নাগাসাকি এবং হিরসীমার কিছু আতকে ওঠা ভয়ংকর চিত্র !

আমি আগে প্রচুর পরিমান বাংলা ব্লগ ঘাটাঘাটি করতাম কিন্তু কিছুদিন ধরে ইংরেজী ব্লগ ঘাটতে ইচ্ছে করছে তাই চেষ্টা করছি ইংরেজী ব্লগ থেকে কিছু জানতে এবং শিখতে । আজ ঘাটাঘাটি করতে করতে যা দেখতে পেলাম তা সত্যি বিভিষিকাময় । যা দেখলে যে কেউ ভয় পাবে । আমি জাপানের নাগাসাকি এবং হিরসীমা এর কথা বলছি । আজ এই দুই জায়গার কিছু ভয়ংকর ছবি পেলাম যা আপনাদের সাথেও শেয়ার করলাম । আশা করি নাগাসাকি এবং হিরোশীমা নিয়ে বিস্তারিত বলার প্রয়োজন নেই ।













এই হল সেই নাগাসাকি এবং হিরোশীমার ভয়ানক ছবি যা দেখলে এখনও মানুষের মনে আতংক ছড়ায় । সেই জাপান কি আর আগের মতই আছে তারাও এখন প্রযুক্তির দিক থেকে আমেরিকার চেয়ে পিছিয়ে নেই তা নিচের ছবিগুলো দেখলেই বুঝা যায় ।

এই কি সেই জাপান যার দুটি প্রদেশে এখনও পারমানবিক বোমার কারনে প্রতিবন্ধি সন্তান জন্ম নেয় ?

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জাপানের শহরের রাতের দৃশ্য ত খুব সুন্দর ।

ঢাকার শহর টা এডসেন্সে ভরে গেছে।

যুদ্ধ আর ক্ষমতার খেলায় মানুষ শয়তানকেও হার মানায়। সব কয়লা করে দিয়েছিল ইয়াঙ্কির বাচ্চারা।

জঘন্য এই কাজ এক মাত্র মানুষ ই করতে পারে…সুন্দর ্টিউন……।হাসিব