জিপিএস ভেহিকেল ট্রাকিং সিস্টেম – পর্ব ১
Tools অপশন এর মাধ্যমে অনেকগুলো রিপোর্ট পাওয়া যায় (ছবি গত পর্বে)। এগুলোর যে কোন একটিতে ঢুকলে বিস্তারিত জানতে পারবেন।
বি.দ্র.: ইন্টারনেট এনাবল যে কোন পিসি, ল্যপটপ এমনকি মোবাইলেও আপনারা এই সার্ভিস ব্যবহার করতে পারবেন। আর তাও যদি না থাকে তাহলে NITS এর চব্বিশ ঘন্টা সাপোর্ট সেন্টার তো আছেই।
১. Find closest Vehicle:
ধরুন আপনির প্রতিষ্ঠানের অনেকগুলো গাড়ি আছে। আপনি এখন ফার্মগেটে বসে জানতে চাচ্ছেন আপনার সবচেয়ে কাছাকাছি কোন গাড়িটি আছে। এই অপশনটির মাধ্যমে আপনি ফার্মগেট সিলেক্ট করলে কাছাকাছি গাড়িগুলোর দুরত্ব, অবস্থান এবং অবস্থা জানা যাবে।
২. Geocoder:
অক্ষাংশ ও দ্রাঘিমা জানা থাকলে এই অপশনটির মাধ্যমে ওই স্থানের মানচিত্র পাওয়া যাবে। আবার কোন স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ও জানা যাবে।
৩. Directions:
এই অপশনটির মাধ্যমে নির্দিষ্ট কোথাও কিভাবে যেতে হবে তা জানা যাবে। কিন্তো বাংলাদেশে এখনো এই অপশনটি চালু হয়নি।
৬. Get Reports:
এই অপশনটি ফ্লিট রিপোর্ট এর জন্য একটি ডিজিটাল সিস্টেম। প্রতিটি গাড়ির প্রতিদিনের বিস্তারিত তথ্য সময় সহ সার্ভারে জমা থাকে। এখন থেকে ঠিক ৬ মাস পেছনের যে কোন তথ্য পাওয়া যাবে।
যে সব তথ্য যানা যাবে সেগুলো হলঃ
Distance Traveled এর মাধ্যমে কোন গাড়ি নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটুকু দুরত্ব অতিক্রম করেছে তা জানা যাবে। Trip Report এর মাধ্যমে কোন গাড়ি প্রতি আধা ঘন্টা সময়ের ব্যবধানে কখন কোথায় কী অবস্থায় ছিল তা জানা যাবে। Overspeed Report এর মাধ্যমে কোন গাড়ি যদি নির্দিষ্ট গতি অতিক্রম করে তা রেকর্ড হয়ে থাকবে। Alerts Generated এর মাধ্যমে বিভিন্ন ফাংশনের বিপরীতে মোবাইলে এলার্ট মেসেজ পাঠাবে। Halt analysis এর মাধ্যমে গাড়ি কখন কোথায় ইন্জিন বন্ধ অবস্থায় পার্কিং করে ছিল তা জানা যাবে।
Trip Report
চলবে....
আমি রাকিব। Developer, BitTwister IT GmbH, Neu Ulm, Germany। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 160 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যা কিছু ভাল, সবই চাই।