একজন রবি ইন্টারনেট ব্যবহারকারির চিঠি।
(রবির মডেম কেনার একমাত্র কারন কল্যানপুরে কুবি বা বাংলাশিংগোর কাভারেজ নাই)
once upon a time দৌড় দিলাম "রবি সেবা" মিরপুর এ। কইলাম, বইন, একটা "মডেম" দেন... বইন কইল আপনের বয়স কত? খাইলাম ধরা। কইলাম ১৯। কয় ভোটার আইডি আঞ্ছেন? কইলাম, নাই তো... সে কইল, যাও গা মিয়া, বেচুম না মডেম... অতঃপর চাচার ভোটার আইডি লইয়া গেলাম রবি সেবা ধানমন্ডি তে। সেখান থেইকা "মডেম" কিনা বাসায় আইলাম।
প্রথম কয়দিন ভালই চলল। ১৫ দিন পর দেখি মাই-ক্রো-স্কোপ দিয়া খুইজাও ০০ kbps এর ওপর স্পিড পাইনা। আর, পাইলেও "মডেম" ২ মিনিট পর পর disconnect হইয়া যায়...
ফোন দিলাম "খাস্টোমার খেয়ার" এ (যেখানে ফোন করলে কাস্টোমার দের ***মারা হয়)
এক খায়রুন "শুন্দরি" ফোন ধইরা চিরল দাতের হাসি দিয়া কইল, ভাই কি হইছে? দুপুর বেলায় ঘুমাইছি, ফোন দিলেন ক্যা? (এইডা তার মনের কথা আছিল)
কইলাম সমস্যার কথা। উনি কইল লোকেশন কন, নাম্বার কন...
কইলাম...
উনি কইল বাসা কয় তলায়? কইলাম নিচ তলায়।
কয়, এইজন্যই তো সমেস্যা... আপনি ছাদ এ যেয়ে ল্যাপি দিয়ে নেট ব্যবহার করেন, সমেস্যা কম হবে...
মনে মনে কইলাম ল্যাপি কি গাছে ধরে?
মেজাজ টা খারাপ হইল, ফোন রাইক্ষা দিলাম...
টেকি ভাইয়েয়া হেল্প করেন, বারবার disconnect হওয়া ক্যামনে বন্ধ করা যায়?
লেখাটি আমার নয়।পড়ে মজা পেলাম।তাই শেয়ার করলাম।বেয়াদবি হলে ক্ষমা করবেন।
সংগৃহীত।লেখকঃ রাতুল।মূল লেখাটি এখানে দেখুন।
আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।
আমি ফোন দিয়ে রবি'র ৩-৫ গিগা ইউজ করছি কই এমন তো হয় নাই। ডিটেইল করে বলা উচিত ছিল, প্যাকেজ কি শেষ নাকি ?