অনেকদিন ধরে তো কম্পিউটার ব্যবহার করছেন, কিন্তু আপনি কি জানেন, আপনার কম্পিউটার ছেলে না মেয়ে??? না জেনে থাকলে এবার জেনে নিন- আপনি এতদিন ধরে ছেলে না মেয়ের সাথে বসবাস করছেন!!! (মিনি টিউন)

সবাই কেমন আছেন?? আশা করি অনেক ভাল??

অনেকদিন টেকটিউন্সে কোন আর্টিকেল লেখা হয় না। তাই আজ ভাবলাম সবাই কেমন আছেন, সেটি খোজ নিয়ে দেখি, সেইসাথে একটু মজাও করে আসি 🙂

এবার মূল কথায় আসিঃ-

আমরা তো অনেকদিন ধরেই কম্পিউটার ব্যবহার করছি। কিন্তু কখনোও কি ভেবে দেখেছেন, আপনার কম্পিউটার ছেলে না মেয়ে?? হয়ত অনেকেই জানেন তার কম্পিউটার ছেলে না মেয়ে কিন্তু যারা জানেননা, তাদের জন্যই আজকের টিউন। এটি জানতে হলে আপনাদের খুব সহজ কয়েকটি কাজ করতে হবে। তাহলে ঝটপট করে ফেলুনঃ-

  • নোটপ্যাড ওপেন করুন। (আবার বইলেন না যে নোটপ্যাড কি?? হা হা হা)
  • এবার নিচের কোডটি ঝটপট লিখে ফেলুন তো দেখি-
  • CreateObject("SAPI.SpVoice").Speak"i love you & i want to marry you"
  • সবশেষে নিচের ছবির মত সেভ করুন computer gender.vbs নামে।
  • এবার আমাদের সেভ করা ফাইলটিতে ডাবল ক্লিক করুন। কি দেখলেন??

যদি কোন মেয়েকন্ঠ আপনাকে I Love You & I want to Marry You- এই কথাটি বলে তাহলে আপনার কম্পিউটার মেয়ে।
আর যদি কোন কোন ছেলেকন্ঠ এই কথাটি বলে, (কাম সারছে!!) তাহলে বুঝবেন আপনার কম্পিউটার ছেলে। সহজ হিসাবঃ)

কোন কোন সময় টিউন করতে গেলে কোড ভেঙে যেতে পারে। তাই যাদের উপড়ের কোডে কাজ হয় নি, তারা আমার বানানো মাত্র ১ কিলোবাইটের এই ফাইলটা ডাউনলোড করে নিন। আর হ্যা, এটি সকল উইন্ডোস সেভেন, ভিসতা এবং এক্সপি এর জন্য প্রযোজ্য। অন্য কোন অপারেটিং সিস্টেমে কাজ করবে না।

তাহলে ঝটপট বেড় করে ফেলুন আপনার কম্পিউটারের জেন্ডার এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার এতদিনের সঙ্গী/ সঙ্গিনীর কথা। (আমার পিসি কিন্তু মেয়ে...হে হে হে) আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভাল থাকুন।


Level 2

আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

what

বেশ মজার তো!

ভাই পোলা তো :'( এহন কি করি ?? চেঞ্জ করন জাইব ? 😛

    অনেকেই তো শুনি অপারেশন কইরা ছেলে থেকে মাইয়া হইতাছে। আপনি ট্রাই কইরা দেহেন 🙂

    😛 ভালা কথা কইছেন !!

ভাই ছেলে না মেয়ে বুঝতে পারছিনা ।
তাহলে আমার কম্পিউটার কি হি………………
হা হা হা

    আপনি তো তাইলে মহা ফাপরে পরছেন 🙁

Level 0

জটিল জিনিস দিলেন তো ভাই! …কিন্তু কপাল খারাপ.. এতো সুন্দর কথাটা শুনলাম—– ১টা ছেলের voice থেকে!!! :p :p :p

যাই হোক, অনেক ধন্যবাদ ভাই.. মজা পাইলাম! 😀

    ধন্যবাদ…। আপনাদের সংসার সুখের হোক 🙂

    Level 0

    আমি তাইলে মাইয়া বানাইয়া লমু! হুহ!!! 🙁

Level 0

আমারটা পুলা 🙁 🙁 🙁 X#( X#( X#( :#( :#( :#( :#(
মনে হয় কাহিনী আছে। ভাই ঈমানে কন, আসলেই মেয়ের গলা শোনা যায় তো? কেউ তো শুনল না, আপ্নে ছাড়া????

