যেকোন ওয়েব সাইট হ্যাকিং করুন মাত্র ১ লাইনের কোড দিয়ে।প্লিজ যাই করেন তাই করেন কারো ক্ষতি কইরেন না।

কি শিরোনাম দেখেই চোখ কপালে !আগে টিউনটা পড়েন তাহলেই তো আপনাদের চোখ আকাশে উড়ে যাবে।কি বলবো কি ভাবে যেকোন ওয়েবসাইট হ্যাকিং করবেন?নাহ . না বলে আর থাকতে পারলাম না।তবে হ্যা একটা শর্ত আছে ,তা হলো এইটিউনটি পড়ে কেবল মনই না শারীরিক ভাবেও উত্তেজনায় কাপতে পারে (আবার নাও পরে)।তাই মন ও মাথাকে ঠান্ডা রাখুন।টিউনটি পড়ার পর কেউ আমার উপর রাগ করবেন না।কারণ এতে করে অনেকর কিছু সময় ক্ষতি হয়ে যেতে পারে।তো বকবক না করে চলুন দেখে আসি কিভাবে হ্যাকিং করবেন যেকোন ওয়েব সাইট।

হ্যাকিং করুন যেকোন ওয়েব সাইট

আসলে এমন সংক্ষিপ্ত ভাবে কোন ওয়েব সাইট কি হ্যাকিং করা যায় তা আমার আগেজানা ছিলো না।যাইহোক হ্যাকিং এর জন্য যা যা লাগবে তা হলো
১।একটি স্ক্রীপ্ট
২।ওয়েব সাইটের ঠিকানা
৩।ওয়েব ব্রাউজার
৪।কোন কিছু এডিট করার ক্ষমতা যেমন MS Word জানা

হ্যাকিং করার কার্যপদ্ধতি

হ্যাকিং করার জন্য আপনাকে একটি জাভা স্ক্রীপ্টটের দরকার হবে।নিচে কোডটি দেয়া হলো। নিচের কোডটি কপি করুন
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on';void 0

এবার যেকোন একটা ব্রাউজার দিয়ে যে সাইটটি হ্যাকিং করবেন তার Website Address টি দিয়ে সাইটে প্রবেশ করুন।এবার ব্রাউজারে জাভা কোডটি পেস্ট করুন।
এবার ইন্টার দিন।

যেমন আমরা এখন google.com সাইট টি হ্যাক করবো।এর জন্য আপনাকে আগে google.comএ প্রবেশ করতে হবে।তার পর ব্রাউজারের Address Bar থেকে Website Address টি মুছে দিয়ে ওখানে জাভা স্ক্রীপ্টটি পোষ্ট করুন।তারপর এন্টার দিন

gdfg

এবার আপনি ইচ্ছা করলেই google এর ইমেজ টাকে সরিয়ে (ড্রাগ করে) বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারেন।কোনো টেক্সকে ডিলিট করে সেখানে অন্য টেক্সট বসাতে পারেন।

ghj

আপনি চাইলেই এডিট ডিলিট,কপি পেস্ট ইত্যাদি করে হ্যাক করে দিন ওয়েব সাইট :p

যেমন আমি গুগল ও ইয়াহু ওয়েব সাইট হ্যাকিং করছি

gfgfg
গুগল

hhgdf
ইয়াহু

আশা করি আমার প্রতি আপনাদের অনেকের মেজাজের তাপমাত্রা ২০০ সে: ছুই ছুই।আমি কিন্তু আগেই বলেছি যে মাথা ঠান্ডা রাখতে।যাই হোক যদিও এটা একটি টেকহিউমার।তার পর ও আমি এই মজার জিনিসটা আপনাদের সকলের কাছে শেয়ার কারার জন্য একটু ভিন্ন পদ্ধতি আবলম্বন করলাম।মূলত আমার টইউনটি করার উদ্দেশ্যই হলো এই জাভা স্ক্রীপ্টটি শেয়ার করার।এভাবেই আপনি যেকোন ওয়েব সাইট এর পেজ এডিট করতে পারবেন আর অনেক সময় বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দেখে তো একদম বিশ্বাসই করতে পারছি। আগে ট্রাই করে দেখি। কি হয়।
যদি সফল হই তাহলে আপনাকে ১কেজি নানা ২ কেজি নানা ৫কেজি আরে তাও না ৫০ কেজি ভারচুয়ার মিষ্টি খাওয়াব।

