চল্লিশ বছর পার হয়ে গেছে আমরা অর্জন করেছি কাঙ্ক্ষিত বিজয়। দেশ সন্তর্পণে এগিয়ে চলছে এক নিশ্চিত উন্নতির দিকে। কিন্তু এই চার দশকে অন্যান্য সেক্টরের পাশাপাশি তথ্য-প্রযুক্তি খাতে আমরা কি পেরেছি যতটুকু এগোনোর কথা, ততটুকু এগোতে? বিজয়ের চার দশক পেরিয়ে তথ্য-প্রযুক্তিতে কি আমরা পেয়েছি কাঙ্ক্ষিত সাফল্য আর অগ্রগতি, নাকি এখনো আমরা পিছিয়ে রয়েছি?
বিজয়ের চল্লিশ বছর পর তথ্য-প্রযুক্তি ও বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আপনার ভাবনাগুলো প্রকাশ করুন, আর জিতে নিন কম্পিউটার সোর্সের সৌজন্যে লজিটেকের হোম থিয়েটার। আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে কম্পিউটার সোর্স পরিচালিত ব্লগ, আদর্শলিপি-তে "তথ্য প্রযুক্তি নিয়ে চল্লিশ বছরের ভাবনা" নিয়ে আপনার লেখা প্রকাশ করুন। সেরা ব্লগার জিতে নিতে পারবেন হোম থিয়েটার।
হাতে আছে আর মাত্র ২ দিন। এখনই কলম বা কিবোর্ড নিয়ে বসে পড়ুন। লিখে ফেলুন আপনার ভাবনাগুলো। আর প্রকাশ করুন আদর্শলিপি ব্লগে।
আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।