    ঈমানেই কইতাছি ১০০% শোনা যায়। তয় কাহিনী তো একখান আছেই। নিচের কমেন্টেই দেখেন একজন মাইয়া পাইছে 🙂

ভাই আমারটা মেয়ে!!!!!!

    তাইলে আর কি?? মজা লুটেন 🙂

    Level 2

    ভাই আমার পুলা tar sathe kichu diben naki?
    Rista pakka samju?
    ok,

    @আবির্ভাব: Ami apnar pc ar shatha amar pc biye dita chai…Apnar pc ar pic pathan…..:)

Level 0

Dekian!!! kontto jode beshi sweet lage taile abar prblm ase!!!!!!!!!!!!!!!!

Level 0

maiyaa!!!!!!!!!!! :p

ভাই আমার computer টা Female কারো দরকার হলে আওয়াজ দিয়েন।

    আমার তো দরকার নাই 🙂

মাইয়াআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআআ

    হুমমমমমমমমমমমমমমমম

Level 0

আমারে তো কইলো "Raakib is the boss"

Level 0

আমারে তো কইলো "Raakib is the boss". তয় পোলা। হা হা…..

    আপনে যা কওয়াইবেন তাই তো কইব। তয় মাইয়া না পোলা সেইটাই আসল কথা 🙂

Level 0

আমারটা মাইয়া। অনেক ভাল লাগছে।হিমু ভাই ধৈন্যবাদ 😀 ।

    মাইয়া পাইয়া এত খুশী?? হে হে হে

amar ta women ……… thanks boss

Level 0

আমারটা মেয়ে গলায় আওয়াজ দিছে, এর পরের কাজ কি হিমু ভাই?

    তেমন কো কাজ নাই। তবে ইচ্ছা করলে মেয়েটার প্রস্তাবে রাজী হতে পারেন 🙂

ভাই আমারটা মেয়ে না মহিলা একটু ভারি কন্ঠ।

    তারমানে আন্টি 🙂 ওনারে আমার সালাম দিয়েন 🙂

    ভাই ভালোই হইছে। মেয়ে হইলে বার বার শুনা লাগতো। 😛

ভাই আসল কাহিনিটা কি হেইডা কন॥॥।

    হে হে হে টপ সিক্রেট 🙂

Level 0

vai amar to kam korena khali note pad er file open hoy…..ki kori

    আমার দেয়া ফাইলটা ডাউনলোড করেন। সবারই তো কাজ হল। আপনার হচ্ছে না কেন বুঝলাম না।

    Level 0

    file name'এ "file.txt" এর জায়গায় "file.vbs" হিসেবে save করেন.. দেখবেন ঠিক হয়ে গেছে…

উহহহহুরে, 😛 কাম সারছে, আমারটা তো মাইয়া

    মাইয়া নিয়া সুখে থাকেন 🙂

হায় ! হায়! আমারটা তো পোলা।

    আপনাদের সংসার সুখের হোক 🙂

ইয়াহখাউ খাউ খাউ খাউ খাউ………… আমার পিছি মাইয়া… আমি ইয়েস কইয়া দিসি… হে হে হে

    বাচ্চা-কাচ্চা হইলে জানাইয়েন 🙂

ভাই রে এক জানোয়ার পোলা!

Level 2

আমার টা তো কোন কথাই কয় না,তাহলে কি বোবা । হায় হায়

    বোবা তো হওয়ার কথা না!!!

একই টিউন দেখলাম pchelplinebd.com এর প্রথম পেজে আজকে।হুবহু একই।

    হ্যা, আমিই লিখেছি। পোস্টের শেষে এত বড় বড় দুইটা ইমেজ দিলাম "পিসি হেল্পলাইনে প্রকাশিত" বলে, দেখেননাই???

Level 0

Hu ha ha ha ………… Ei Prothom Kono Maia Amare "I Love You and I want to marry You" Bollo………….Thanks Vai…..

