হাসতে হাসতে পেটে খিল ধরান। হাসতে হাসতে মইরেন না, তাইলে কিন্তু বাসায় স্থান নাই।

আসসালামু আলাইকুম,

সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা। আশা করি সবাই ভাল আছেন। আজও আপনাদেরকে একটি ব্যতিক্রমধর্মী টিউন উপহার দেবো।

নিশ্চই আমরা হাসি হযত কোন কারনে বা অকারনে হাসি। কখনও বা কোন কিছু দেখে হাসি, আবার কাউকে হাসতে দেখলে হাসি। হাসি জিনিসটা আসলে সংক্রামক। কেউ হাসে মুচকি, কেউ হাসে অট্ট হাসি। তাই কবি ছড়া লিখেছেন

হাসতে নাকি জানে না কেউ

কে বলেছে ভাই

এই ত দেখ কত হাসির

খবর বলে যাই

খোকন হাসে ফোকলা দাতে

চাদ হাসে তার সাথে সাথে

কাজল বিলে শাপলা হাসে

হাসেন পাতি হাস

আর মনে নাই। অনেক দিন আগে পড়েছিলাম তো। স্মৃতি হাতড়িয়ে এই কয়েকটা লাইন লিখলাম। হাসাহাসি করা কিন্তু খারাপ না এটা স্বাস্থ্যের জন্য ভাল। ডাক্তাররা তো তাই বলেন।

আমি এখানে আসলে একটি কৌতুক (জোকস) এর সাইটের ঠিকানা দেব। এখানে বিষয় ভিত্তিক কৌতুক দেওয়া আছে। আর এখান থেকে প্রযুক্তি সম্পর্কিত কিছু কৌতুক পরিবেশন করছি। বাকি গুলো এখান থেকে পড়ে নিন। আমি নিশ্চিত ভাল লাগবেই।

এখানে - http://banglajokes.evergreenbangla.com/

Jim_Carrey

ইংরেজিতে টাইপ করলে বাংলায় অনুবাদ

অফিসে বসে কম্পিউটারে একটা বাংলা দরখাস্ত টাইপ করছিলাম। টাইপ শেষ করে প্রিন্ট দিলাম, প্রিন্ট বের হচ্ছে না। ব্যাপার কী ঠিক বুঝলাম না। যা-ই হোক, বের যখন হচ্ছে না, এটা নিয়ে মাথা ঘামালাম না আমি; অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়লাম। এ সময় আমার পাড়াতো ছোট ভাই মুরাদ এল (সে মাঝেমধ্যে এসে আমার অফিসে টুকটাক কাজ করে নিয়ে যায়)। সে এসেই কী একটা ইংরেজি দরখাস্ত টাইপ করতে লেগে গেল। আমি আমার কাজে ব্যস্ত রইলাম। মুরাদ টাইপ শেষ করে প্রিন্ট দিল এবং সে দেখি আঁতকে উঠল, ‘একি, টাইপ করলাম ইংরেজিতে, বেরোচ্ছে বাংলায় দরখাস্ত!’ আমি তখন বুঝে গেছি দরখাস্তের ভাষা তো প্রায় একই। আমার বাংলা দরখাস্তটা তখন বের হয়নি কোনো কারণে, মেমোরিতে রয়ে গিয়েছিল, এখন সেটা বেরোচ্ছে। মুরাদ আমায় জিজ্ঞেস করল, আমি এমন কোনো সফটওয়্যার ইনস্টল করেছি কি না, যেটা ইংরেজিতে টাইপ করলে বাংলায় অনুবাদ হয়ে যায়। আমি এবার একটা ভাব নিলাম, ‘হ্যাঁ, নতুন একটা সফটওয়্যার বাজারে এসেছে, তুই জানিস না?’ মুরাদ বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল!

কামাল, তেজগাঁও, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৪, ২০০৯

কী তার দেমাগ

কম্পিউটার-টেবিলের নিচে এক ইঁদুর আরেক ইঁদুরকে বলছে, ‘এই টেবিলটার ওপর একটা সাদা ইঁদুর আছে, নিচে নামেই না, কী তার দেমাগ!’

la

ফটোকপিতে ভুল

এক লোক কিছু কাগজ ফটোকপি করে খুব মন দিয়ে অরিজিনাল কাগজগুলোর সঙ্গে মিলিয়ে দেখতে লাগল। আরেকজন প্রশ্ন করল, ‘এত মনোযোগ দিয়ে কী দেখছেন?’ লোকটি বলল, ‘দেখছি, ফটোকপিতে কোনো ভুল হয়েছে কি না ?’

