অপটিক্যাল ইলিউশনস সম্পর্কিত আমার প্রথম টিউনটির সূত্র ধরে এই টিউনে আরও কিছু চমক লাগানো ইলিউশনস যোগ করলাম, আশা করি ভাল লাগবে সবার।
ছবিটিতে খেয়াল করে দেখুন, মনে হবে লাইনগুলো পেঁচিয়ে কেন্দ্রে মিলেছে, আসলে কিন্তু এখানে বেশ কটি বৃত্ত আঁকা, একটার সাথে আরেকটি মিলেনি কখনও
নীচের দুটি ডিজাইনের মাঝের সাদা বৃত্তদুটি একই মাপের হলেও বাম পাশেরটিকে একটু বড় মনে হয়?
কোন কালো দরজাটি বড়?
নীচের ছবিতে সবুজ ও সাদা ব্যাকগ্রাউণ্ডে আড়াআড়ি বিন্যস্ত গোলাপী রং কিন্তু একই - হালকা বা গাঢ় নয়।
ছবিতে কয়টি কিউব দেখতে পান, ছ’টি না সাতটি? আবার গুণে নিন।
নীচের ছবিতে আপনি কি ছয় জোড়া মুখ নাকি ছয়টি পানপাত্র (গবলেট) দেখছেন?
এই সিঁড়ি দিয়ে কি আমি নীচে নামব না উপরে উঠব
নীচের বস্তুগুলো কি তৈরি করা সম্ভব?
নীচের ছবিতে সোজা দুটি রেখার মধ্যে কোনটি বড়? ডানেরটি? উ হুঁ - দুটিই সমান
ভালভাবে তাকিয়ে থেকে দেখুন তো কি দেখা যায় আয়তক্ষেত্র নাকি কিউব?
বৃত্তগুলোর মাঝের বর্গটির বাহুগুলোকে কি একটু বাঁকা মনে হয়, আসলে কিন্তু ওরা একেবারে সরল রেখা।
নীচের ছবিটি শুধুই কাল রঙের ডিজাইন নাকি এতে কিছু লেখা আছে?
নীচের ছবিতে C এর সাথে কোন রেখাটি মিলবে A না B? A? একটা স্কেল ধরে দেখুন তো
একনাগাড়ে কিছুক্ষণ নীচের চারটি বৃত্তাকার ডিজাইনে তাকিয়ে থেকে একটা থেকে আরেকটিতে দৃষ্টি সরিয়ে নিন। কি মনে হয়?
ছবিটিতে মাঝখানের বর্গগুলো একই মাপের হলেও কেমন যেন মনে হয়, ভেতরের ছোট্ট বর্গগুলো বাঁকা হয়ে ফুলে-ফেঁপে একটা বড় বৃত্ত তৈরি করেছে।
ছবিটিতে মুখটি কিন্তু অনেকগুলো হাত দিয়েই তৈরি করা
অনেকক্ষণ টতাকিয়েথাকলে দেখবেন ছবিটিতে পাল তোলা নৌকাটি পানি আর মেঘ কাটিয়ে এগিয়ে যাচ্ছে
আইনস্টাইন কে দেখছেন তো? এবার দশ ফিট পেছনে যেয়ে দেখুন তো মেরিলিন মনরোকে দেখা যায় কি না?
নীচের আড়াআড়ি আঁকা লম্বা লাইনগুলো কিন্তু একেবারে সমান্তরাল - কিন্তু আপনার কি মনে হচ্ছে?
একনাগাড়ে অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে সাদা বা খালি কিন জায়গায় দৃষ্টি ফিরিয়ে নিয়ে চোখ মিটমিট করুন, কাকে দেখছেন?
অবিশ্বাস্য হলেও ছবির দুটি বৃত্ত কিন্তু কোনভাবেই বাঁকা নয়, বরং ‘পারফেক্ট সার্কেল’
এই ছবিতে কে কোথায় বসেছে? এটা কি সম্ভব?
বামের পুরুষ রেগে আছেন, কিন্তু মহিলা শান্ত। এবার ১০ ফুট দুরে যেয়ে দেখুন তো কি হয়?
+ চিহ্নটির দিকে একনাগাড়ে তাকিয়ে থাকুন, গোলাপী বৃত্তগুলো গেলো কোথায়, আর সবুজ বৃত্তটাই বা কোথা থেকে এলো
ছবিটির মাঝের কালো অংশটির দিকে তাকিয়ে থাকুন, ওটা বেড়ে উঠছে কি
সবাই ভাল থাকবেন।
[ইলিউশনগুলো ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগৃহীত]
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বিনা দ্বিধায় প্রিয়,লাইক,নির্বাচিত দিলাম। এত ফাটাফাটি টিউন খুব জম বছরের এখন পর্যন্ত এটাই বেস্ট অফ অল বলে মনে হচ্ছে…………..