ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কবিতা কেমন হতে পারে তার নমুনা

বাংলাদেশে আস্তে আস্তে সব নাকি ডিজিটাল হচ্ছে। তো.....সবই যখন ডিজিটাল হবে তখন দেশের সাহিত্যে কেন ডিজিটাল হাওয়া লাগবে না ? আসুন দেখা যাক, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল কবিতা কেমন হতে পারে তার নমুনা.......

ভয় পেয়ো না ভয় পেয়ো না তোমায় আমি মারবো না,

সত্যি করে বলছি দাদা তোমার সাথে পারবো না।

Mouse টিপে muscle তোমার লোহার মত শক্ত,

Program-এ তে bug বেরোলে মাথায় ওঠে রক্ত।

খুপরি ঘরে জীবন কাটাও, cubicle নাম,

দিন-রাত্তির চলছে AC, প্রচন্ড আরাম।

গদি-আঁটা chair-টাতে শরীরখানা রাখো,

চক্ষু রাখো monitor-এ, কতো কিছুই শেখো।

Client-server মস্ত কারবার, শুনেই মাথা ঘোরে,

C আর colol আবোল-তাবোল, পালিয়ে আয়, ওরে !

চালিয়ে PC, VB VC, শিখলে কতো ভাষা,

বাংলা ভাষাই গেলে ভুলে, ভুললে কলম পেশা।

উস্কো চুল খুস্কো দাড়ি, চশমা ঝোলে নাকে,

দিনের মধ্যে পঁচিশ ঘন্টা office-এতেই থাকে।

Bill Gates-এর Windows-এ সর্বক্ষণ চোখ,

পেছন দিয়ে বউ পালালো, সঙ্গে অন্য লোক।

এর পরেতেও হুঁশ হল না? দিচ্ছি নাকে খত,

দাদা তোমার খুরে খুরে হাজার দন্ডবত!!

সংগ্রহঃ ফেসবুক গ্রুপ "আমরা সবাই তারছেঁড়া"

Level 0

আমি মেঘ রোদ্দুর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 373 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

নিজের কথা কিচ্ছু বলার নাই। মনে যা আসে তাই করে বেড়াই..... টেকনোলজির ব্যাপারে ব্যাপক আগ্রহ আছে বলেই টেকটিউনস-এ ঢু মারি.....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফেইসবুকেই পড়েছি। জোশ। কার লেখা?

ভালই চালিয়ে যান।

owo…that’s a great (digital) poem!!! (sry 4 eng comment, net slow no Bangla keyboard!)

জট্টিল হইছে…