"মজিলা, ইন্টারনেট এক্সপ্লোরার বা সাফারীর চাক্কা যখন ঘুরে, তখন চাইয়া থাকি। একবার চাক্কা দেহি, আবার মডেমটা দেহি। মনে লয়, আছরাইয়া ভাইঙ্গা ফালাই। কোনডা ভাংমু? পিসি না মডেম? পিসি তো একটা ভাইঙ্গা লগে লগে আরেকটা কিনার ক্ষমতা নাই। মডেম ভাইঙ্গা আরেকটা কিনলেও একই অবস্থা। হেইডাও একদিন আছাড় মারন লাগবো। বাজারে যতো মডেম আর কানেকশন আছে সবই আছাড় খাওড়া। একটা একটা কইরা হগলডি ভাঙলেও স্পীড বাড়বো না।"- বক বক করতে করতে একসময় ফোন রেখে দিলো।
রাইত দু'টায় একদিন ফোন করে বললো, "দোস্ত, ভালা একটা বুদ্ধি পাইছি। লম্বা ক্যাবল লাগাইয়া মডেম জানালা দিয়া বাইরে বাইর কইরা দিছি, ওয়াইফাই স্পীডে ব্রাউজ করতাছি।"
বললাম, "দেখ্, তারের মাথা থিইক্যা মডেম খুইল্যা চোরে নিছেগা নি। না জাইন্না তুই অফলাইনে ব্রাউজ করতাছস।"
আমার কথায় সে রাগ করে ফোন রেখে দিলো।
দু'দিন পর আবার ফোন দিলো, বললো, "দোস্ত, বুদ্ধি আরেকটা পাইছি। মডেম দুইটা লাগাইছি। স্পীড অনেক বাড়ছে, মনে হয়।"
আমি জিজ্ঞেস করলাম, "একসাথে দুই মডেম লাগাইয়া কয়দিন ধইরা কাম করতাছস?"
বললো, "দুইদিন ধইরা।"
বললাম, "পরথম যে মডেমটা লাগাইছস, হেইডা খুইল্যা দেখ্, কানেকশন অফ হইয়া যাইবো। এর মানে হইলো, দুইদিন তুই একটার ব্যান্ডউইথ খামাখাই খরচ করছস।"
উত্তরে ঠকাস করে একটি শব্দ ছাড়া আর কিছু শোনা গেল না। ভাবলাম, একটি মডেম বোধহয় ভেঙেই ফেলেছে। কে জানে, কোনটা ভেঙেছে? একটা মডেম ছিল যা আগেই ভাঙা, স্কচটেপ মারা, ওটা না নতুনটা?
দুদিন পর আবার ফোন এলো।
বললো, "দোস্ত, ব্রডব্যান্ড লইছি। ফাটাফাটি।"
জিজ্ঞেস করলাম, "হেইদিন মডেম কোনডা ভাঙছস? ভাঙ্গাডা না নতুনডা।? "
বললো, "কোনডাই ভাঙ্গি নাই। নতুনডা বেইচ্যা ব্রডব্যান্ড লইছি। অনেক লম্বা তার লাগছে...।''
পাঠক, এই তার চুরি হওয়া মাত্রই ওর ফোন পেলাম।
তাড়াহুড়ায় উল্টো করে বললো, "দোস্ত, তারে চোর লইয়া গেছে।"
বলুন, এখন কি বলবো ওকে?
আমি রিপন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 229 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
If you love your Mother, your Wife/ Husband will be good & Baby will be sweet.
আপনার টিউনে কমেন্ট করতে বাধ্য হলাম, কি টিউন করলেন কিছুই বুঝলাম না।
এটা টিউন না গল্প? কিছুই বুঝলাম না।