মাইক্রোসফটের তিন ম্যাজিক (যারা জানেননা তাদের জন্য) !!!

প্রথমে বলে রাখি এটা মাইক্রোসফটের সামান্য ম্যাজিক। আমাদের মধ্যে অনেকেই হইতো এটা জানেন। আর যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

MAGIC # 1

একজন ইন্ডিয়ান আবিস্কার করেছিলেন যে কম্পিউটারের কোন জায়গায় "CON" নামে কোন ফোল্ডার তৈরি করা যায়না। This is something pretty cool... এবং অবিশাষ্য একটা ব্যাপার Microsoft whole Team এটার কোন কারণ খুজে বের করতে পারেন নি। তো এখনি চেষ্টা করুন "CON" একটা ফোল্ডার তৈরি করতে।

MAGIC # 2

উইন্ডোজ ব্যবহারকারীদের বলছি, নিচের নিয়মগুলো

1.) একটা notepad file ওপেন করুন
2.) Bush hid the facts টাইপ করুন
3.) কম্পিউটারের যেকোন জায়গায় এটা সেভ করুন
4.) Close  করে আবার ওপেন করুন।
এবার দেখুন কি লেখা দেখা যাচ্ছে? (হা হা হা কম্পিউটার বুশকেও ভয় পাই)

MAGIC  # 3

microsoft crazy facts

একজন ব্রাজিলিয়ান এটা আবিস্কার করে।

1.)    Microsoft Word ওপেন করুন

2.)    =rand (200, 99) টাইপ করুন

3.)    এন্টার প্রেস করুন।

এবার দেখুন মজা।

ভালো লাগলে কমেন্ট করবেন।

-শোয়েব-

Level 0

আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

জানা ছিল বাট আবিস্কারকের নাম জানা ছিলো না । ধন্যবাদ ।

ঘটনা গুলো জানা ছিলো তবে আবিস্কারকের নাম দেয়ার জন্য ধন্যবাদ

    আপনাকেও ধন্যবাদ, মূলকথা এরকম বিষয় সরাচর বাতাসের বেগে ছোটে তাইতো সবাই জানে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

১ নাম্বারটা জানা ছিল। শুধু con নয় আপনি AUX, PRN, LPT1, LPT2, LPT3, COM1, COM2 এসব নামেও ফোল্ডার বানাতে পারবেন না। বাকী ২টা জানলাম। কিন্তু ২য় ম্যাজিক টা আমার কম্পিউটারে কোন কাজ করে না। Bush hid the facts লিখে সেভ করে নতুন করে খোলার পরও Bush hid the facts এটাই লেখা আছে। কোন পরিবর্তন লক্ষ্য করিনি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার কিছুই জানা ছিল না এখন জানলাম ধন্যবাদ।

Level 0

এই ঘটনা গুলো জানা ছিলো, ধন্যবাদ।

    মন্তব্যের জন্য ধন্যবাদ। প্রসেসর ভাইয়ের মন্তব্যের রিপ্লে দিন।

এগুলো আগেই জানতাম। আবার মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ। নিজের নামে কি ট্যাগ হতে পারে? যদিও এই কাজটা অনেক টপটিউনাররাও করে থাকেন। দয়া করে মাইন্ডে পেইন নিয়েন না।

    ফাসিক ভাই ব্যাপারটা হচ্ছে টিউনে তিনটা ট্যাগের কোন দরকার পরে না। আর এমনতোনা যে টিউনের বিষয়বস্তু ছাড়া শুধু নিজের নাম দিয়েছি। আর একটা কথা বেশিরভাগ ক্ষেত্রেই তিনটা ট্যাগ খুজে পাইনা তাইতো নিজের নাম দিই।
    মন্তব্যের জন্য ধন্যবাদ।

টিউনটা আমি করেছিলাম কোন কোন নামে ফোল্ডার করা যায় না তা নিয়ে। তবে অবশ্যই আপনাকে ধন্যবাদ আবিষ্কারকের নাম জানানোর জন্য এগুলো জানা ছিল না।

    Level 0

    ha……………..

    হীরক ভাই, আমি আপনার টিউনের কোন অংশ কপিপেস্ট করিনাই। এবং দেখিও নাই। মন্তব্যের জন্য ধন্যবাদ।

Level 0

হা হা হা,রোমন্থন করে মজা লাগল।ধন্যবাদ শোয়েব 🙂

Level 0

শেয়ার করার জন্য ধন্যবাদ………………….

Level 0

হা,…হা..,হা., ভাল লাগল শেয়ার করার জন্য ধন্যবাদ

হা হা হা হা হা , কি সব অদ্ভুদ কারবার ধন্যবাদ

আমি আগে জানতাম না। এখন জানলাম, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

এখন জানলাম, অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

Level 0

Bush hid the facts এটা চিনা ভাষা দেখায়…কিন্তু যখন আমি এটাকে ইংরেজীতে কনভার্ট করতে যাই এর অর্থ দেখায়
Liu Benrenmotian Touyingjianmeng……………………………।

শেয়ার করার জন্য ধন্যবাদ…………………।

畂桳栠摩琠敨映捡獴 এইটার অর্থ কি!!!!!!!হা হা হা…।দারুন লাগল

দুই নম্বর ঘটনাতো আমি ঘটাতে পারলামনা। কোন ফরম্যাটে সেভ করতে হবে?

Level 0

Bush hid the facts kaj করে না…ত

আমারও Bush hid the facts কাজ করে না। What the reason?

আমি কিন্তু con নামে file তৈরী করতে পেরেছি!!! প্রমাণ্য ছবির link: http://www.mediafire.com/view/tymnhv05y97ljt6/%E2%81%ABcon.JPG
Magic #2 তে কিন্তু এই ভাবে যেকোনো sentence লিখলে তা ‘উল্টাপাল্টা’ দেখাবেঃ
4words 3words 3words 5words
example: some pen was black