[জানি এই পোস্টে যা দিচ্ছি তা অনেক পুরনো, কিন্তু ইন্টারনেটে প্রতিদিনই সার্কুলেট হওয়া অনেক পুরনো কিছু ব্যাপার আমাদের অনেকের কাছে নতুন। নীচে কিছু অপটিক্যাল ইলিউশনস এর ছবি দিলাম। অনেকের কাছে ব্যাপারটা নতুন ও আনন্দদায়ক হতে পারে]
মানুষের সৃষ্টিটাই একটি মহা আশ্চর্য ব্যাপার। উপরের যিনি আমাদের তৈরি করেছেন, তার লীলাখেলা আমরা প্রতিনিয়ত টের পাচ্ছি, কিছু বুঝি, আর কিছু রয়ে যায় রহস্যাবৃত। চোখের ব্যাপারটাই ধরুন, কত কি রহস্য যে আছে চোখ নিয়ে। যাহোক, অত সিরিয়াস কথায় না যেয়ে বরং কাজের কথায় আসি। নীচের দেয়া ছবিগুলোকে নির্দেশনা অনুযায়ী দেখুন - নিঃসন্দেহে অবাক হবেন।
নীচের নেগেটিভ ছবিটির + চিহ্নটির দিকে একনাগাড়ে ৩০ সেকেন্ড তাকিয়ে থাকুন, এরপর চোখ সরিয়ে সাদা দেয়াল বা কম্পিউটারের স্ক্রিণের আশেপাশে দ্রুত পলক ফেলে কয়েকবার তাকান। ওবামার একটি হাসিমুখের ছবি দেখতে পাবেন, দৃষ্টি সরিয়ে অন্য দিকে তাকিয়ে পলক ফেলতে থাকলেও অনেকক্ষণ ধরে এই ঘটনা ঘটবে।
নীচের ছবিটির কেন্দ্রের বিন্দুটিতে তাকিয়ে আপনার মাথা সামনে-পেছনে করুন, বাইরের দুটো বৃত্তকে একে অপরের উল্টোদিকে ঘুরতে দেখবেন
নীচের ছবিটিতে লম্বালম্বি ও আড়াআড়ি রেখাগুলোর সংযোগস্থলের দিকে তাকিয়ে বলুন তো ওখানে আসলে সাদা নাকি কালো ছোট্ট বৃত্ত দেখা যায়?
সাদা-কালো বারগুলোকে বাঁকা মনে হচ্ছে? আসলে কিন্তু প্রত্যেকটি বার একেবারে নিখুঁত সোজা।
ধূসর একটি ছায়ার মাঝের এই কালো বিন্দুটির দিকে একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলে বিন্দুর চারপাশের ধূসর রংটি উধাও হয়ে যাবে।
নীচের লাল-হলুদের পাটির মাঝখানে আরেকটি বর্গাকার বক্স দেখা যাচ্ছে? এবার দৃষ্টিটা একটু ডানে-বামে করুন তো। মনে হবে ভেতরের বক্সটিও নড়চড়া করছে।
এই ছবিটির মাঝখানের নীল অংশটির দিকে কিছুক্ষণ তাকালে মনে হবে, কি যেন কাঁপছে।
ডান চোখটি ঢেকে নীচের কালো বৃত্তটির দিকে তাকিয়ে মাথাটি এগিয়ে নিয়ে যান, একসময় বামের ক্রস চিহ্ন উধাও হয়ে যাবে, ওকে ফিরে পেতে চাইলে সিম্পলি মাথাটাকে পেছনে নিয়ে আসুন।
আসলে কি একজন নারীর মাথার পার্শ্বদৃশ্য নাকি একজন এসকিমোর অন্ধকারের দিকে এগিয়ে চলা?
একনাগাড়ে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, বৃত্তগুলো ঘুরছে কি?
একনাগাড়ে তাকিয়ে থেকে দৃষ্টি ডানে-বামে করুন, ঘূর্ণন টের পাচ্ছেন?
লাল রেখাগুলো কি একটু বাঁকা লাগছে? আসলে কিন্তু পারফেক্ট স্ট্রেট লাইন।
আসল চক্কর এই ছবিতেই, বেশিক্ষন তাকালে মাথা ব্যথা হতে পারে 🙂
নীল তুমি গেলে কই?
মাঝখানের হলুদ কেন্দ্রটির দিকে কিছুক্ষণের মধ্যেই চারপাশের নীল বৃত্তগুলো ‘ভ্যানিশ’
মাঝখানের বৃত্তটি কি কাঁপে নাকি?
এই ভবনের সোজা বা উপর দিক কোনটা?
দেখুন তো নীল বৃত্তগুলো ভেতরে হারিয়ে যাচ্ছে কি?
আমি মোহাম্মদ ইউসুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 1053 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেকগুলা নতুন দেখলাম। 😀 😀