এই বছরের এপ্রিলফুল উপলক্ষ্যে গুগল প্রান্কগুলো

প্রতিবারের মত এবারো গুগল এপ্রিলফুল উপলক্ষ্যে নিয়ে এসেছে নানান প্রান্ক ।  তবে সংখ্যার দিক দিয়ে এবারই সবচেয়ে বেশী প্রান্ক হয়েছে । চলুন দেখে নেই এবারের প্রান্কগুলো:

১. Google Wave: আপনার একাউন্টে কোনওয়েভ আসলে গুগল একটা আস্ত মানুষই পাঠিয়ে দিয়ে আপনাকে , তার নোটিফেশন দিতে ! পিসির সামনে সারাদিন না থালেও ক্ষতি নাই । কয়েকজন নোটিফাইয়ারের ছবিও দেয়া হয়েছে, তার মধে একটা কুকুরও আছে ! বিস্তারিত: http://wave.google.com/getwavewave.html

২. YouTube: এবার ভিডিও দেখুন টেক্সট আকারে !!!  এই সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমান টাকা ও ব্যান্ডউইড বেচে যাবে । লেখার দ্বারাই সব ভিডিও দেখতে পারবেন ! বিস্তারিত: http://youtube-global.blogspot.com/2010/03/textp-saves-youtube-bandwidth-money.html

 TechKite

৩. Google Docs: এবার আপনার যা যা হারিয়ে যায় এমন, সব কিছুই রাখতে পারবেন Google Docs এ । চাবি , রিমোট, রেল টিকিট সব জমা রাখুন গুগলের ক্লাউড সার্ভারে । বিস্তারিত: http://googledocs.blogspot.com/2010/03/upload-and-store-anything-in-cloud-with.html

৪. Google Books: Google Books এর নতুন সেবা । এটা দিয়ে বই থ্রিডি দেখা যাবে !!

 

 

৫. Google UK: গুগল এনড্রয়েডের জন্য নতুন এ্যাপ ছেড়েছে । এটা দিয়ে জীবজন্তুর ভাষা রুপান্তর করে মানুষের ভাষায় আনা যাবে !!! বিস্তারিত: http://www.google.co.uk/intl/en/landing/translateforanimals/

এছাড়াও অনেকে গুগলের নামে প্রান্ক ছাড়ছে , যেমন টেকক্রান্চ ব্লগ করেছে গুগল নাকি পারমানবিক কেন্দ্রের দিকে যাচ্ছে । তাছাড়া ক্রান্চগিয়ার লিখেছে গুগলের নতুন কিবোর্ড ড্রাম সেটের ব্যাপারে ।

বোনাস:

উইকিপিডিয়া: উইকিপিডিয়ার হোম পেজে মজার একটি আর্টিকেল আছে , যার বিষয় বউ বিক্রি !!! এক লোক নাকি দু ডলারে তার বউকে বক্রি করেছে !!! বিস্তারিত: http://en.wikipedia.org/wiki/Main_Page

গুগলের আগের প্রান্কগুলোর জন্য পড়ুন এই টিউনটি

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মাননীয়,
টিউনার আরিফ সাহেব সমীপেষু ,
টেকটিউন উচ্চ বিদ্যালয়,
বাংলাদেশ।
বিষয়ঃ ২. “YouTube: এবার ভিডিও দেখুন টেক্সট আকারে !!! ” এ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আবেদন।
জনাব,
অধীনের বিনীত নিবেদন এই যে, আমি টেকটিউন উচ্চ বিদ্যালয়ের “নতুন” শ্রেনীর একজন নিয়মিত ছাত্র।
আমি আপনার কাছে “YouTube: এবার ভিডিও দেখুন টেক্সট আকারে !!! ” এ সম্পর্কে বিস্তারিত
জানতে আগ্রহী।

অতএব, আমার আকুল আবেদন এই যে, আমাকে “YouTube: এবার ভিডিও দেখুন টেক্সট আকারে !!! ” এ সম্পর্কে বিস্তারিত
জানিয়ে বাধিত করবেন।

নিবেদক,
সব কিছুর জন্য প্রস্তুত হচ্ছি, এমনকি মৃত্যুর জন্যও
নতুন শ্রেনী, রোল- ১

আমাকে ধোকা দিয়েই যে এপ্রিল ফুল তা আমি কিভাবে উপভোগ করি? দুঃখিত