পরিসংখ্যান বলছে বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যবহারকারীর ৬১% এরও বেশী ব্যবহারকারীর প্রথম পছন্দ মোজিলার মুক্তসোর্স ব্রাউজার ফায়ারফক্সের । টেকটিউনস জরিপ নভেম্বার ২০১১ তো বটেই, এপ্রিল ২০০৮-এও প্রথম স্থান ফায়ারফক্স পায় ।
কিন্তু শুধু সংখ্যার বিচারে নয় । মোজিলার প্রানবন্ত ও সক্রিয় ইউজার ও ডেভলপার কমিউনিটিই ফায়ারফক্সসহ নানান কর্মকান্ডে উপহার দিয়ে চলেছে চমৎকার ইন্টারনেট অভিজ্ঞতার । কিন্তু আপনি জানেন কি বাংলাদেশেও আছে মোজিলার স্বীকৃতিপ্রাপ্ত একটি কমিউনিট ? কিংবা এই তথ্য যে আপনিও পারেন বিশাল এই কর্মযজ্ঞের অংশ হতে ? অথবা ফায়ারফক্স ছাড়াও মজিলার অন্যান্য মুক্তসোর্স সফটওয়্যার সম্পর্কে ?
-
-
যদি না জানেন তাহলেতো বটেই, যদি জানেন তবুও আপনার জন্য মোজিলা বাংলাদেশ ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আমার ইউনি 😀 ) কম্পিউটার ক্লাব যৌথভাবে আয়োজন করেছে Mozilla Hacktivity ইভেন্টটি ।
আয়োজনে থাকছে ফায়ারফক্স নিয়ে আলোচনা, দেশে এর কার্যক্রম, কিভাবে আপনিও যুক্ত হবেন সহ নানান কিছু । তো মিস করেছেন তো ঠকছেন !
বিস্তারিত ফেসবুক ইভেন্টে: http://www.facebook.com/events/376589272402695/377713418956947/
আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nothing to say....