funny. thanks

কিন্তু তাতে তো কোন লাভ হল না পেজ এডিট করা গেলেও তা সেভ করা যায় না। তবে ব্যাপারটা মজার এইটা ছাড়া আর কিছু না।
তো যাই হোক আমাদের কাছে আপনি আপনার জাভাস্ক্রীপ্ট কোডগুলো শেয়ার করতে পারেন একবারে তাতে আমাদের কাজে লাগবে।

ভাই, এইটা কি দেখাইলেন! টিউন পড়ার জন্য আমার ধন্যবাদ প্রাপ্য নয়, বরং কষ্ট করে টিউন লেখার জন্য আপনারই অনেক অনেক ধন্যবাদ প্রাপ্য। আমার সাথে কি কেউ একমত হবেন?

    ধন্যবাদ সায়েম ভাই আমার কষ্ট টা বুঝার জন্য।

ভাই টিউনটা কাজের। ভাল ভাবে বুঝিয়ে লিখলে ভাল হত। কিছু বুঝতে পারছি না। কাউকে কিছু শেখার ইচ্ছা থাকলে বিস্তারিত লিখবেন। না ইচ্ছা থাকলে নাম ফুটানোর জন্য লেখার দরকার কি ?

    হাসান ভাই আপনি কি বুঝে এধরণের মন্তব্য করলেন আমি জানি না।তবে এটা ঠিক যে সব বিষয় সবার মাথায় সহজে ঢুকে না।এই টিউনে তো আমি না বুঝার কিছু দেখছি না।আসলে সবার মেধাশক্তি এক নয় এটা মানতে হবে।তাই বলে যদি তা একদম ধরে ধরে শেখাতে হয় তাহলে তো টিউনের কোনো মান ই থাকবে।আর আপনি বললেন
    “কাউকে কিছু শেখার ইচ্ছা থাকলে বিস্তারিত লিখবেন। না ইচ্ছা থাকলে নাম ফুটানোর জন্য লেখার দরকার কি ?”
    আচ্ছা আমার যদি শেখানোর ইচ্ছাই না থাকতো তাহলে কি আমি টিউন করতাম।আর নাম কখনো ফুটানো যায় না এটা অর্জনের বিষয়।আর হ্যা আরো কিছু আপডেট দিলাম ।মন চাইলে দেখতে পারেন।ধন্যবাদ

এটা কি হ্যাকিং না funny ।

    এখনো বুঝলেন না …… 😀 আরে ভাই কেবল ই ফান কিন্তু শেখার ও আছে অনেক কিছু।

একটু ভিন্ন রকম লাগলো,
ভাল টিউন।

    একটু ভিন্ন ভাবেই দিলাম যাতে সবার বিষয়টি নিয়ে একটু আকর্ষণে থাকে।ধন্যবাদ

ভালমত বুঝতে পারলাম না ।

    টিউনটি আপনাদের জন্য আবার আপডেট করলাম।আশা করি এবার বুঝতে পারবেন।ধন্যবাদ

টিউন পড়ার আগেই এরকম কিছু একটা ভেবেছিলাম।

    আমি ও জানতাম যে বড় ভাইয়েরা আগে থেকেই সব বুঝতে পারে 😀

Hack kora ki eto soja !

