প্রথমে বলে রাখি এটা মাইক্রোসফটের সামান্য ম্যাজিক। আমাদের মধ্যে অনেকেই হইতো এটা জানেন। আর যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন। তবে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।
একজন ইন্ডিয়ান আবিস্কার করেছিলেন যে কম্পিউটারের কোন জায়গায় "CON" নামে কোন ফোল্ডার তৈরি করা যায়না। This is something pretty cool... এবং অবিশাষ্য একটা ব্যাপার Microsoft whole Team এটার কোন কারণ খুজে বের করতে পারেন নি। তো এখনি চেষ্টা করুন "CON" একটা ফোল্ডার তৈরি করতে।
উইন্ডোজ ব্যবহারকারীদের বলছি, নিচের নিয়মগুলো
1.) একটা notepad file ওপেন করুন
2.) Bush hid the facts টাইপ করুন
3.) কম্পিউটারের যেকোন জায়গায় এটা সেভ করুন
4.) Close করে আবার ওপেন করুন।
এবার দেখুন কি লেখা দেখা যাচ্ছে? (হা হা হা কম্পিউটার বুশকেও ভয় পাই)
একজন ব্রাজিলিয়ান এটা আবিস্কার করে।
1.) Microsoft Word ওপেন করুন
2.) =rand (200, 99) টাইপ করুন
3.) এন্টার প্রেস করুন।
এবার দেখুন মজা।
ভালো লাগলে কমেন্ট করবেন।
-শোয়েব-
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
জানা ছিল বাট আবিস্কারকের নাম জানা ছিলো না । ধন্যবাদ ।