ইঞ্জিনিয়ারিং ছাত্রদের উদ্দেশে বলছি

কেমন আছেন সবাই? বাহিরে যুদ্ব চলছে ,সাইবার যুদ্ব।গুলি লাগতে পারে।তাই বের হচ্ছি না।হহাহাহহাহঃ।
যাই হোক, আপনারা সকলেই জানেন যে "গ্লোবাল আইটি কোম্পানী" ইতিমধ্যে ভালো সাড়া ফেলেছে। আমরা চাচ্ছি যে, বাংলাদেশের সকল জেলাতেই আমরা আমাদের টিম নিয়ে পৌঁছে যাবো এবং সেখানে ফ্রী ওয়ার্কশপ করাবো আইটি এর বিভিন্ন বিষয় এর উপর। ইতিমধ্যে ঢাকা তে শুরু হয়ে গেছে "আইটি বিষয়ক কর্মশালা"।
আপনি যদি ঢাকা তে থাকেন এবং যদি "গ্লোবাল আইটি কোম্পানী" এর সেবা পেতে চান তবে আমাদের কে ইমেইল করুন ।
আমাদের ইমেইলঃ [email protected]

এছাড়াও আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সকল ছাত্র-ছাত্রীদের একটি মঞ্চ গড়তে যাচ্ছি যেখানে উদ্যমী তরুনেরা তাদের চিন্তা চেতনার মাধ্যমে তাদের কর্মক্ষেত্র কে আরো শক্তিশালী করতে পারবে।
এর জন্য আমাদের প্রয়োজন কিছু ডেডিকেটেড তরুন-তরুনী। আপনি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর না হলেও কোন সমস্যা নেই। আপনাকে এজন্য অবশ্যই উদ্যমী হতে হবে।

আমাদের প্রধান উদ্দেশ্য হবে, বাংলাদেশের প্রতিটি তরুন-তরুনী কে আইটি জগতে কর্মক্ষম করা যাতে তাদের কে কাজের জন্য অন্যের দ্বারস্থ হতে না হয়।
আপনি যদি মনে করেন, আপনি আমাদের সাথে এই বিশাল সমুদ্র পথ পাড়ি দিতে পারবেন তবে আসুন।আমাদের সাহায্যের হাত আপনাদের দিকে বাড়ানো আছে সর্বদা।
আল্লাহ হাফেয। ভালো থাকবেন। আর সাইবার যুদ্ব যুদ্ব করে সময় নষ্ট করবেন না প্লীজ। আমাদের ৭১ এ কেউ দাবিয়ে রাখতে পারেনি আর কোন দিন পারবে ও না। মনে রাখবেন বাংলাদেশ ভাড়াটে প্রোগ্রামার দিয়ে চলে না। ইন্ডিয়া চলে ভাড়াটে প্রোগামার দিয়ে।
বিঃদ্রঃ আমাদের অনেকের মডেমের স্পীড অনেক সময় থাকে না বললেই চলে ।তাই আমি আপনাদের জন্য বানিয়েছি মডেম স্পীড ডেভেলপার নামক সফটওয়্যার। প্রয়োজন হলে নামিয়ে নিতে পারেন এখান থেকে

Level 3

আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে
http://freesoftnmovires.blogspot.com

সহমত।

Level 0

bhai ami feni te ase.apnader seba kivabe pete pare akto bolben ki …………………………..?

Level 0

ami dhaka thaki, kivabe ami apnader group e add hote pari?

join me