অপটিক্যাল ইলিউশনস (চোখের ধাঁধা) [পর্ব-২]

অপটিক্যাল ইলিউশনস সম্পর্কিত আমার প্রথম টিউনটির সূত্র ধরে এই টিউনে আরও কিছু চমক লাগানো ইলিউশনস যোগ করলাম, আশা করি ভাল লাগবে সবার।

সার্কেল না স্পাইরাল?

ছবিটিতে খেয়াল করে দেখুন, মনে হবে লাইনগুলো পেঁচিয়ে কেন্দ্রে মিলেছে, আসলে কিন্তু এখানে বেশ কটি বৃত্ত আঁকা, একটার সাথে আরেকটি মিলেনি কখনও

কোনটি বড়?

নীচের দুটি ডিজাইনের মাঝের সাদা বৃত্তদুটি একই মাপের হলেও বাম পাশেরটিকে একটু বড় মনে হয়?

কোন কালো দরজাটি বড়?

লাল/গোলাপীর ধাঁধা

নীচের ছবিতে সবুজ ও সাদা ব্যাকগ্রাউণ্ডে আড়াআড়ি বিন্যস্ত গোলাপী রং কিন্তু একই - হালকা বা গাঢ় নয়।

কয়টি কিউব?

ছবিতে কয়টি কিউব দেখতে পান, ছ’টি না সাতটি? আবার গুণে নিন।

মুখ না পানপাত্র?

নীচের ছবিতে আপনি কি ছয় জোড়া মুখ নাকি ছয়টি পানপাত্র (গবলেট) দেখছেন?

নামব না উঠব?

এই সিঁড়ি দিয়ে কি আমি নীচে নামব না উপরে উঠব

অবাস্তব বস্তু

নীচের বস্তুগুলো কি তৈরি করা সম্ভব?

কোন রেখাটি বড়?

নীচের ছবিতে সোজা দুটি রেখার মধ্যে কোনটি বড়? ডানেরটি? উ হুঁ - দুটিই সমান

আয়তক্ষেত্র না কিউব?

ভালভাবে তাকিয়ে থেকে দেখুন তো কি দেখা যায় আয়তক্ষেত্র নাকি কিউব?

সোজা না বাঁকা?

বৃত্তগুলোর মাঝের বর্গটির বাহুগুলোকে কি একটু বাঁকা মনে হয়, আসলে কিন্তু ওরা একেবারে সরল রেখা।

আসলে কি?

নীচের ছবিটি শুধুই কাল রঙের ডিজাইন নাকি এতে কিছু লেখা আছে?

কি মনে হয়?

নীচের ছবিতে C এর সাথে কোন রেখাটি মিলবে A না B? A? একটা স্কেল ধরে দেখুন তো

বেড়ে উঠা

একনাগাড়ে কিছুক্ষণ নীচের চারটি বৃত্তাকার ডিজাইনে তাকিয়ে থেকে একটা থেকে আরেকটিতে দৃষ্টি সরিয়ে নিন। কি মনে হয়?

ফুলে উঠা বর্গ

ছবিটিতে মাঝখানের বর্গগুলো একই মাপের হলেও কেমন যেন মনে হয়, ভেতরের ছোট্ট বর্গগুলো বাঁকা হয়ে ফুলে-ফেঁপে একটা বড় বৃত্ত তৈরি করেছে।

হাতের কারসাজি

ছবিটিতে মুখটি কিন্তু অনেকগুলো হাত দিয়েই তৈরি করা

পাল তোলা নৌকার এগিয়ে চলা

অনেকক্ষণ টতাকিয়েথাকলে দেখবেন ছবিটিতে পাল তোলা নৌকাটি পানি আর মেঘ কাটিয়ে এগিয়ে যাচ্ছে

দুই ভুবনের দুই মানুষ

আইনস্টাইন কে দেখছেন তো? এবার দশ ফিট পেছনে যেয়ে দেখুন তো মেরিলিন মনরোকে দেখা যায় কি না?

সমান্তরাল এর ধাঁধা

নীচের আড়াআড়ি আঁকা লম্বা লাইনগুলো কিন্তু একেবারে সমান্তরাল - কিন্তু আপনার কি মনে হচ্ছে?

এলিজাবেথ ইলিউশন

একনাগাড়ে অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে সাদা বা খালি কিন জায়গায় দৃষ্টি ফিরিয়ে নিয়ে চোখ মিটমিট করুন, কাকে দেখছেন?

বৃত্তের ধাঁধা

অবিশ্বাস্য হলেও ছবির দুটি বৃত্ত কিন্তু কোনভাবেই বাঁকা নয়, বরং ‘পারফেক্ট সার্কেল’

অসম্ভব সিট

এই ছবিতে কে কোথায় বসেছে? এটা কি সম্ভব?

রাগী পুরুষ শান্ত মহিলা

বামের পুরুষ রেগে আছেন, কিন্তু মহিলা শান্ত। এবার ১০ ফুট দুরে যেয়ে দেখুন তো কি হয়?

কই গেল?

+ চিহ্নটির দিকে একনাগাড়ে তাকিয়ে থাকুন, গোলাপী বৃত্তগুলো গেলো কোথায়, আর সবুজ বৃত্তটাই বা কোথা থেকে এলো

বড় হওয়া

ছবিটির মাঝের কালো অংশটির দিকে তাকিয়ে থাকুন, ওটা বেড়ে উঠছে কি

সবাই ভাল থাকবেন।

[ইলিউশনগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগৃহীত]

Level 2

আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিনা দ্বিধায় প্রিয়,লাইক,নির্বাচিত দিলাম। এত ফাটাফাটি টিউন খুব জম বছরের এখন পর্যন্ত এটাই বেস্ট অফ অল বলে মনে হচ্ছে…………..

Level 0

fansattic

পিডিএফ করে রাখলাম ।

সাথে আছি এবং চোখের ১২ টা বাজাচ্ছি।

    পরে আমাকে দোষ দিবেন না কিন্তু, নাইম ভাই

Level New

অসম্ভব ভাল লেগেছে

জটিল না যৌগিক ।

    মাথার উপর দিয়ে গেল….এনিওয়েজ, ধন্যবাদ

Koi Galo Picture ti very very good…
THANK U

থাইমেন না…চালাইয়া যান… 🙂

    ধন্যবাদ, উৎসাহ দেবার জন্য

Level 0

চোখ গেল ,চোখ গেল
মাথা ঘুরল, মাথ ঘুরল
খুবই ভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভভাল হয়েছে।
মনে হইতাছে অদৃশ্য সবই

    ধন্যবাদ, অনেক বেশী মাথা ঘুরলে একটু রেস্ট নেন.. 🙂

অনেকদিন বাদে নতুন optical illusion পেলাম। খুব মজা লাগল।

Level 0

awesome thanks a lot keep it up

ওটা রেখে দিয়েছিলাম পর্ব-৩/৪ এর জন্য। হালকা থেকে গভীরে যাচ্ছি
ধন্যবাদ