আর মাত্র ২ দিন : বিজয়ের চার দশক নিয়ে আপনার ভাবনা লিখুন, জিতে নিন পুরস্কার

চল্লিশ বছর পার হয়ে গেছে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয়। দেশ সন্তর্পণে এগিয়ে চলছে এক নিশ্চিত উন্নতির দিকে। কিন্তু এই চার দশকে অন্যান্য সেক্টরের পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতে আমরা কি পেরেছি যতটুকু এগোনোর কথা, ততটুকু এগোতে? বিজয়ের চার দশক পেরিয়ে তথ্য-প্রযুক্তিতে কি আমরা পেয়েছি কাঙ্ক্ষিত সাফল্য আর অগ্রগতি, নাকি এখনো আমরা পিছিয়ে রয়েছি?

বিজয়ের চল্লিশ বছর পর তথ্য-প্রযুক্তি ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আপনার ভাবনাগুলো প্রকাশ করুন, আর জিতে নিন কম্পিউটার সোর্সের সৌজন্যে লজিটেকের হোম থিয়েটার। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে কম্পিউটার সোর্স পরিচালিত ব্লগ, আদর্শলিপি-তে "তথ্য প্রযুক্তি নিয়ে চল্লিশ বছরের ভাবনা" নিয়ে আপনার লেখা প্রকাশ করুন। সেরা ব্লগার জিতে নিতে পারবেন হোম থিয়েটার।

নিয়মাবলী

  • লেখা প্রকাশের আগে অবশ্যই আদর্শলিপি ব্লগে রেজিস্ট্রেশন করতে হবে।
  • ব্লগ পোস্ট আকারে লেখা প্রকাশ করতে হবে।
  • লেখা অবশ্যই মৌলিক ও নিজস্ব হতে হবে। অন্য কোথাও প্রকাশিত কিংবা অন্যের লেখা কপি করা যাবে না।
  • লেখা প্রকাশের সময় অবশ্যই ক্যাটাগরি বা বিভাগ "চল্লিশ বছরের ভাবনা" সিলেক্ট করতে হবে।
  • লেখা ইংরেজি অথবা বাংলা উভয় ভাষাতেই হতে পারে। তবে ইংরেজি অক্ষর ব্যবহার করে বাংলা লেখা (বাংলিশ) গ্রহণযোগ্য নয়।
  • লেখা অবশ্যই ৩১শে ডিসেম্বর ২০১১-এর মধ্যে প্রকাশিত হতে হবে।
  • প্রকাশিত লেখার লিংক কম্পিউটার সোর্সের ফেসবুক পেজে শেয়ার করতে হবে।

হাতে আছে আর মাত্র ২ দিন। এখনই কলম বা কিবোর্ড নিয়ে বসে পড়ুন। লিখে ফেলুন আপনার ভাবনাগুলো। আর প্রকাশ করুন আদর্শলিপি ব্লগে।

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস