বিল গেটসের সাথে টিপু পুংটার একান্ত আলাপন ;)

সেই হার্ভার্ডে পড়ার সময় থেকেই ওর সাথে আমার পরিচয়, দেখতে কি শান্ত-শিষ্ট, মনে হয় ফ্রিজ থেকে ডিম বের করে সিদ্ধ করে খেতে পারেনা, আসলে কিন্তু তলে তলে ডিম পোচ করেও খায়। তো সেদিন বসের কাছ থেকে ফোন এলো বিল গেটসের সাক্ষাতকার নেয়া হবে, আর দায়িত্ব চাপলো আমার উপরে। আমিও খুশি, নেংটাকালের বন্ধুর সাক্ষাতকার নিব। সেই সাক্ষাতকারের চুম্বকাংশ এখানে দেয়া হলও

  • টিপু পুংটা : কেমন আছেন গেটস ভাই, শুনলাম ইদানিং নাকি আপনের বেবসার গরম একটু কম, লিনাক্সের পাবলিকরা বলে আপনের জানালারে গদামের উপর রাখছে, ঘটনা কি কনতো। বাঙালি ঝাতি আপনার এইসব গোপন তথ্য জানার জন্য যেইভাবে হা কইরা আছে,তাতে মাছি কেনও তেলাচোরাও ঢুইকা যাওনের সম্ভাবনা আছে

  • বিল গেটস : ঠিকই ধরছেন  পুংটা ভাই, এইসব লিনাক্স প্রেমিগোরে লইয়া বড়ই দুশ্চিন্তায় আছি, আমি ঘুমাইয়া ঘুমাইয়া কত স্বপ্ন দেখতাম বাঙ্গালী একদিন 'ধনী হবার মজার খেলা' খেলে ধনী হবে, তারা আমার মাইক্রোSHITER তৈয়ার করা আজে-বাজে যাই দেই তাই লক্ষ্মী সোনার মত খাবে, কিন্তু এই লিনাক্স প্রেমিগোর জন্য আমার সেই সপ্ন এখন কক্সবাজারের চোরাবালিতে হাবুডুবু খাইতেছে। ওইদিনতো ঘুম থেইকা উইঠা দেখি লুঙ্গির লগে সাদা সাদা কি জানি, আমিতো বুঝতাছিলাম না কি জিনিষ, পড়ে মেলিন্ডারে জিজ্ঞাইলাম ওয় কইল "এইগুলান তোমার MICRO SHIIIIIIIIIT"
  • টিপু পুংটা : ও গেটস দাদা তাইলে লুঙ্গিও পড়েন
  • বিল গেটস : এইডা কি হুনাইলা পুংটা, লুঙ্গি পরুম না মানে? লুঙ্গিতো আমার ফেভারিট, আমার সৃষ্টির সাথে লুঙ্গি অতপ্রোতভাবে জড়িত
  • টিপু পুংটা : "সৃষ্টির সাথে লুঙ্গি অতপ্রোত ভাবে জড়িত" - কেমতে কি !!! লুঙ্গির সাথে আপনার সৃষ্টির কি সম্পর্ক?
  • বিল গেটস : বুঝলানা, লুঙ্গি যেমন উদার স্বাধীনতার পোশাক, আমার জানালাও একি অনুপ্রেরনায় অনুপ্রানিত। লুঙ্গি পরলে যেমন আলো-বাতাস খুব সহজ ভাবে চলাচল করতে পারে, তেমনি আমি আমার জানালাতেও ভাইরাস সহ সকল কিছুর উদার আসা যাওয়ার পথ খোলা রাখছি
  • টিপু পুংটা : হ এই বিষয়টা আমিই তুলতাম আপনে তুইল্লা ভালাই হইছে, লিনাক্সের পাবলিকরা খালি আওয়াজ তুলে আপনের জানালা বলে ইমরান হাসমির মত সিরিয়াল কিসার
  • বিল গেটস : ঠিক বুঝলাম না, যদিও আমি লিনাক্সের পাবলিকগো কথা কান দিয়ে ঢুকিয়ে অন্যখান দিয়ে বের করে দেই(কোনখান দিয়া বাইর করি তা পরে তোমারে কানে কানে কমুনে), কিন্ত এই সিরিয়াল কিসার ব্যাপারটা ঠিক বুঝলাম না
  • টিপু পুংটা : না নিন্দুকেরা কয় আপনের জানালা বলে খালি ভাইরাস, স্পাম, স্পাইওয়ার এগুলার লগে  কিসিং করে
  • বিল গেটস : এই বিষয়ে আমি একটি কথাই বলব -  "জানালা বন্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি" আর এতো ভাইরাস ভাইরাস কইরেননাতো, আমিতো আপনেগোরে MicroShiiit Sercurity Unesssentiaal মাগনা দিতাছি, ভাইরাস নিয়া আর কোনও কোথা না।
  • টিপু পুংটা : ওকে ভাইরাস প্রসঙ্গ বাদ। শুনলাম আপনে নাকি কইছেন আপনার পোলাপাইনগো আইপড কিনা দিবেন না, এইডা নিয়া নাকি আপনের ফ্যামিলিতে স্ট্রাইক চলতেছে?
  • বিল গেটস : হরে ভাই, কি কমু কন। অগোরে এতো কইরা বুঝাইলাম তোরা বিল গেটসের বংশের, তোরা কিল্লাইগা স্টীভ জবসের এপলের আইপড কিনবি? তোগো লাইজ্ঞাতো আমার উইন্ডোজের জুন প্লেয়ার আছে, এইডা দিয়াই মমতাজের পোলাতো নয় সে তো আগুনেরি গোলা শুন আপাতত।
  • টিপু পুংটা : মানছে?
  • বিল গেটস : কেমনে মানব? হেতেরা বলে জুন প্লেয়ারে মমতাজের গান শুইন্না আছরাফুলের মত জোশ পায়না। আপনেই কন নিজের ঘরের মানুষই যদি আমার জিনিষ না খায়, তাইলে আপনেগোরে আজাইরা জিনিষ  হজম করামু কেমনে
  • টিপু পুংটা : উহম.........ম.........ম। আপনেতো লিওনার্দো দা ভিঞ্চির একটা নোটবুক কিনছিলেন ৩০.৮ মিলিয়ন দিয়া, এতো ডলার খরচ কইরা এই বুড়ার নোটবুক কিনলেন কেন?
  • বিল গেটস : নোটবুকটা কিনছি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে, লিওনার্দো দা ভিঞ্চির যেমন সেই প্রস্থরযুগেও হেলিকপটার ডিজাইন করছিলেন, তেমনি আমিও কিভাবে আজ থেকে ৫০ বছর পরেও আমার মাইক্রোSHITER তৈরি করা প্রোডাক্ট খাওয়ামু তা শিখার জন্যই তার নোটবুকটা কিনছি।
  • টিপু পুংটা : এইটার জন্য এতো কষ্ট করন লাগেনি গেটস দাদা, এখনকার পোলাপাইন যেই গাধা টাইপের, এরা আপনের আজে-বাজে জিনিস এমনিতেই খাইবও
  • বিল গেটস : এইডা একখান খাটি কথা হুনাইছো পুংটা, এই ডিজুস আমলের পোলাপাইন বড়ই ছাগল, ওইদিন পোলারে কইলাম লিওনার্দোর নাম শুনছস, পোলায় কয় কে? লিওনার্দো-ডি-কেপ্রিও?

দেখেন অবস্থা, কই লিওনার্দো দা ভিঞ্চি আর কই লিওনার্দো-ডি-কেপ্রিও, যাউক পুংটা আজকে আর সময় নাই, পরে কথা কমুনে তোমার লগে

  • টিপু পুংটা : ওককে দাদা

এই পোস্ট টেকটিউন্সে দিবো কিনা তা নিয়া হাজারবার চিন্তা করলাম, অবশেষে মনে হলও একজন নির্ভীক পুংটা হিসেবে আমার পিছ-পা হওয়া ঠিক হবেনা, তাই দিয়ে দিলাম। এইটা যদি টেকটিউন্সের নীতিমালার(পইড়া দেখিনাই কখনো, আছে নাকি কে জানে) পরিপন্থী হয় তবে মডুরা চাইলেই পোস্ট ড্রাফট বা ডিলিট করতে পারেন।

Level 0

আমি ইসমাইল টিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 232 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টেকনোলজির তেমন কিছুই জানিনা, যতটুকু বুঝি তাই শেয়ার করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউন টা দিলেন যা আদৌ দেয়া ঠিক হইলো কিনা মডু রা ই ভালো বলতে পারবে…
তবে আমার মতামত হচ্ছে এসব টিউন না করা ই উত্তম।
সময় নিয়া ভালো ক্রিয়েটিভ টিউন আশা করছি 🙁

    ধন্যবাদ সুমন ভাই আপনার সুন্দর মতামতের জন্য, আসলে এটা অন্য একটা ব্লগের জন্য লিখেছিলাম, এখানে পোস্ট করে দিলাম হুট করে, কিন্তু এখন ড্রাফট করার কোনও অপশনও পাচ্ছিনা 🙁

Level 0

বুশ ও লাদেনের ইন্টারভিঊ কবে নিবেন ?

    পোস্ট টা ছাইরা দিলেন কেন? পেন্ডিং-এই ভালো ছিলও, আজকে কত পাবলিকের ঝারি খাইতে হয় কে জানে 😉

    হে হে। পাবলিকরে এত ভয় করলে চলবে?

    এই ধরণের পোষ্ট সামহয়্যার জাতীয় ব্লগের পেক্ষাপটে মানায়। পোষ্টের ভাষা ও হিউমার দুটোই টেকটিউসনের ভাবমুর্তির সাথে যায়না। তাই পোষ্ঠটিকে সরিয়ে দেবার জন্য মডারেটরকে অনুরোধ করা হল।

Level 0

পুংটা ভাই ওপরের কমেন্টস টি মজা করে দিয়েছি মাইন্ড করবেনা প্লিজ ।

পুংটা ভাই কঠিন হইছে।

=================================

স্প্যাম লিঙ্ক মুছে দেয়া হল -মডারেটর

    ধন্যবাদ কমেন্টের জন্য, কি লিঙ্ক দিছিলেন আসলে? 😉 দেখার আগেই মডুরা মুইছা দিলো 🙂 ভয়ঙ্কর কিছু না দিলেতো মডুদের এতো দ্রুত একশন হইতনা 😛

    নাহ তেমন ভয়ংকর কিছু ছিল না… তাদের নিজের সাইটের লিঙ্ক দিছিলো অনেকটা ফোরামের সিগনেচার লিঙ্কের মত করে…

Level 0

মজা পাইলাম দাদা 😀

Level 0

জনাব টিপু সাহেব,
যদি আপনি স্রেফ মজা করার জন্যই এই টিউনটা করে থাকেন তাহলে আমিও মজা করেই আপনার টিউন তা গ্রহণ করলাম।
আর যদি কাউকে ছোট বা নীচু করার জন্য করে থাকেন তাহলে একটু সময় নিয়ে ভাবুন যাকে ছোট করার চেষ্টা করছেন তাকে নিয়ে কথা বলার কি যোগ্যতা আপনার আছে ?
তারপর ও আপনার এই টিউনকে স্রেফ একটি কৌতুক হিসেবেই ধরলাম আপাতত।
আর একটি পরামর্শ আপনাকে ফ্রী দিতে চাই। তা হলো দয়া করে টেকটিউন্সের নীতিমালার লেখাগুলো পড়ে নিবেন ।
এতে করে আপনি পরবর্তিতে টিউন করার সময় সতর্ক থাকবেন আর অনাকাঙ্খিত ব্যান হওয়া থেকে নিরাপদ থাকবেন আশা করি ।

    আপনার কাছে এইটা কি টিউন মনে হচ্ছে ?

    আর যদি কাউকে ছোট বা নীচু করার জন্য করে থাকেন তাহলে একটু সময় নিয়ে ভাবুন যাকে ছোট করার চেষ্টা করছেন তাকে নিয়ে কথা বলার কি যোগ্যতা আপনার আছে ?- পোস্টটা কে সেট্যায়ার মুলক ফান ছাড়া আপনি অন্য কিছু কেনও ভাববেন? টিউনটা টেক-হিউমার বিভাগে দেয়া হয়েছে, ভালো করে লক্ষ্য করুন

    আর অনাকাঙ্খিত ব্যান হওয়া থেকে নিরাপদ থাকবেন আশা করি – ভাই এইসব নিয়ে আমি চিন্তা করিনা, আমি আমার লিমিট জানি, টিউনের নিচে কিছু কথা লেখা আছে, একটু দেখবেন। ব্যান খাবো এই চিন্তা করে আমি লেখিনা। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন মডারেটরদের কাছে, কিন্তু কারো পোস্টে গিয়ে অনাকাঙ্খিত ব্যান হওয়ার হুজুগ দেখাবেন না।

টিপু ভাই আপনার টিউন পড়ে বহুত মজা পাইলাম। ধন্যবাদ। মাঝে মাঝে এই রকম ফানের দরকার আছে।

এ রকম একটা পোষ্ট না করলেও পারতেন । যা হোক, মজা পাওয়ার দিকটা বিবেচনা করে দেখলাম । পাতলা বলা যায়না আবার কষা ও বলা যায় না । তবু মজাটাই সব কিছু নয় বা শেষ কথা নয় । দয়া করে হুট করে পোষ্ট করবেন না । ভুল করে ভুল করলে তাকে ভুল বলা যায় । তবে জেনে শুনে ভুল করলে তাকে বলে …

    হুম আসলেই পোস্ট টা এখানে না করলেও পারতাম, আসলে ভুল হয়ে গেছে ,এই ভুল নিশ্চয়ই ভবিষ্যতে আরও সাবধান হতে শিখাবে, মন্তব্বের জন্য ধন্যবাদ পারভেজ ভাই। এইবারকার ভুলটা কিন্তু ভুল করেই হয়েছে, ইচ্ছা করে নয় 🙁

Jokes hisabe valo laglo.

Level 2

vai kothin hoise . koster majeyo hasie paise. nice

Level 0

আমারও লিনাক্স শিখতে মন চায়। কিন্তু কেমন যেন এম এল এম গন্ধ পাইতেছি। 🙂

    বুলুবুল ভাই আপনি আপনি বোধহয় আমার ৮ টা টিউনেই মন্তব্য করেছেন, তাই আপনাকে অনেক ভালা পাই 🙂

    আমি কিন্তু পোস্টের একটা জায়গাও লিনাক্সকে ভালো বলিনি, জাস্ট জানালার কিছু দুর্বলতা দেখিয়েছি, এম এল এম-তো মাল্টি লেভেল মার্কেটিং। লিনাক্সের সাথে যেহেতু মার্কেটিং বিষয়টাই নাই, কাজেই মাল্টি আর সিঙ্গল লেভেল ব্যাপারটা আসেনা, আর তাছাড়া আমি নিজেই লিনাক্সের ইউজার না।

    তবে লিনাক্স ইউজারদের একাগ্রতা আমার ভালো লাগে, দেখুন এখানে তাদের তেমন কোনও লাভ নেই, কিন্তু ভালোবাসার জিনিষটার জন্য কিভাবে নিজেদের উজাড় করে দেয়। এইজন্য তাদের উপর আমার হিংসা লাগে, যে তাদের যদি জিজ্ঞাসা করি আপনি কি করেন? তারা উত্তর দিতে পারবে- আমি ওপেনসোর্সের সাথে কাজ করি, বা যে পরিবেশ নিয়ে কাজ করে সে বলতে পারে আমি পরিবেশ নিয়ে কাজ করি।

    আর আমাকে জিজ্ঞাসা করুন- আমি বলব আমি খাই-দাই-ঘুমাই-মাঝে মাঝে পড়ি। তাহলে আসলে আমি সমাজের জন্য কি করি? কিচ্ছুনা, আমার সবকিছু নিজের জন্য, এইভাবে খাব-দাব-ঘুমাব-একটা চাকরি করব-বিয়ে করবো-কয়টা ছাওয়াল পয়দা দিব-অতপর মরে জাব-কবর দিয়ে আসবে-৩/৪ দিন ছাওয়াল-পাওয়াল কাদবে, তারপর? সবাই আমাকে ভুলে যাবে !!!

    Level 0

    Thanks 😀

পুংটা পুংটামি কর মজা করলাম রাগ করো না ভাইয়া

ওরে পুংটা দাঁড়া তোর পুংটামি বাইর করতাছি 🙂
খুব মজা পেলাম ।
তবে ভাষাটা আরও একটু ……………………

    Level 0

    পুংটা ভাই……স্যার কিন্তু মাইর দিবে,সাবধান।!!!

    স্যার ভাষাটা নিয়ে আমি নিজেও কিছুটা উদ্দিগ্ন ছিলাম, তাই রুপক ব্যাবহার করার চেষ্টা করেছি, তারপরেও কিছু কিছু যায়গায় সমস্যা আছে, সেগুলুও দেখিয়ে দিলে ঠিক করে দিবো

    আপনিযে আপনার পেশার পাশাপাশি এইভাবে নিজের জানার বিষয়গুলু ইন্টারনেটের দুনিয়ায় ছড়িয়ে দিচ্ছেন, তার ব্যাপকতা হয়ত আপাতদৃষ্টিতে বুঝা যাবেনা। কিন্তু এই ছোট ছোট জ্ঞানের কণাগুলু নিয়েই একদিন ইন্টারনেটে হবে আমাদের বাংলা ভাষার তথ্যভান্ডার, কবে হবে তা জানিনা, তবে হবে। এবং সেদিন আপনি বলতে পারবেন এই তথ্যভান্ডারে আমারও এক বিন্দু অবদান আছে।

    আচ্ছা আপনাকে একটা মজার জিনিষ দেখাই, জাতীয় ই-তথ্যকোষ নিয়ে আপনার একটা টিউন আছে, ওই সাইটে গিয়ে একটু Ziaur Rahman লিখে সার্চ দিয়ে দেখেনতো রেসাল্ট কি আসে 😉

যে যাই বলুক, দারুন মজা পাইছি। খালি প্রযুক্তি লইয়া পইড়া থাকলে চলবো? মাঝে মাঝে হালকা-পাতলা বিনোদন হইলে মন্দ কি?

হুম, মজা পেয়েছি! 🙂
আমি লিনাক্স ও উইন্ডোজ দুটিই ব্যবহার করি। B-)

আপনি করছেননা কেন? কম্পিউটারের প্রকৃত মজাই তো লিনাক্সে!
অন্তত আমার তাই মনে হয়। 😉
ধন্যবাদ।

ব্যাপক বিনোদুন পাইলুম 😀

Level 0

এই ধরনের পোস্ট দেয়া ঠিক না। আপনি কোনো ভাবেই বিল গেটস এর কাজকে ছোট করে দেখতে পারেন না। উইন্ডোজ না আসলে আজ আমি, আপনি এই ধরনের লেখা লিখতে পারতাম কিনা সন্দেহ আছে। কম্পিউটারের দাম এখন ও হয়ত আকাশ ছোয়া থাকত। আপনি একটি সার্ভিস নিবেন, সেই সার্ভিস এর জন্য টাকা দিবেন এটাই স্বাভাবিক।কিন্তু আপনি তা নিয়ে ফালতু রসিকতা করতে পারেন না।

লেলে মজা লেলে মজা লে মজা।মজা পাইলাম।

নাহ! ভালো লাগেনি। তবে কষ্ট করে লিখেছেন এই জন্য ধন্যবাদ। তবে কষ্ট যখন করেনই তখন উন্নত জাতের কিছু নিয়েই করুন।

ফান পোষ্ট হিসাবে চমৎকার হয়েছে, তবে ভাষাটা আরেকটু সংযত হলে ভাল হত। পড়ে মজা পেয়েছি খুব।

কেউ কেউ একে সিরিয়াস পোষ্ট হিসাবে নিয়ে ভাবগম্ভীর উপদেশ দেয়ার চেষ্টা করছেন। রম্যকে রম্য হিসাবে নেয়াওটাই যুক্তিসংগত, সব কিছুতেই সিরিয়সনেস খোঁজাটা নির্বুদ্ধিতারই পরিচয় দেয়।

ভাল,হেব্বি মজা লাগল। নেক্সট পর্ব চাই 🙂

Level 0

Kub Valo Jokes cha-le-a jan. maje maje Hasar dorkar ase…. Ha Ha Ha……

Level 0

R "নিসঃঙ্গ পথিক" vi ar asthe Ame o ak mot…

টিপু ভাই যদি আগে জানতাম আপনি চলে যাবেন………………

Level 0

আর আমাকে জিজ্ঞাসা করুন- আমি বলব আমি খাই-দাই-ঘুমাই-মাঝে মাঝে পড়ি। তাহলে আসলে আমি সমাজের জন্য কি করি? কিচ্ছুনা, আমার সবকিছু নিজের জন্য, এইভাবে খাব-দাব-ঘুমাব-একটা চাকরি করব-বিয়ে করবো-কয়টা ছাওয়াল পয়দা দিব-অতপর মরে জাব-কবর দিয়ে আসবে-৩/৪ দিন ছাওয়াল-পাওয়াল কাদবে, তারপর? সবাই আমাকে ভুলে যাবে !!!

টিপু ভাই যদি আগে জানতাম আপনি চলে যাবেন…

টিপু ভাই চলে যানাই তিনি আছেন সবার মাজে যদি আমার ওনার টিউন গুল মাজে মাজে পরি
আশাকরি সবাই টিপু ভাই এর জন্য দুয়া করবেন