সম্প্রতি জাপানের গবেষকরা জানিয়েছেন, মানুষের মস্তিষ্কেও কম্পিউটারের মতো প্রোগ্রাম ডাউনলোড করা যাবে। বিশেষ কোনো কাজে কারো দক্ষতা না থাকলে সে বিষয়ের দক্ষতার প্রোগ্রাম মস্তিষ্কে ডাউনলোড করা সম্ভব হবে বলেই গবেষকরা জানিয়েছেন। খবর ডেইলি মেইল-এর।
গবেষকরা জানিয়েছেন, মেট্রিক্স ছবিতে দেখানো কাহিনীর মতোই দক্ষতা ডাউনলোড করা সম্ভব। বিশেষ করে মার্শাল আর্ট, প্লেন চালানো বা নতুন ভাষায় কথা বলার মতো দক্ষতাগুলো ডাউনলোড করা সম্ভব হবে।বস্টন ইউনিভার্সিটি এবং জাপানের এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্স ল্যাবরেটরিস-এর গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে কোনো নতুন দক্ষতা শিখতে হলে স্রেফ কম্পিউটার থেকে ডাউনলোড করে নিলেই হবে।
গবেষকরা ফাংশনাল ম্যাগনেটিক রিসোনেন্স মেশিন (এফএমআরআই) বিষয়ে কাজ করছেন যাতে ভিজুয়াল কর্টেক্স-এর মাধ্যমে দক্ষতা বাড়ানো সম্ভব। গবেষকরা এ পদ্ধটির নাম দিয়েছেন ‘ডিকোডেড নিউরোফিডব্যাক’ বা ‘ডেকনেফ’।
গবেষক টাকেও ওয়াতানাবি জানিয়েছেন,‘তরুণ বয়সটা ভিজুয়াল দক্ষতা শেখার জন্য যথেষ্টই সহনশীল।’ তার মতে, ‘মস্তিষ্কে দক্ষতা ডাউনলোড করার বিষয়টি খুব শিগগিরই বাস্তবে দেখা যাবে’।
দেখে নিন researcher রা এই ডিকোডেড নিউরোফিডবেক এর প্রতিটি ধাপ কিভাবে বুঝালেন-
ভিডিও সহ ব্লগটি আমার লেখা এই ব্লগে পাবেনঃ বিস্তারিত ভিডিও দেখুন
এখানে গবেষকদের দেয়া কিছু বিবৃতি তুলে দেয়া হলঃ
"The most surprising thing in this study is that mere inductions of neural activation patterns corresponding to a specific visual feature led to visual performance improvement on the visual feature, without presenting the feature or subjects' awareness of what was to be learned," বলেন Watanabe।
"We found that subjects were not aware of what was to be learned while behavioral data obtained before and after the neurofeedback training showed that subjects' visual performance improved specifically for the target orientation, which was used in the neurofeedback training,"বলেন বাতানাবে
"In theory, hypnosis or a type of automated learning is a potential outcome," বলেন Kawato.
"However, in this study we confirmed the validity of our method only in visual perceptual learning. So we have to test if the method works in other types of learning in the future. At the same time, we have to be careful so that this method is not used in an unethical way." বলেন Kawato.
At present, the decoded neurofeedback method might be used for various types of learning, including memory, motor and rehabilitation. (medxpress)
আমার লেখা পূর্বের ব্লগগুলো পরুনঃ পূর্বের ব্লগ
তথ্যসূত্রঃ বিডিনিউজটোয়েন্টিফোরডটকম, এন এস এফ ডট গভ
আমি কমজগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 57 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Computer Jagat has been involved with the ICT movement here in Bangladesh for more than a period of two decades. During this period we have been able to create a set of records for which we feel proud of.
wah wah………airkm hle to ar leka pora korte hbe nahh…….just boi gola matai download korbo!!!!!!!!!!!!