হ্যাক হলো প্রথম আলো সহ প্রায় ২০ টি বাংলা ওয়েবসাইট![একটি টেকহিউমার টিউন][হ্যাক এন্টি হ্যাক পর্ব-১]

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পোস্টে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। যারা বুদ্ধিমান শুধু তারাই পড়ুন এই পোস্টটি। দুর্বল চিত্তের ও বোকা কিসিমের লোকদের পড়া নিষেধ। অন্যথায় প্রযুক্তিবিদকে দোষারোপ করা চলবে না।

অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে, আমাদের অতি প্রিয় ২০টি সাইট হ্যাকারদের যাঁতাকলে পিস্ট হয়ে আজ পাঠকদের ধরা ছোঁয়ার বাইরে। ভরাক্রান্ত মনে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম । যারা একটু আগে বা এখন এইসব সাইটগুলো ব্রাউজ করতে চেস্টা করছেন তাদের কে নতুন করে বলতে হবে না। হ্যাক হওয়া এসব সাইটের মধ্যে রয়েছে প্রথম আলো ব্লগ (এটা হ্যাক হইছে খুশি হইছি 😆 ) ,জবস এ ওয়ান, সামওয়্যারইনব্লগ, বিডি নিউজ টুয়েন্টি ফোর সহ শীর্ষ স্থানীয় সব ওয়েবসাইট। তালিকায় রয়েছে এবিসি রেডিওর ওয়েবসাইটও  । কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। তবে মন্ত্রীসভার জরুরী বৈঠকে এ কথা জানানো হয় যে দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে এছাড়া দুর্ঘটনা এড়াতে সাইট গুলো উদ্ধারের পূর্ব পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট সার্ভার বন্ধ করে দেয়া হবে , যাতে করে নতুন করে কোনো সাইট হ্যাকিং এর পাল্লায় না পড়ে।

যারা হ্যাক হওয়া সাইট গুলো ব্রাউজ করতে চান তারা এখনই নিন্মোক্ত লিংকে ক্লিক করে সাইট গুলো দেখে আসুন।নিচে হ্যাক হওয়া কয়েকটি ব্লগের নাম দেয়া হলো।

এবিসি রেডিও

জবস এ ওয়ান

প্রথম আলো

আরো কষ্টে আছি এই ভেবে যে. আমার ব্যক্তিগত ব্লগটাও শয়তানরা হ্যাক করেছে । এখন আমি চোখের পানি ছাড়া কাঁদতেছি…..

হ্যাক হলো আমার সাইটও

তবে আশার কথা এইসব হ্যাক হওয়া সাইট গুলো উদ্ধারে ইতোমধ্যে বাংলাদেশ হট্টিটি পার্টি কাজ শুরু করেছে।

.

.

.

.

.

.

এবার আসল কথায় আসি

এতক্ষণ যা ঘটলো তা সবই ফেক হ্যাক । আপনিও ইচ্ছে করলে যে কারো সাইট হ্যাক করতে পারেন।

http://carifahmad.blogspot.com.fakehack.com/

উপরের এড্রেস হতে আমার সাইট লিংকটি বাদ দিয়ে যে সাইটটি হ্যাক করতে চান তার লিংক বসিয়ে ‍দিন।এন্টার চেপে মজা নিন।

আপনি ইচ্ছে করলে বাম দিকের ড্রপডাউন লিস্ট হতে ইফেক্ট পাল্টে নিয়ে আরো বেশ কিছু মজা লুটে নিতে পারেন।

সরাসরি নিন্মোক্ত সাইটে গিয়েও মজা নিতে পারেন।

http://www.addeffects.net/ এখানে আরো বিভিন্ন লিং পাবেন মজা করার । যেমন- http://www.txt2pic.com/

http://www.fototrix.com    http://whak.com

এই  http://www.addeffects.net/ সাইটের পূর্বে আপনি যে কোন সাইটেন লিং বসিয়ে এক্সট্রা কিছু মজা নিতে পারেন। সময় করে দেখে আসুন। সবচে মজার ব্যাপারটা হলো

এভাবে== http://www.blog.marksitbd.com.addeffects.net/  ব্রাউজারে এন্টার ‍দিলে এক এক জন এক এক রকম ইফেক্ট দেখতে পাবেন । কেউ দেখতে পারেন ফুলের মালা আবার কেউবা শলার ঝাড়ৃ।

সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ

Level 0

আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মজা পাইলাম আমি মনে করসিলাম সত্যি hack হইছে এখনে দেখি Just Fun LOL 😀

    @আলমগীর: @Md Abir: মজা পাইলেই আমার টিউনটা সার্থক তবে আরো সার্থক নিচের টিউনারদের মত মেজাজ গরম হলে 😆

Level 0

টিউনারদের বিব্রত করবেন না।Heading টা মুছে দিয়ে অন্য heading দিন।

ধুর ছাই, মেজাজ টা গেল খারাপ হয়ে, একা কেমন ধরনের ফান

এইটা টেকটিউনস, যাচ্ছে তাই করার জায়গা না, যে কেউ এই হেডলাইন দেখে বিব্রত হবে। “””হ্যাক হলো প্রথম আলো সহ প্রায় ২০ টি বাংলা ওয়েবসাইট!””
দয়া করে এমন হেডলাইন দেন যা দেখে ফান বুজা যায়, এইভাবে টিটির টিউনের বিশ্বাসযোগ্যতা কমাবেন না।

    @আলমগীর: মুখে যা আসে বলে দেবেন এটা মানুষের ধর্ম না। টেকহিউমার শব্ধের অর্থটা জেনে নিন + আত্ন নং বিদ্ধি

আমার কাছে তো খুব মজা লাগলো!!