এই রকম একটা টিউন আগেও হইছিলো। প্রায় এক বছর আগে খুব স্বনামধন্য টিউনার এই বিষয় নিয়া টিউন করছিলো। পুরান রা কন তো সেই লোক টা কে ছিল??? 😀

    ক্যাপ্টেন হার্ডিক ওরফে মইন। 😛

    Level 0

    হুম আমারও মনে পড়ছে। ক্যাপ্টেন হার্ডিকের কথা।

    যা বাবা আমি বলার আগেই সবাই বলে দিলো :O ।জী ওটা ছিল মঈন ভাইয়ের “টপ টিউনারদের ওয়েব সাইটের একি অবস্থা” শিরোনামের টিউন।ওখানে উনি দিয়েছিল এক রকম করে আর আমি দিলাম অন্যরকম করে :))

    যাক আপনারা বলে দিলেন। আমার টিউনটার কথা মনে আছে কিন্তু টিউনারের নাম টা মনে ছিল না। হে হে হে…

Level 0

হুম সজীব ভাই এটা আমার কাছেও আছে। অনেক আগে টিটি থেকেই পেয়েছি।

    আমি ও কিন্তু অনেক আগেই এটা দেখে ছিলাম টিটি তে।তো বেশ কিছুদিন আগে একটা আর্টিকেল খুজতে গিয়ে আবার ও পেলাম এই ট্রিকক্সটা তাই ভাবলাম অন্যবকম করে বিষয়টা আবার ও সবার সাথে শেয়ার করি/…..।

একটু মজা করা যায় আর কি।ধন্যবাদ আপনাকে।

আসলেই মজার আর বিভাগটাওতো টেক হিউমার।
ধন্যবাদ সজীব ভাই ভালই লিখছেন।
“আর সকল ভিটরের প্রতি অনুরোধ থাকবে না বুঝলে প্রশ্ন করেন কিন্তু আজে-বাজে কমেন্ট করবেন্না।”

    “আর সকল ভিজিটরের প্রতি অনুরোধ থাকবে না বুঝলে প্রশ্ন করেন কিন্তু আজে-বাজে কমেন্ট করবেন্না।”

    ধন্যবাদ আতাউর ভাই।আসলে একটা বাজে কমেন্ট সব কাজের উপর বিরুপ প্রতিক্রিয়া ফেলে।কাজের উৎসাহ অনেক কমিয়ে দেয়।মন চায় সব ছেড়ে ছুড়ে চলে যাই

যারা মোজিলা ফায়ারফক্স ব্যবহার করেন তারা এই কাজ টি মানে হ্যাকিং খুব সহজে করতে পারেন । তবে সে ক্ষেত্রে Firebug Add on ডাউনলোড করতে হবে। ফায়ারফক্সের টুল মেনু থেকে Add on এ ক্লিক করে একটু search দিলেই পাবেন…………।। কিন্তু java script,html এ expert হওয়া আবশ্যক।

দারুন খেলা। ম্যাজিক !

সামনে আরও জ়াভা স্ক্রিপ্ট টের খেলা দেখাবেন আশা করি। ধন্যবাদ 🙂

    ধন্যবাদ আরিফ ভাই।দেখি আরো মজার কিছু আপনাদের দিতে পারি কি না

টিটিতে কি মানসম্মত কোন হ্যাকার নাই? এখানে আসার পর থেকে ফিশিং ছাড়া কিছুই পাইলাম না। 🙁
এখানে অনেকেই নিজেকে হ্যাকার দাবী করেন(যেই লেভেলেরই হোক না কেন)।
আশা করছি শীঘ্রই কেউ সিকিউরিটি আর্টিকেল লেখবেন 🙂

    ভাই মানসম্মত হ্যাকার আছে।কিন্তু আপনিই বলে যদি হাই লেভেলের কোনো সিকিউরিটি যদি তারা সবার সামনে তুলে ধরে তাতে উপকারের চাইতে অপকারই বেশি হবে।আর সব হ্যাকিংই জনসম্মূখে প্রকাশ যোগ্য না।তাহলে তো সবাই হ্যাকার হয়ে যেত।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

    দু একজনের নাম বলতে পারবেন?

