দাম জানুনঃ এক প্লাটফর্মেই অনলাইন শপের সকল পণ্যের দাম ও বিবরণ

দুই দশক আগেও আমাদের শপিং এর ট্রেন্ড ও টেকনিক সম্পূর্ণ ভিন্ন ছিল। আগে আমাদের মায়েরা যখন কেনাকাটা করতে যেত তখন সবচেয়ে ভালো জিনিস কিনতে তারা দোকানের পর দোকান ঘুরে বেরাতো। কোন ইলেক্ট্রনিক্স সামগ্রী কিনতে হলে আমাদের বাড়ির কর্তাদের অপেক্ষা করতে হতো কোন উৎসব, ডিস্কাউন্ট কিংবা ব্ল্যাক ফ্রাইডে এর।

কিন্তু অনলাইন শপিং এর উত্থানের সাথে সাথে এই দৃশ্য পরিবর্তন হয়েছে। শুরুতে ক্রেতাদের বিশ্বাস অর্জন এবং বাজারদর বুঝে উঠার জন্য কমবেশী সব অনলাইন শপকেই কাঠখড় পুড়োতে হয়েছে। বর্তমানে ট্রাফিক জ্যাম এবং বিক্রেতাদের সাথে দরাদরির কথা ভেবে অনেক ক্রেতাই বেছে নিয়েছেন অনলাইন শপিং এর চিন্তামুক্ত পন্থা। ক্রেতারা এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে দারাজ, পিকাবো, প্রিয়শপ, বাগডুম এরকম আরো অনলাইন শপকে।
https://damjanun.com

পক্ষান্তরে প্রতিটি অনলাইন শপই কিছু না কিছু ডিস্কাউন্ট কিংবা অফার দিয়ে থাকে আর এখানেই একটি অনলাইন শপের সাথে অন্য অনলাইন শপ এর পার্থক্য পাওয়া যায়। আবার কখনো কখনো এদের গুনগত মানেও পরিবর্তন দেখা যায়। আর এখানেই আমাদের কাজের শুরু। দাম জানুনে আপনি পাচ্ছেন সকল অনলাইন শপের সহজলভ্য পণ্যের দাম ও গুণগত মানের তুলনা।

কেন দাম জানুন এর সার্ভিস নির্বাচন করবেন?

সুদীর্ঘ পর্যবেক্ষণ ও পর্যালোচনার পর আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি জানতে পাচ্ছেন আপনার পছন্দের পন্যের দাম ও তার মান সম্পর্কে। এর সাথে আপনি আপনার পছন্দের অনলাইন শপের সাইটে গিয়ে তার দাম এবং আকর্ষনীয় অফার সম্পর্কেও জানতে পারবেন।

আমাদের সার্ভিস এর মাধ্যমে আপনি আপনার পছন্দের পন্যের সম্পর্কে জানতে পারবেন, এর গুণগত মান যাচাই করতে পারবেন, কাস্টমার রিভিউ জানতে পারবেন। এমনকি কোথায় পন্যটি সবচেয়ে কম দামে পাওয়া যাবে তাও তুলনা করতে পারবেন।

আগে যে কোন প্রোডাক্টের ব্যাপারে জানতে হলে আপনাকে এক-এক অনলাইনে শপিং এর সাইটে ঘুরতে হতো কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আপনি পাচ্ছেন প্রতিটি পন্যের বিবরণ এবং বিভিন্ন অনলাইন শপে থাকা এদের দাম ও গুণাগুণের পার্থক্য।

দাম জানুন কিভাবে কাজ করে?

দাম জানুন খুব সহজ উপায়েই আপনার কঠিন কাজ সহজ করে তুলে। আমাদের কাজ হচ্ছে অনলাইন শপগুলোর স্বচ্ছতা আপনাদের সামনে তুলে ধরা। দাম জানুন গুরুত্ব দেয় ক্রেতাদের সন্তুষ্টির উপর। এরই সাথে পন্য কোন শপ থেকে কিনতে হবে সেই স্বাধীনতা সম্পূর্ণ ক্রেতার উপর নির্ভর করে।

দাম জানুনে আমরা পন্যের দাম ও গুণগত মান এর সম্পর্কে তথ্য দেই। আমরা চাই আমাদের ক্রেতাগণ সর্বনিম্ন দামে সর্বোতকৃষ্ঠ পন্যটি নির্বাচন করুক। আপনি যদি গুণগত মান সম্পর্কে জানতে জান তাহলে আমরা সে বিষয়েও তথ্য দিয়ে থাকি।

দাম জানুন আপনাকে দিচ্ছে সকল অনলাইন শপের তথ্য একটি অনন্য প্ল্যাটফর্মে। কোন পন্যের সম্পর্কে জানতে আপনার পছন্দের অনলাইন শপ এর লিংকটি ক্লিক করুন এবং সরাসরি সেই পন্যের ব্যাপারে জানুন। অন্য অনলাইন শপিং সাইটগুলো ভিজিট করে দাম এর ব্যাপারে সঠিক তথ্য জেনে নিন।

আমরা জানি দাম এবং গুণাগুণ কোন পন্য কেনার প্রথম শর্ত। ক্রেতা-বিক্রেতার সুসম্পর্ক স্থাপনে একটি ভালো পন্যের জুড়ি নেই। দাম জানুন ক্রেতা ও বিক্রেতা উভয়েরই বন্ধু হিসেবে কাজ করে যা এই সম্পর্ক স্থাপনের অনুঘটক মাত্র।

Level 2

আমি আহমেদ তানভীর স্মরণ। , Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব ভালো লিখেছেন