এতদিন কোথায় ছিলে ? চারদিন ধরে যতবার তোমায় ফোন করেছি শুধু বলেছো আসছি ! এই বুঝি তোমার কাজ শেষ হলো। তোমার সাজুগোজু করতে এত বেশী সময় লাগে ? তুমি জাননা তোমাকে একপলক না দেখে থাকতে পারিনা । তোমার বিরহে কাতর আমি.... “বাতাশে কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি..আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি..একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি আমার প্রিয়তম তুমি যে আমার। তোমায় ছাড়া জীবন আমার জীবন সে তো নয়.. তোমায় নিয়ে অনন্তকাল বাচতে ইচ্ছে হয় ।। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরই দুয়ার । একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি যে আমার প্রিয়তম তুমি যে আমার। হৃদয়েরই পাতায় পাতায় তোমারি নাম লেখা, তুমি ছাড়া পৃথিবীটা ভিষণ একলা একা ।। তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার । “ বাতাশে কান পেতে থাকি এই বুঝি ডাকছো তুমি..আকাশে চোখ মেলে থাকি এই বুঝি পাঠালে চিঠি..একবার বলি বার বার বলি বলিযে, লক্ষবার তুমি আমার প্রিয়তম তুমি যে আমার।
প্রিয়তম..তোমায় নতুন রুপে নতুন সাজে দেখতে পেয়ে ক্ষনিকের না পাওয়ার মাঝে বেদনার নীল থেকে এখন সুন্দর বেগুনি আভায় তোমায় নতুন রুপে দেখে মুগ্ধ আমি। ভাল লাগছে এখন তোমায় ডাকলে তমি খুব তাড়া তাড়ি সাড়া দেও। আগের মত এত বিলম্ব করনা সেজন্য।এখন যখনই তোমার সান্নিধ্য চাইব তখনই পাব। টেকটিউনস তোমার বিরহে কাতর আমি। কেন এত ভাল বাসলাম তোমায়। তুমি ভাল থেক প্রিয়তমা।
অবশেষে তোমার অভিবাবকমন্ডলীদের আমার শ্রদ্ধাঞ্জলী ও কৃতজ্ঞতা জানাই তোমার সকল উন্নতির জন্য।
আমি Mustafa। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 195 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মোঃ গোলাম মোস্তফা, ষ্টুয়ার্ড, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। স্থায়ী নিবাস- মিমো কটেজ্ , শালগাড়ীয়া, পাবনা।
বেশ ভালো বলছেন !! মনে হচ্ছে গানের জগতে আপনার অবস্থান দৃঢ়…….