আরো একবার হাসুন, হাসতে আপনাকে হবেই হবে।

আসুন একবার দেখি বাংলায় কম্পিউটার তৈ্রী হলে, তার কথপোকথন গুলো কিরকম হবে

ATT9453715

ATT9453716

ATT9453717

ATT9453718

ATT9453719

ATT9453720

ATT9453721

মনে মনে না হেসে, প্রান খুলে হাসুন, আর হাসি টা আমাকেও শোনান। হি হি হি হি হা হা হা হা

আর হ্যা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মন খুলে ভাল মন্দ যাইহোক কমেন্ট করুন, আপনাদের কমেন্টই আমাদের লিখতে অনুপ্রেরনা জোগায়।

ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Level 0

আমি ranykolkata। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami techtune k atotai apon kare niyechi j r visitor hoye thakte parlam na, tuner hoye gelam. doya karben ami jeno bhalo bhalo tune apnader upohar dite pari. place - kolkata country- India


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনারা সবাই যদি এই রকম টিউন করেন তাহলে কিছুদিনের মধ্যেই টেকটিউনসের অবস্থা খারাপ হবে । কিছু মনে করবেন না প্রযুক্তি বলতে কি শুধু এইগুলোই বোঝায় ? টেকটিউনসের মজাটাই ঘোলাটে হয়ে যাচ্ছে ।

    কিছু মনে করবেন না লোটাস ভাই, আপনি হয়তো ঠিকিই বলছেন। কিন্তু কিছুদিন আগে একজন খুব পুরানো এবং most respectable টিউনার ভাই ঠিক একিই রকম টিউন করেছিলেন, তখন অনেক টিউনার ভাই টিউনটির অনেক তারিফ করেছিলেন, তাই ভাবলাম আমার ভাড়ারেও তো একটা এরকম টিউন আছে,
    কিন্তু কি আশ্চর্য, নিয়ম কি এক এক জনের জন্য এক এক রকম?!!!!!!!!!!!

    Level 0

    মনে দুঃখ দেবার জন্য আমি দুঃখিত । সত্যি কথা বলতে কি আমি টপটিউনার দের কোন ফালতু টিউনই পড়িনা যেগুলোর সাথে প্রযুক্তির কোন ছোয়াই নেই । আমি আপনার টিউনগুলো পড়ি তাই আপনার মাধ্যমে সকল টিউনার কেই এই ব্যাপারে অবগত করলাম । এই রকম চলতে থাকলে আমি কিছুদিনের মধ্যেই টেকটিউনস থেকে চলে যাব । কারন আমি টেকটিউনসে এসেছিলাম প্রযুক্তির কিছু শিখতে । আপ টপটিউনারগন এখনও টিকে আছেন শুধুমাত্র পুরোনো বলে । তারা এখন টিউন কাকে বলে তাই ভুলে গেছেন । টপটিউনার রা কিছু লেখলেই আপনার আমার মত ভিজিটর এবং টিউনার রা পড়ার আগে একবার বাহবা এবং পড়ার পড়ে একবার বাহবা দেই । কিন্তু কি বূঝলাম তা ভেবে দেখি না । আবারও আন্তরিক ভাবে দুঃখিত ।

    bhai apnar valuable comment ar jonno thanks,,,, ami ai jonnoy tune ta karechilam jate sobai amar madhome abogoto hoy, ager tune ta akbar porlei dekhben j okhane ami ki comment karechilam, taholei baparta apnar kache clear hoye jabe.
    thanks again….

প্রযুক্তি সম্পর্কে লিখুন ।

    bhai apnio to ager tune tar tarif karechilen., tai na…

হি হি হি হি হা হা হা হা

প্রযুক্তি সম্পর্কে লিখুন এবং মাঝে মাঝে আনন্দ দিয়েন । ………………………………………..

Level 0

@ ranykolkata আমরা না হাসতে ভুলে যাছি প্রাণ খুলে।তাই মাঝে মাঝে ভাল প্রযুক্তির পাশাপাশি হাসির টিউনও কইরেন। চালিয়ে যান।

Level 0

Darun

Level 0

Rony ভাই না হেসে পারলামনা

@লোটাস ,আমার মনে হয় টেকনলজি বিষয়ক কোন ফান পোস্ট টেকনলজি এর মধ্যেই পড়ে।এই ধরনের পোস্ট অবশ্যই কম্পিউটার বিষয়ক ফান আর তা টেকটিউনস এর জন্য উপযুক্ত ।আমার মতে এই ধরনের পোস্ট অবশ্যাই দেয়া যাবে।টেকনলজিতেও ফান ব্যাপারটা আছে আর এটা টেকনলজি এর মধ্যেই পড়ে এই কথা টা অস্বিকার করার কোন উপায় নাই।

এই ধরনের ফান পোস্ট এই সাইটে খুবই খুবই কম আসে।কস্পিউটার নিয়ে যারা পড়ে থাকে তারা কোন ফানই বুঝেনা এটাই কি আপনি বলতে চাচ্ছেন।কারণ এই একটা কথা কম্পিউটার সায়েন্সের ছেলেদের সবসময় শুনতে হয় কিন্তু এটা মিথ্যা কথা।আর আমার মনে হয় টপটিউনার রা ভালই টিউন করে গত কিছুদিনের টিউন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন আর মানুষ এত বোকা নআ যে কিছু না বুঝেই টপটিউনাররা কিছু লিখলেই বাহবা দিবে।

আগেই দেখেছি। ভালই।

Level 0

মামুন ভাই যেখানে ranykolkata ভাই ও এই রকম ফালতু টিউনগুলোর বিপক্ষে সেখানে তো কিছু বলার নেই । আপনারা টপটিউনার আপনাদের কাছ থেকে এই রকম নরমাল টিউন আশা করা যায় না । এই রকম টিউন যেকেউ করতে পারে । আপনাদের টিউন গুলোর কিছু কিছু বিশেষত্ত ধাকা উচিত । তারপরএ যদি মাসে ২ – ২ টি পোষ্ট আসে সেটা অন্য কথা । আপনি ২ মাস ধরে টিউনগুলো পড়েন দেখেন কিরকম ফালতু টিউন করা হয়েছে কেউ ডাক্তার , কেউ ইসলাম বিশেষগ্ঘ । ইসলাম একটি ধর্ম এখানে ধর্মকে আনার দরকার টা কি । আপনি এই টিউনটাই দেখুন https://www.techtunes.io/internet/tune-id/9446/ এটা কি ফালতু না । কারন টিউন নকল হলে পোষ্ট আসলে মানা যায় কিন্তু ওয়েবসাইট আসলে মানা যায় না কারন এখানে টিউনারদের কোন হাত নেই বা কারও উপকারে আসবে না । আসি আরও অনেকগুলো দেখাতে পারব কিন্তু অনেকগুলো হয়তো আপনাদেরও বিপক্ষে চলে যেতে পারে । ত্ই লিংকগুলো দিলাম না ।

পক্ষে, বিপক্ষে অনেক কথাই শুনলাম। তবে ভালোই মজা পাইলাম।

Level 0

mojai laglo. maje maje e rokom tune darkar. Sob samoy sikhte ecche kore na.

Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah Hah

Can you hear my laugh?

anyway Mr Lotus you are really…………… Oh

Hahahhahahhahahhahaha so funny ..

কম্পিউটার কে এইভাবে এডিট সম্ভব??? জট্টিল…………. ৬ নভেম্বরের পর ৪ মে ২০১০ 😀 leisure Time pass