থেকে।

ডায়নামিক গ্রুপিং

artificial_penguins_04

অটোনোমাস এই বায়োনিক পেঙ্গুইনগুলো আন্ডার ওয়াটার অপারেশানের সময় সাধারণত দলবদ্ধভাবে অপারেশানে নিয়োজিত থাকবে। তবে এরা তো আর বাস্তব পেঙ্গুইন নয় যে একে অপরের সাথে ধাক্কা লাগলে সমস্যা হবে না। একটা ক্ল্যাশ পুরো অপারেশান চৌপাট করে দিতে পারে। তাই ব্যবহার করা হয়েছে থ্রিডি সোনার সিস্টেম। যার সাহায্যে এরা গ্রুপের একে অপরকে চিনবে, যোগাযোগ রক্ষা এবং নির্দিস্টি দূরত্ব বজায় রেখে দেদারসে অপারেশান চালিয়ে যাবে!!

ফ্লিপার্স

artificial_penguins_05

এর পশ্চাঃদেশে আছে ফ্লেক্সিবল longitudinal সিস্টেম এবং মেকানিক্যাল ড্র লাইন যা এই বটের স্টিয়ারিং এর কাজটি করে থাকবে।

artificial_penguins_06

উপরের ছবিতে এই রোবোটের রিসার্চ টিমের একজন মেম্বারকে দেখা যাচ্ছে। তাদের ইচ্ছা হল তারা এই প্রজেক্টকে পরবর্তিতে অটোনোমাস প্রোডাকশান সিস্টেমের আওতায় নিয়ে আসতে চায়। আবার রিসার্চ টিমের অনেকের মতে এটাকে আন্ডার ওয়াটার স্পাইয়ের কাজেও লাগানো হতে পারে।

artificial_penguins_07

এগুলো দেখে আসলে আমার হাত নিশপিশ করে। আমরাও হয়ত পারতাম, কিন্তু আমাদের রিসোর্স কে দেবে??

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমার কাছে পেঙ্গুইন ডকুমেন্টরি আছে।
চাইলে লিংক দিতে পারি।

Level New

ছোট বেলা থেকে পেঙ্গুইনের খেলনা,কার্টুন,ছবি দেখতে খুব ভাল লাগতো ইচ্ছা আছে কোন দিন হয়তো সরাসরি পেঙ্গুইন দেখবো …..
টিনটিন ভাই এই মাত্র একটা টিউন করলাম কিন্তু টিউনটা অনেক নিচে চলে গেছে ওকে কি একটু উপরে উঠানো যায়।

আর কি কি আজব আজব জিনিস দেখা লাগবো , সেই চিন্তা করতাসি। টিনটিন কে ধন্যবাদ আবারও

@টিনটিন ভাই টিউন টা অনেক ভালো হয়েছে। আমি একজন প্রযুক্তি প্রেমিক প্রযুক্তি নিয়ে আমি চিন্তা ভাবনা করি। প্রযুক্তির কাছাকাছি থাকতে পছন্দ করি। আসলে আমি প্রযুক্তিকে অনেক ভালোবাসি। অনেক দিন পর আজকে আপনার টিউনে প্রথম মন্তব্য করলাম। ভালো থাকবেন আরো ভালো ভালো টিউন করেন। দেখি আমি আরো ভালো কিছু দিতে পারি কিনা।

Level 0

প্রযুক্তি !!!!!!!!!!! ধন্যবাদ।
টিনটিন ভাই সহ কেউ কি সাহায্য করতে পারেন? এখানেই পড়েছি, PC USB port disable করার একটি টিপস, যা কিনা PC USB port অকার্যকর করে রাখা যায়। কিন্তু কোন বিভাগে পড়েছি, এখন আর খুজে পাচ্ছিনা। কেউ কি সাহায্য করবেন প্লিজ………………….।

    ” Nurjahan ” আপনাকে সহজ একটি পদ্ধতি বলি সেটা হল প্রথমেই my computer এ রাইট বাটন ক্লিক করুন Manage এ যান । পরে Device Manager এ যান এবং universal serial bus controller এ গিয়ে usb root hub নামে ৫ টি অপশন দেখবেন । সবগুলো ডিসেবল করে দিন ।তাহরেই হবে এতে আপনার পিসিকে রিস্টার্ট দিতে হবে না । আর একইভাবে ইনেবল করুন । আশা করি পারবেন ………

Level 0

হাসিব আপনাকে অনেক অনেক ধন্যবাদ।