Level 0

আমারটা ছেলে। তবে মেয়ে বানাতে আমার বেশি সময় লাগে নি। ধন্যবাদ।

হা হা হা।চরম মজা পাইলাম,যদিও আমারটা পোলা।ভাই আসল কাহিনী কি তারাতারি কন।

    কাহিনী একটা আছে। পরে কমুনে

Level 0

Yesss ভাই আমারটা মাইয়া {(^v^)}

আমার মনে হয় এটা XP-তে Control Panel > Speech-এ গিয়েও Check করা যায়, কারন দুটি কণ্ঠই একই রকম শুনলাম (Microsoft Sam)…

তয় অহন Lapi কিনলে মাইয়া দেইখ্যাই কিনুম…

    Check করে দেখেন, হয় নাকি??

আমার টা মেয়ে কিন্তু আমি একে বিয়ে করব না। হা হা হা। 😉

    তাহলে আর কি?? আমার মত লিভ-টুগেদার করেন 🙂

Level 2

??

Level 0

আমারটা মেয়ে কম্পিউটার!!!!! ছি ছি!!! কি লজ্জার কথা!!!

    হুমমম…। লজ্জা পাওয়ারই কথা। আপনি মনে হয় পিসির সামনে পর্দা-সহকারে চলাফেরা করেন না?? হা হা হা

Level 0

আমারটা মেয়ে কম্পিউটার!!!!! ছিঃ ছিঃ!!! কি লজ্জার কথা!!! মাইনসে শুনলে কী কইবো !!! এতো টাকা দিয়ে একটা মেয়ে কম্পিউটার কিনলাম!!!

    হে হে… ভাল মাইয়া আজকাল টাকা দিয়াও কিনতে পাওয়া যায় না। আপনি তো ভাগ্যবান হে!!!

Level 2

Bhai amar ta to maiya……. bashor ghor korle to current khamu……..

আন্টি। এখন কাহিনীটা ভাঙ্গেন। 🙂

    একটু ওয়েট করেন 🙂

সবাই মেয়ের কন্ঠ শুনে খুশী কিন্তু বাস্তব জীবনে কন্যা সন্তানের পিতা হয়ে ডাক শুনতে চায় কয়জন তা জিজ্ঞেস করুন।ফিরে এলাম আর ফিরেই প্রথম মন্তব্য করলাম আপনাকে।টেকটিউনসের সবা্র জন্য রইলো শুভেচ্ছা।

    Level 0

    অনেক দিন পর আপনাকে দেখলাম প্রবাসী ভাই। খুব ভালো লাগলো। আপনাকে welcome

    হুমমম…। এটা তো ভাই রুচির ব্যপার। অনেকেই এখনোও এধরণের বিকৃত রুচি ধারণ করে। যাই হোক প্রবাসী ভাই, কোথায় ছিলেন এতদিন?? আপনাকে খুব মিস করি 🙁

    দেশে গিয়েছিলাম।গতকালই ফিরেছি।

    যাক, এবার তাহলে আবারও জটিল জটিল পোস্ট পাবো 🙂

একটা বুড়া বেডায় কথা কইলো, মেজাজটা কেমন ঠাণ্ডা লাগে কোনতো??? মাইয়া বানামু কেমনে?????

    অপারেশন করে ফেলেন 🙂

ভাই আমি মনে মনে ভয় পাইসিলাম আবার মেয়ে না হয়ে যায় । এম্নিতেই আমি মেয়েদের সহ্য করতে পারিনা । ত আমার কপাল ভাল আমার টা ছেলে । তয় আমারে কইসে তার ১ টা মেয়ে ফ্রেন্ড লাগবে । হাহাহাহাহাহা CreateObject("SAPI.SpVoice").Speak"I want a girl friend"

Level 0

yahooooooooooooo, amar ta maiya voice, offer e raji hoia gache, 😉

    সংসার সুখের হয় রমণীর গুণে।

আসলে ইমেজ অফ ছিল বলে Pchelplinebd.com কথাটি দেখিনি।আমি ভেবেছিলাম আপনার লেখাটি কেউ কপি করেছে।ব্রাউজিং স্পীড বাড়ানোর জন্যে ইমেজ অফ করে রেখেছিলাম।

    ইটজ ওকে…ব্রো… নো প্রব্লেম 🙂

মজার টিউন…………।। আমারটা ছেলে………………

amar ta maya 😀

এখন বাসার কমপিউটার টা দেখটে হবে 😉

    ওকে। দেখে জানাইয়েন 🙂

Level 0

আমার টা ছেলে……..