    রাসেদ ভাই আমার চেনা একজন আছে। নাম হলো Script Kiddie

    হ্যাকার রা “আমি হ্যাকার” এই ধরনের নাম ভাংগায়ে ফুটানি নেয় না। তারা সবসময় ইনভিজিবল থাকে চায় ।আর কাজ করেই হ্যাকাররা তাদের পরিচয় তুলে ধরে।তাই বোধ করি নামে এতটা প্রয়োজনীয়তা আছে।ধন্যবাদ

Level 3

এই জাভাস্ক্রীপ্ট কোডগুলো আমার কাছে আগেই ছিল।এই জাভাস্ক্রীপ্ট নি্য়ে আগেই টিউন হয়েছিল।শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

শুধু মাত্র পোস্টে হিট বারানোর জন্য হ্যাকিং ওয়ার্ড টা ইউস না করলেও পারতেন, মানুষকে হয়রানি করতেছেন। এটা কনো হ্যাকিং না। হ্যাকিং এর হ ও না। যাই হোক।

    আমি ও জানি এটা কোন হ্যাকিং এর হ ও না।আসলে আপনি ব্যপারটাকে নেগেটিভ ভাবে না নিয়ে পজিটিভ ভাবে দেখুন।আমি যদি এই ” একটি জাভা স্ক্রীপ্টটের মাধ্যমে এডিট করুন ওয়েবসাইট” এ ধরনের শিরোনাম দিতাম তা হলে অনেকেরই এই মজার বিষয়টি মিস করতে।আর একটি কথা এটা কিন্তু টেক হিউমার, আমি কিন্তু বিভাগ ও টেক হিউমার এ দিয়েছি।শুধুমাত্র পোষ্টে হিট বাড়ানো নয় আমি আসলে বিষয়টি অন্যভাবে সবার কাছে তুলে ধরেছি।আর সবাইতো চাই যে তার টিউনটি সব ভিজিটর পড়ুক নাকি বলেন? 🙂 ধন্যবাদ পাতা ভাই

Vai Apnar tune ar seronam pora birat kisu mona hoy.
But asola 100% ar vitor 1% hoy. tao na bolta paran.

    টেক হিউমার গুলো এমনই হয়।সাধে কি আর নাম হইয়ে টেক-হিউমার 🙂

ভাই আপনি কোডটি দিয়েছেন ভাল হয়েছে কিন্তু শুধু ইডিট করা যায় কিন্তু সেভ হয় না। সেভ করা গেলে জানাবেন, কর গপন পাসওয়াড পাওয়ার কোডটি থাকলে জানাবেন

Level 0

সবার মত আমিও বলব যে সেভ করা গেলে আরও ভাল লাগত৷ বেদেশী ওয়েব সাইট গুলোরে বারটা বাজাইতে পারতাম৷ ধন্যবাদ মজার কিছূ শেয়ার করার জন্য৷ আশায় রইলাম আরো অনেক কিছূ পাব আপনার কাছ থেকে৷

অনেকটা এরকমই আশা করেছিলাম যেহেতু টেক হিউমার বিভাগে আছে সেহেতু এরকমই হবে। তবুও আসলেই মজা পেলাম! হাফ সেঞ্চুরীর জন্য শুভেচ্ছা! ভালো থাকবেন।

Level 0

ভাই এই কোডের মধ্যে এত যাদু। এই কোড পেলেন কোথায়; আপনার তৈরি নাকি অন্য কারো।

ভাই আর কিছু মজার কোড থাকলে আমাকে মেইল করেন ভাই ([email protected])

আরে ভাই মারাত্তক টিউন

javascript কোডিং ধন্যবাদ। 🙂

Level 0

ভাইয়া আমি {NOKIA 5130c-2 XpressMusic} mobile এবং GP SIM তো ব্যবহার করি।এই mobile এ আমি কিভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারব সেই উপায় টা জানা আমার খুব দরকার,Please আমাকে জানান, My mail [email protected]