সবাই কেমন আছেন?? আশা করি অনেক ভাল??
অনেকদিন টেকটিউন্সে কোন আর্টিকেল লেখা হয় না। তাই আজ ভাবলাম সবাই কেমন আছেন, সেটি খোজ নিয়ে দেখি, সেইসাথে একটু মজাও করে আসি 🙂
আমরা তো অনেকদিন ধরেই কম্পিউটার ব্যবহার করছি। কিন্তু কখনোও কি ভেবে দেখেছেন, আপনার কম্পিউটার ছেলে না মেয়ে?? হয়ত অনেকেই জানেন তার কম্পিউটার ছেলে না মেয়ে কিন্তু যারা জানেননা, তাদের জন্যই আজকের টিউন। এটি জানতে হলে আপনাদের খুব সহজ কয়েকটি কাজ করতে হবে। তাহলে ঝটপট করে ফেলুনঃ-
যদি কোন মেয়েকন্ঠ আপনাকে I Love You & I want to Marry You- এই কথাটি বলে তাহলে আপনার কম্পিউটার মেয়ে।
আর যদি কোন কোন ছেলেকন্ঠ এই কথাটি বলে, (কাম সারছে!!) তাহলে বুঝবেন আপনার কম্পিউটার ছেলে। সহজ হিসাবঃ)
কোন কোন সময় টিউন করতে গেলে কোড ভেঙে যেতে পারে। তাই যাদের উপড়ের কোডে কাজ হয় নি, তারা আমার বানানো মাত্র ১ কিলোবাইটের এই ফাইলটা ডাউনলোড করে নিন। আর হ্যা, এটি সকল উইন্ডোস সেভেন, ভিসতা এবং এক্সপি এর জন্য প্রযোজ্য। অন্য কোন অপারেটিং সিস্টেমে কাজ করবে না।
তাহলে ঝটপট বেড় করে ফেলুন আপনার কম্পিউটারের জেন্ডার এবং কমেন্টের মাধ্যমে জানান আপনার এতদিনের সঙ্গী/ সঙ্গিনীর কথা। (আমার পিসি কিন্তু মেয়ে...হে হে হে) আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভাল থাকুন।
আমি Himaloyee। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 567 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মত ব্যথা............।
what