আমরা কিছুদিন ধরেই ডিজিটাল চুরি নিয়ে খুব উদ্ভিগ্ন । তাই যারা ডিজিটাল চোর তাদের প্রতি আমার অনুরোধ আমদের প্রত্যেকেরই সৃষ্টিকর্তা মেধা দান করেছেন । প্রত্যেকেই পারি নতুন কিছু দিতে । অন্যের কিছুকে নিজের বলা অন্যায় । আপনারা যদি কারও টিউন দিতে চাই তাহলে সরাসরি না দিয়ে লিংক দিন এবং প্রকাশ করুন এটি অন্যের লেখা টিউন । অপ্রাষঙ্গিক টিউন করে খারাপ মন্তব্য পেয়ে লাভ কি । সুতরাং আমরা কেউই পছন্দ করব না যদি আমার বা আপনার কিছু অন্যকেউ নিজের বলে স্বিকার করে । তাই ডিজিটাল চোর না হয়ে বরং সম্মানিত টিউনার হোন । এটাই আপনাদের প্রতি আমার আবেদন । সকলকে ধন্যবাদ.............
আপনাদের মন্তব্যই প্রমান করবে আপনারা ডিজিটাল চুরি চান কি না?
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
আমি আপনার সাথে একমত। ভাই কারোটা নকল করে বড় কিছু করে সাধুবাদ পাওয়য়ার চেয়ে নিজে ছোট কিছু করে তিরস্কার পাওয়আ অনেক ভালো।