একাই বদলে যাবে টাইলসের রং ……

গরমের দিনে কালো কাপড় পড়লে তা তাপ শুষে গরমটা আরো বাড়িয়ে দেয়। তাই এসময় পড়তে হয় হালকা রং-এর কাপড়, সূর্যের আলো প্রতিফলিত করে শীতল ভাবটা বজায় রাখে। ঠিক উল্টোটা করতে হয় শীতকালে। ঠিক এ কাজটিই বাড়ির ছাদে করে শক্তি বাঁচানো যায় অনেকখানি। শক্তি সংকটের অন্যতম সমাধান হিসেবে এ পদ্ধতিকে ভোট দিয়েছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ছাদে রং করাটা তো আর জামা পাল্টে ফেলার মতো সহজ কাজ নয়।

tech2

তবে সমস্যা সমাধানে ভেলকি দেখালেন মাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে একদল সদ্য গ্র্যাজুয়েট।
তাদের আবিষ্কৃত টাইলসটি পাল্টে যাবে ঋতু বদলানোর সঙ্গে সঙ্গে।

mit-tile

গরমের সময় সাদা রং ধারণ করে টাইলসগুলো প্রতিফলিত করবে ৮০ শতাংশ সূর্যালোক। যা এসির খরচ ২০ শতাংশ পর্যন্ত কমাবে। শীতকালে কালো রং ধারণ করে মাত্র ৩০ শতাংশ প্রতিফলিত করে বাকি সূর্যালোক শোষন করে ঘরে উষ্ণতা ছড়িয়ে দেবে। নমনীয় প্লাস্টিক আর পলিমারে তৈরি হয়েছে টাইলসগুলো।

মূল লেখা - আমাদের সময়

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মঈন ভাই মেইল করেছি তাড়াতাড়ি জানান ।টাকার বড়ই অভাব

Level New

এই টাইলসটা কোখায় পাওয়া যাবে .ইমেলে জানালে খুসি হতাম [[email protected]]