আইরিন খান, গৌরনদী, বরিশাল
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৪, ২০০৯

ec_1253_1249196044.post

সবাই সেলফোন ব্যবহার করতো

একবার এক সম্মেলনে, একজন বাংলাদেশী এবং একজন আমেরিকান প্রাচীনকালের প্রযুক্তি সম্পর্কে কথা বলছিল, তো কথোপকথনে তারা তাদের নিজ নিজ দেশের অবস্থান আলোচনায় নিয়ে আসেন,

দু’জনের মধ্যেই কথা কাটাকাটি চলছে-

বাংলাদেশী: আমরা প্রাচীন কালে প্রযুক্তি বিদ্যায় অনেক অগ্রসর ছিলাম। তোমাদের মতো সাদা চামড়ার মানুষই আমাদের বর্তমান দুর্গতির কারন।

আমেরিকান: তোমরা তখনও মাথামোটা ছিলে এখনও তাই, প্রযুক্তি ট্রযুক্তি কিছু না, তোমাদের স্থুল বুদ্ধিই তোমাদের দুর্গতির কারন। আর চিকন বুদ্ধির কারনেই আমরা তখন আর এখন দুই সময়েই প্রযুক্তিতে উন্নত।

তো যাই হোক, দু’জনেই তাদের নিজ নিজ যুক্তি পোক্ত করার উদ্দেশ্যে, প্রত্নতাত্বিক নিদর্শন সংগ্রহের জন্য তাদের স্বদেশে ফিরে গেলেন ।
কিছুদিন পরে, আমেরিকান লোকটি খনন কাজ শুরু করলো এবং খনন শেষে একটি পুরানো পেঁচানো তার উদ্ধার করলো।
তারপর সে সম্মেলনে ফিরে এসে বর্ণনা করলো- আমেরিকান সভ্যতা প্রাচীন কালেও অনেক অগ্রসর ছিলো কেন না এই তারটি প্রমান করে যে সেই সময়ে আমেরিকার মানুষ টেলিফোন ব্যবহার করতো।
এরপর বাংলাদেশী লোকটি দেশে ফিরে খনন কাজ শুরু করলো।
অনেক খোড়াখুড়ির পরেও লোকটি কিছুই উদ্ধার করতে পারলো না।
তো সম্মেলনে ফিরে লোকটি বর্ণনা করলো, বাংলাদেশের সভ্যতা প্রাচীন কালে বর্তমানের চেয়েও বেশী উন্নত ছিলো। তখন গ্রামে গ্রামে সবাই সেলফোন ব্যবহার করতো কেন না খনন কাজে আমরা কোন টেলিফোন তার পাই নি।।

laugh

কপি রেখে ডিলিট

: স্যার, পিসিতে ২০ বছর আগের প্রচুর ডাটা আছে, ওগুলো ডিলিট করে দিই?
: অবশ্যই, তবে কপি রেখে ডিলিট কোরো কিন্তু।

ফাহাদ এহসান, গুলশান, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১৪, ২০০৯

johnny-depp-tip

ইন্টারনেটের যুগে

ছোট্ট এক বাচ্চা স্কুলে যাচ্ছে। পথিমধ্যে এক পরিচিত বয়স্ক লোকের সঙ্গে তার দেখা। তিনি রসিকতা করে ছেলেটিকে উদ্দেশ করে বললেন, বাবু তোমার পোস্ট অফিস তো খোলা।

ছেলেটিও কম যায় না। ঝটপট উত্তর দিল, সেকি আঙ্কেল! আপনি তো দেখি ব্যাক ডেটেড। এই ইন্টারনেটের যুগেও আপনি পোস্ট অফিসের দিকে তাকিয়ে আছেন!

সূত্রঃ প্রথম আলো, সেপ্টেম্বর ০৮, ২০০৮

সাইটটি অসংখ্য কৌতুক রয়েছে। পড়তে পড়তে কখন যে, নিজে নিজে হাসতে শুরু করবেন, টেরই পাবেন না। হয়ত আপনার হাসি দেখে কেউ হয়ত পাগল হয়ে গেছে বুঝতে পারে।

Level 0

আমি khaled_virus। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্লাস ২ তে থাকার সময় এই কবিতাটা পড়েছিলাম। আমার মনে আছে।
টিউনের জন্য কৃতজ্ঞতা । সাইট টি বুকমার্ক করে রাখলাম।

শেষেরটা ছাড়া বাকিগুলো জানা ছিল। শেষেরটা ভাল লেগেছে 🙂

Level 0

ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ

খুবই মজার 😀

The last one is great one.

haa.ha.ha.ha so funny!!!!faltu…………..