টেকটিউনের সমস্ত বন্ধুও ভাইদের বাংলা নববর্ষের বিশেষ শুভেচ্ছা। বিশেষ শুভেচ্ছা সে সমস্ত বন্ধুদের যাদের বিশেষ প্রচেষ্ঠায় আর পরিশ্রমের ফসল আমাদের এই ব্লগ। আর যারা পরিবারের সদস্যের মতো সবসময় পাশে আছেন তাদেরকেও আমার অশেষ শুভেচ্ছা।
প্রতিদিন যন্ত্রের মতো জীবন-যাপন আর চিন্তার ভাবনার পাশাপাশি একটু মজা করতে কারইবা ভালো না লাগে? তবে চলুন এমনই এক চমৎকার ও মজার জিনিস দেখে আসি।
আমরা সবাই জানি, আমাদের এ পৃথিবীতে ৩৬৫ দিনে বছর, ২৪ ঘন্টায় এক দিন হয়। কিন্তু পৃথিবীর বাইরে যে আরো গ্রহগুলো আছে তার কোন একটায় যদি আমাদের জন্ম হতো তাহলে কি হতো আজকে আমার বয়স তা কি জানতে ইচ্ছে করে না?
আসলে আমাদের পৃথিবী ছাড়া অন্য সবগ্রহগুলোতে বছর, মাস, দিন হয় একটু দীর্ঘ কোথায় স্বল্প। তো চলুন দেখে নিই।
নিচেরলিংক থেকে মাউসের কার্সরের সাহায্যে একটু চেপে চলে যান ওয়েবসাইটিতে।
http://www.solarviews.com/eng/edu/age.htm
এরকম একটি স্কির্ন আসবে। তারপর............
তারপর মাস, দিন, বছরের ঘরে আপনার নিজের বয়স বসিয়ে যে গ্রহটিতে আপনার এখন কত বয়স জানতে চান তাতে আবারও মাউসের সাহায্যে কার্সরের মাধ্যমে একটু আলতো চাপ দিন.....
তারপর দেখুন আপনার ভারচুয়াল বয়স........
ভালো না লাগলে মন্তব্য না হয় আশির্বাদ।
আমি ঘুম কাতুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Ask my friend
অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
বি.দ্র.: লিঙ্ক আসে নাই। এটা নাকি দেখেন তো http://www.solarviews.com/eng/edu/age.htm