ইন্টারনেটে ইউনিকোড বাংলা লিখুন মজিলার অ্যাড-অন দিয়ে! (!!!)

ইন্টারনেটে বাংলা লিখতে পারবেন কোন সফটওয়ার ছাড়াই। এর আগে আমি একটি পেজ তৈরি করেছিলাম যা দিয়ে কোন সফটওয়ার ছাড়া আপনি ৫টি লে-আউটে বাংলা লিখতে পারবেন। সাইটটি এখানে। মজার ব্যাপার হলো আপনি পেজটি সেভ করে অফলাইনেও বাংলা লিখতে পারবেন।

তারই ধারবাহিকতায় আমি আপানাদের জন্য তৈরি করলাম মজিলার অ্যাড-অন। এটি দিয়ে আপনি খুব সহজেই ওয়েবে বাংলা লিখতে পারবেন। এই অ্যাড-অনটি ইনস্টল থাকলে আপনাদের বাংলা লেখায় খুবই সুবিধা হবে।

এটির বিশেষ বৈশিষ্ট্য (!!!)

  • বাংলা লিখা অত্যন্ত সহজ।
  • প্রচলিত কিবোর্ড লে-আউটগুলো ব্যবহার করা যাবে।
  • চাইলে আপনি লে-আউট তৈরি করে নিতে পারবেন।
  • জাভাস্ক্রীপ্টগুলো আপনার কম্পিউটার থেকে লোড হওয়ার কারনে আপনার ব্যান্ডউইডথ বাচবে এবং দ্রুত ব্যবহার করা যাবে।
  • এটির জন্য আপনাকে কোন প্রকার খরচ করা লাগবে না।
  • এটি মিনিটেই ইনস্টল হয়।
  • একদম ভাইরাস মুক্ত।

কিবোর্ড শর্টকার্ট:

বাংলা থেকে ইংরেজি দরকার হলে আপনি কিবোর্ড শর্টকার্ট ব্যবহার করে পরিবর্তন করতে পারবেন। যা আপনার পছন্দ অনুযায়ী পরিবর্তন যোগ্য। ডিফল্টভাবে থাকা শর্টকার্টগুলো হল:

ইউনিজয়: Ctrl+Alt+U

বিজয়: Ctrl+Alt+B

অভ্র ফোনোটিক: Ctrl+Alt+A

ইংরেজি: Ctrl+Alt+E

ইনস্টল পক্রিয়া:

আপনাকে প্রথমে অ্যাডঅনটি ডাউনলোড (!!!) করতে হবে। তারপর ডাউনলোড শেষ হলে একটি .xpi এক্সটেনশনযুক্ত ফাইল পাবেন। এটিকে ফায়ারফক্সের উপর ছেড়ে দিন। এটি ইনস্টল হওয়ার জন্য আপনার কাছে পারমিশন চাইবে। এখানে Yes এ ক্লিক করবেন। তাহলে এটি ইনস্টল হয়ে যাবে।

এরপর ফায়ারফক্স রিস্ট্রাট করে আপনি Tools > Addons এ যান। নিচের মত বাংলা কিবোর্ড অ্যাড-অন দেখতে পারবেন। (!!!)

এটি ইনস্টল হলে আপনার স্ট্যাটাস বারে নিচের মত দেখতে পারবেন (!!!)

আশাকরি এক্সটেনশনটি আপনাদের বাংলা লেখার গতিকে করবে আরও গতিময়। সে আশায় আজকের লেখার ইতি........ ভালো থাকবেন সবাই......।

ও হ্যা!!! ভালো কথা অ্যাড-অনটি ডাউনলোড করুন এখান থেকে।

এখই চলে যাবেন না প্লিজ!! একটা মন্তব্য করে যান আগে। ডাউনলোড করার (!!!) পর আবার আরেকটা মন্তব্য করবেন!!!

Level 0

আমি টিউটো বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 129 টি টিউন ও 478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি। প্রিয় গান: তৌসিফের- দুরে কোথাও,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

শেয়ার করার জন্য ধন্যবাদ।

    @স্বপন ভাই আপনি কি বুঝে বললেন?

    @টিউটো ভাই ব্যাপক মজা পাইছি। 😛

    আমি আবার কি বুঝে বললাম টিউন ভাল হয়েছে তাই বললাম এবং ডাউনলোড করলাম।
    আপনি কি বুঝে মজা পাইলেন????????

    আপনি হয়ত ডাউনলোড করার স্বপ্ন দেখেছেন।

    স্বপন ভাই আমি আসলে এড অনের জন্য বলেছি। যেটা উনি মজার জন্য দিয়েছেন।

Level 0

টিউটো ভাইয়া, ডাউনলোড করলাম এবং এটা দিয়েই মন্তব্য করলাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ভাই আপনার এ্যাড অন টা তৈরি হোক এটার জন্য দোয়া। করি আর সাইট টির জন্য ধন্যবাদ।

ভাই আপনার এ্যাড অন টা তৈরি হোক এটার জন্য দোয়া করি । আর সাইট টির জন্য ধন্যবাদ।

আমি বোকা বনে গেলাম। “টেক হিউমার” বিভাগের লিখা খেয়ালই করিনি।

    আপনি ডাউনলোড করছেন তো?

    অবশ্যই করেছি।

    ডাউনলোড না করলে বাংলা লিখলাম কি করে?

Level 0

আচ্ছা আমি ডাউনলোড করতে যাচ্ছি, ধন্যবাদ আপনাকে।

    Level 0

    বোকা বানালেন, 🙂 🙂 🙂

@রাসেল সময় নষ্ট কই। ব্যস্ততা এবং প্রযুক্তির পাশে এরকম মজা করাটা নিজেকে রিফ্রেশ করার মত। খুবই মজা পেলাম। ধন্যবাদ তোমাকে। 🙂

Download করলাম, খুব ভাল কাজ করে কিন্তু টিউটো বিডি লিখতে চাইলে উল্টা পাল্টা কিছু শব্দ আসে!!!
জটিল অ্যাড-অন, জটিল টিউন এবং ব্যপক মজার।

হা হা হা হা ( সরি হাসার কারন আছে কি ?)

না আসলেই নাই, তবে আপনার স্বপ্ন বাস্তবায়ন নিশ্চয় একদিন আপনী করবেন নয়ত অন্য কেউ, তবে আপনার কল্পনার এ্যাডঅন টার মডেল আমার ভাল লাগল, চেষ্টায় কি না হয় বলেন ,

আর ইউনিকোডে বাংলা লেখা এবং ইউনিকোড থেকে নরমাল বিজয় এ রুপান্তর করার যে স্ক্রিপটা মাহবুব ভাই লিখেছিল সেটা আসলেই ভাল লাগে

ধন্যবাদ

হা হা হা হা
আগে একচোট হেসে নিলাম। আমি ধরা খাইনি ? কেন ধরা খাইনি রাসেল ?

    আপনি কি আগেই খেয়েছেন (আমার মত) ?

ধন্যবাদ শেয়ার করার জন্য।

না আপনি download না করে ধরা খাইসেন |

ভাই কোনো লিনাক্স ভার্সন আছে নাকি এটার? থাকলে একটু বলবেন; খুব উপকার হত।

কি ভাই Download তো হয় না।।