অপটিক্যাল ইলিউশনসের মনে হয় শেষ নেই। আর থাকবেই বা কেন বলুন? এই দুনিয়াটাই তো একটা বড় ইলিউশন। আশেপাশে যা কিছু আছে সবই "চউক্ষের ধান্দা"। যা হোক টিউনটি দার্শনিক হয়ে যাবার আগেই আরো কয়েকটা "ধান্দা" দিয়ে দেই [আগেরগুলোর মতই ইন্টারনেট থেকে নেয়া]:
একনাগাড়ে নিচের ছবিটির মাঝের বিন্দুটির দিকে তাকিয়ে থাকুন......আরে আরে! রংগুলো কই গেল?
নিচের ছবিটির বাইরের বৃত্তটি কি উপরে নিচে উঠানামা করছে? নাকি শুধু এর বিন্দুগুলোর রং হালকা থেকে গভীর হচ্ছে?
দেখুন তো প্রথম দৃষ্টিতে নিচের লেখাটি পড়তে পারেন কি না? পারলেন না? এবার আপনার চোখদুটো প্রায় ৯০% বন্ধ করে পড়তে চেষ্টা করুন। নাহ্! যা পড়লেন, তাই সত্যি। এক্ষুনি ডাক্তারের কাছে ছুটে যান।
নিচের ছবিটি আমাদের একই শরীরে দুইয়ের বসবাসের কথা মনে করিয়ে দেয় - অনেকটা ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইডের মত।
আমার এই সিরিজ টিউনের বিষয়বস্তু লেখা আছে নিচের ছবিটিতে
ভাল করে দেখুন তো নিচের ছবিটিতে আকৃতিগুলোর শুরু ও শেষ বের করতে পারেন কি না?
নিচের ভাংগা প্লেটের উপর চিংড়ি মাছের চোখের দিকে কিছুক্ষন একনাগাড়ে তাকিয়ে থাকুন, বিশেষ ক্ষমতার অধিকারী এই চিংড়ি মাছ ভাংগা প্লেটকে জোড়া লাগিয়ে দেবে।
নিচের টিউবের মুখগুলো কিন্তু আপনার জন্যই ক্রমাগত কাছে আসছে। আপনি খুশী তো?
নিচের ছবিগুলোতে কোন এনিমেশন নেই, তাও আপনাকে খুশী করবার জন্যই এরা নাচানাচি করেই চলেছে। একনাগাড়ে একটু তাকিয়ে থেকে দৃষ্টি একটু ডানে-বামে করলে দেখতে পাবেন এই নাচানাচি।
নিচের ছবিটিতে চারটি সাপ বোঝানো হয়েছে। দেখুন তো সবচেয়ে উপরের ও নিচের সাপদুটি ডানে আর মাঝের দুটি বামে একটু এগিয়ে যাচ্ছে কিনা? বেশীদূর গিয়ে যেন আপনার মনিটর থেকে বেরিয়ে না আসে সেদিকে খেয়াল রাখবেন। একটি সাপ থেকে দৃষ্টি আরেকটির দিকে দিলে আগেরটির সামান্য চলন দেখতে পাবেন।
নিচের চাকাটি কোনদিকে ঘুরছে [এনিমেটেড .gif ফাইল, সম্পূর্ণ লোড হবার জন্য একটু অপেক্ষা করুন]
নিচের তিনটি পিলারকে আড়াআড়িভাবে এগিয়ে যেতে দেখলেও এরা কিন্তু যার যার জায়গায় শুধু উঠানামা করছে
নিচে অনেকগুলো প্লাস চিহ্নের মাঝের সাদা বৃত্তগুলো কিন্তু বাস্তবে নেই।
লক্ষ্য করুন, নিচের ছবিটির চারটি সাদা বিন্দু যখন বাইরের ছাই রংয়ের বৃত্তের দিকে এগিয়ে যায়, তখন ঐ চারটি সাদা বিন্দুর সংযোগস্থলে একটি বর্গ রূপ নেয়, যা আসলে নেই।
নিচের ছবির দিকে তাকিয়ে একবারে বলুন বাইরের কত নম্বর বৃত্তটি ভেতরের ছোট বৃত্তের সমান।
৫, ৬, ৭ অথবা ৮? পারলেন না। ৩ নম্বরটিই সমান, আর কোনটি নয়।
পরিস্কার বোঝাই যাচ্ছে এই গ্রীডের দুপাশে ভেংগে-চুরে গেছে। এবার একনাগাড়ে গ্রীডের মাঝখানে তাকিয়ে থাকুন। চোখের পাশ দিয়ে দেখবেন দুপাশের অংশটি কেমন যেন অটোম্যাটিক রিপেয়ার হয়ে যাচ্ছে।
নিচের দুটো আয়তক্ষেত্র আপাত: দৃষ্টিতে একে অন্যের সাথে, সমান্তরাল মনে না হলেও আসলে কিন্তু এরা সমান্তরাল।
৩০ সেকেন্ড নিচের ছবিটির কেন্দ্রের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকুন। এরপর যেদিকেই তাকাবেন মনে হবে, কিছু একটা হয়েছে আপনার চোখে।
আজ এই পর্যন্তই - আবার আসব কিছু কালেকশন নিয়ে। সবাই ভাল থাকবেন, চোখের যত্ন নেবেন। মানবদেহে আল্লাহর বড় রহস্যময় সৃষ্টি এই চোখ! এই চোখ দিয়ে যেন আমরা সবসময় ভাল কিছু দেখি এই কামনায়...
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Uncomone অনেক কিছু দেখলাম । share করার জন্য অনেক ধন্যবাদ ।