কি শিরোনাম দেখেই চোখ কপালে !আগে টিউনটা পড়েন তাহলেই তো আপনাদের চোখ আকাশে উড়ে যাবে।কি বলবো কি ভাবে যেকোন ওয়েবসাইট হ্যাকিং করবেন?নাহ . না বলে আর থাকতে পারলাম না।তবে হ্যা একটা শর্ত আছে ,তা হলো এইটিউনটি পড়ে কেবল মনই না শারীরিক ভাবেও উত্তেজনায় কাপতে পারে (আবার নাও পরে)।তাই মন ও মাথাকে ঠান্ডা রাখুন।টিউনটি পড়ার পর কেউ আমার উপর রাগ করবেন না।কারণ এতে করে অনেকর কিছু সময় ক্ষতি হয়ে যেতে পারে।তো বকবক না করে চলুন দেখে আসি কিভাবে হ্যাকিং করবেন যেকোন ওয়েব সাইট।
আসলে এমন সংক্ষিপ্ত ভাবে কোন ওয়েব সাইট কি হ্যাকিং করা যায় তা আমার আগেজানা ছিলো না।যাইহোক হ্যাকিং এর জন্য যা যা লাগবে তা হলো
১।একটি স্ক্রীপ্ট
২।ওয়েব সাইটের ঠিকানা
৩।ওয়েব ব্রাউজার
৪।কোন কিছু এডিট করার ক্ষমতা যেমন MS Word জানা
হ্যাকিং করার জন্য আপনাকে একটি জাভা স্ক্রীপ্টটের দরকার হবে।নিচে কোডটি দেয়া হলো। নিচের কোডটি কপি করুন
javascript:document.body.contentEditable='true'; document.designMode='on';void 0
এবার যেকোন একটা ব্রাউজার দিয়ে যে সাইটটি হ্যাকিং করবেন তার Website Address টি দিয়ে সাইটে প্রবেশ করুন।এবার ব্রাউজারে জাভা কোডটি পেস্ট করুন।
এবার ইন্টার দিন।
যেমন আমরা এখন google.com সাইট টি হ্যাক করবো।এর জন্য আপনাকে আগে google.comএ প্রবেশ করতে হবে।তার পর ব্রাউজারের Address Bar থেকে Website Address টি মুছে দিয়ে ওখানে জাভা স্ক্রীপ্টটি পোষ্ট করুন।তারপর এন্টার দিন
এবার আপনি ইচ্ছা করলেই google এর ইমেজ টাকে সরিয়ে (ড্রাগ করে) বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারেন।কোনো টেক্সকে ডিলিট করে সেখানে অন্য টেক্সট বসাতে পারেন।
আপনি চাইলেই এডিট ডিলিট,কপি পেস্ট ইত্যাদি করে হ্যাক করে দিন ওয়েব সাইট :p
যেমন আমি গুগল ও ইয়াহু ওয়েব সাইট হ্যাকিং করছি
গুগল
ইয়াহু
আশা করি আমার প্রতি আপনাদের অনেকের মেজাজের তাপমাত্রা ২০০ সে: ছুই ছুই।আমি কিন্তু আগেই বলেছি যে মাথা ঠান্ডা রাখতে।যাই হোক যদিও এটা একটি টেকহিউমার।তার পর ও আমি এই মজার জিনিসটা আপনাদের সকলের কাছে শেয়ার কারার জন্য একটু ভিন্ন পদ্ধতি আবলম্বন করলাম।মূলত আমার টইউনটি করার উদ্দেশ্যই হলো এই জাভা স্ক্রীপ্টটি শেয়ার করার।এভাবেই আপনি যেকোন ওয়েব সাইট এর পেজ এডিট করতে পারবেন আর অনেক সময় বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন।ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য।
আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দেখে তো একদম বিশ্বাসই করতে পারছি। আগে ট্রাই করে দেখি। কি হয়।
যদি সফল হই তাহলে আপনাকে ১কেজি নানা ২ কেজি নানা ৫কেজি আরে তাও না ৫০ কেজি ভারচুয়ার মিষ্টি খাওয়াব।