মনটা খুব খারাপ হল।

    আহহারে…। চু চু চু… 🙁

আমার টা মাইয়া…। ভালই।

    হুমমমমমমমমমম…… ধন্যবাদ।

Level 0

আমার টা মেয়ে। তবে এভাবে ছেলে মেয়ে নিরধারন হয় না। এটা operating system এর উপর depend করে। windows এর default voice যেটা দেওয়া থাকে সেটা play হয়।

    এত সিরিয়াসলী নেয়ার দরকার নাই। এটা টেক হিউমার বিভাগের পোস্ট :)………..

আমার টা মেয়ে ! ইয়াহু 😀

    কনগ্রাচুলেশন্স!!!

আমারটা মেয়ে

আমার টা মেয়ে কণ্ঠের।
ব্যাপক মজা পাইলাম।
ধন্যবাদ।

    আপনাকেও ধন্যবাদ।

Level 0

ভাই মেয়ের কণ্ঠ, অনেক মজার ব্যাপার, ধন্যবাদ শেয়ার করার জন্য..

    হুমমম কনগ্রাচুলেশন্স………………… 🙂

ভাই আমারটা মাইয়া। আপনারটা কি?

Level 0

মাইয়া………মাইয়া 🙂

    খুব খুশী মনে হয়?? ঃ)………।?????? 🙂 ////

হায় হায় আমারটা তো মনে হইতেছে ৬০বছরের মাইয়া আমার এখন কি উপায় হইব।

    বয়স কমানোর উপায় তো জানি না 🙁

ছেলে কিংবা মেয়ে তা নির্ভর করবে উইন…………… আর বাকিটা কইলামনা
তারাতারি ফাস করে দেন না হলে কিন্তু কইয়া দিতাম ……………

    ধুরররর……। আরেকটু হইলেই তো পোস্টটা মাটি কইরা দিতাছিলেন :/

Level 0

চাইছিলাম ফিমেইল পাইছি মেইল এর থেকে বড় দুর্ভাগ্য কি হতে পারে ? আমার পিসি যখন বিয়ের জন্য প্রপোজ করেছিল তখন আমি তাকে লাখি মেরে না করে দিয়েছি ।

    হায় হায় করছেন কি?? এত সুন্দর প্রস্তাবের এত কঠিন জবাব!!!

    ""আমি যে মিডিয়াফায়ারে আপলোড করছি"",- এইটা মনে করায়া দেওয়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমার তো notebook and desktop 2 টাই মাইয়া………………………..

হি হি হি আমার টা মাইয়া।

এটা কিসের সাথে সর্ম্পক। আমার টা ছেলে আর কারও মেয়ে হয়েছে।

ভাই মেয়ে মানুষের গলা। ব্যপারটা বুঝতে পারলাম। ধন্যবাদ

ভাই মেয়ে…
আমার ত কথা শুনে বোধহয় ও ত আমার চেয়ে বড়… 🙁

ভাই মাইয়া না তো, বেডি, আমার বয়স কি এই বেডির সমান নাকি যে বিয়া করমু… কেমনডা লাগে কনত….!?

Level 0

ভাই পুলা ……………………………এখন কি করি?????????????

Level 0

মজা পাইলাম

মেয়ে… দেখতে ক্যামুন ক্যামনে বুঝুম??

Level 0

ভাই আমারটা মেয়ে!!!!!!

Level 0

ভাই আমারটা মেয়ে!!!!!! bole (i love you i want married yoy)
ha ha ha ha ha

Level 0

ভাই, আমারটা তো মাইয়া 🙂 , তয় মাইয়ার বয়স মনে হয় বেশি 🙁

windows 7 ultimate এ মেয়ে ছিল, এখন windows 8 pro তে আইসা ছেলে হইয়া গেল, আমার’তো মনে হয় এই পিসি উভয়লিঙ্গ। নাকি, উইন্ডোজ এর সাথে লিঙ্গ জরিত???

Level 0

Realy It’s awesome .My computer speakes in girl’s voice.that means my computer is girl and lot of thanks to give a awesome tunes.

Level 0

amar pc hijra………ha ha..

Level 2

notepad e open hoitese :\