টিউনের টাইটেলটি দেখে একটু অবাক হয়েছেন তাই না। অবাক হবারই কথা। যেকোন মুভি ডাউনলোড ছাড়া ইন্টারনেটে দেখা যেতে পারে। তা বলে আমাদের মত দেশে যেখানে নেট স্পীড অনেক কম সেখানে বাফারিং ছাড়া মুভি দেখা প্রায় অসম্ভব। তা হলে কি আমি মিথ্যা কথা বলেছি। না আমি একদম মিথ্যা কথা বলিনি। আসলে আমি তো একবারও বলিনি আপনি মুভিটি কোথায় দেখবেন। আপনার যদি কমান্ড প্রমোট নিয়ে খেলতে বিরক্ত লাগে তাহলে এই বিরক্তি ঘোচাতে আপনি আপনার কমান্ড প্রমোটে Star Wars ছবিটি দেখতে পারবেন। এজন্য আপনাকে যা করতে হবে তা নিম্নে দেওয়া হল:
প্রথমে start থেকে run এ ক্লীক করুন অথবা ctrl + R চাপুন।
এরপর cmd টাইপ করুন।
এরপর telnet towel.blinkenlights.nl এই কথাটি টাইপ করুন এবং Enter চাপুন।
এরপর উপভোগ করুন আপনার আমার সবার প্রিয় Star Wars মুভি।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
Great job!