অগেই বলে রাখি ভালো করে লেখাগুলো পড়বেন। না পড়েই কাজ করতে গেলে পারবেন না।
আমরা যারা Windows Server থেকে সরাসরি Windows 10 ডাউনলোড করতে চাই তাদের কে https://www.microsoft.com/en-us/software-download/windows10ISO থেকে প্রথমে Media Creation Tool.exe ডাউনলোড করতে হয় এবং পরে এর মাধ্যমে Windows 10 ডাউনলোড হয়।
আজ আমি আপনাদের বলব এত ঝামেলা না করে কিভাবে Windows Server থেকে সরাসরি Windows 10 ডাউনলোড করা যায়।
কনো Windows PC থেকে Web Browser এর মাধ্যমে Desktop site হিসেবে উপরের লিংক এ গেলে আসলে সেটা Redirect হয়ে Media Creation Tool.exe ডাউনলোড করতে বলেএবং পরে এর মাধ্যমে Windows 10 ডাউনলোড করতে বলে।
এখন আমরা Windows PC থেকে Web Browser এর মাধ্যমে কিভাবে ডাউনলোড করতে তা জানব, এখন আপনারা সরাসরি IDM দিয়েই উইন্টেডাস টেন ডাউনলোড করতে পারবেন তাও আবার লেটেস্ট ভার্সন, যেহেতু এটা অনেকটা কঠিক ট্রিক্স, তাই ভিডিও আকারে দিলাম ভিডিওটি মাত্র ৩ মিনিটের। তাই ট্রিক্সটা জানতে ভিডিও টা মিস করবেন না।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=NwH6hPvXhTY
আমি টিপস এন্ড ট্রিক্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।