হে হে হে ।

Level 0

moja pailam 😀

যে কেউ সম্পূর্ণ না পড়ে যদি শুধু হেড লাইন পড়ে, সে কিন্তু ভুলের মধ্যে থেকে গেলো। এবং আপনাকে ভুল বুঝে রইলো। ফাইজলামি কি করলেন সে কিন্তু সেটা বুজতে পারলোনা। মজার চেয়ে বেশি কষ্ট পাইলাম।

faltu tune.

Level 0

আসলে টাইটেলটা একটু বেশী সিরিয়াস হয়ে গেছে। ফান করতে গিয়ে এতো টা দরকার ছিল না। ধন্যবাদ।

মিয়া ডর দেখায়া দিছিলেনতো

Level 0

😆

Ami apnake hack korte chai.(Don’t mind)
Carry on….

you are trying to make everyone laugh but everyone is laughing at you ! too cheap !

    @বিভ্রান্ত: নামটাই আপনি দিয়েছেন বিভ্রান্ত। পেক পেক পেক । কে হাসল কে কাঁদল কে আমাকে গালি দিল । এসব ভেবে সময় নষ্ট করার মত মূর্খ আমি নই।
    একটি মেয়ে সকাল বেলা আমাকে ফোন দিয়ে বলবে আরিফ তুমি অনেক হ্যান্ডসাম , তাতে আমি খুশিতে লাফাব আর সন্ধ্যার ‍দিকে কেউ ফোন করে বলবে আরিফ তুমি অনেক খ্যাত– আর তাতে আমি মন খারাপ করে চিৎ পটাং হয়ে যাব সেটা আমার কাজ নয়। আপনি বিভ্রান্ত . আপনি দ্বিধায় পড়তে পারেন। যা ইচ্ছে বলে গালি দিতে পারেন তাতে আমার একটা পশমেরও ক্ষতি হবে না। ভালো না লাগলে কমেন্টস নাও করতে পারতেন । আমি না হয় চিপ কিন্তু এ কমেন্টসএ তো আপনি চিপ হয়ে গেলেন??

হি হি হি হি হিহি হি হি হি …. দাড়ান একটু হাইসা লই … হি হি হি হি হি হি হি

আপনার টিউনের প্রথম তিনটি লাইন হল , ”এই টিউনে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। যারা বুদ্ধিমান শুধু তারাই পড়ুন এই টিউনটি। দুর্বল চিত্তের ও বোকা কিসিমের লোকদের পড়া নিষেধ। ” তাই ভাবলাম আপনার মেজাজের একটু পরীক্ষা নেই এবং এটাও জেনে নেই যে আপনি বোকা না চালাক । তাই আমার ঐ মন্তব্য প্রদান ।ফলাফল- আপনি যত তারাতারি রিপ্লাই দিলেন এবং যা লিখলেন তাতে বুঝলাম আপনার মেজাজ খুব তারাতারি বিগড়ায় এবং আপনি একজন বোকা মানুষ ।ভাই উত্তেজিত হবেন না ! আসলে পৃথিবীতে যারা বোকা এবং আবেগপ্রবন (মেজাজ বিগড়ানো) কেবল তারাই সুখী হতে পারে । তাই আমি বলতে পারি আপনি একজন সুখী মানুষ যা বুদ্ধিমান বা চালাক হবার থেকে বেশি গুরুত্বপূর্ণ ।

আমি প্রতিদিন ভোর ৫.১০ উঠি।৫.৪০ এ বাড়ি থেকে বের হই কর্মস্থলে যাওয়ার জন্য।এই ৩০ মিনিটের মধ্যে প্রতিদিনকার রুটিন হলো ২/৩ মিনিট টেকটিউনসে চোখ বুলিয়ে নেয়া।আপনার টিউনখানা পড়ে সকালেই মাথা খারাপ হয়ে গিয়েছিলো।পড়ে যখন জানলাম এটি শুধুই একটি ফান তখন অদ্ভুত ভালো লাগায় ছেয়ে গিয়েছিলো মন।যারা এই টিউনটি সম্পর্কে বিরুপ মন্তব্য করেছে তারা আপনার আসল উদ্দেশ্য বুঝতেই পারেনি।যাইহোক টাইটেল দেখলাম চেঞ্জ করেছেন।এখন মানুষ টিউনটি পড়বে,মজা পাবে কিন্তু চমকিত হবে না।অদ্ভুত ভালো লাগায় ভরবে না তাদের মন।
আপনাকে অনেক ধন্যবাদ সবাইকে এমন চমকিত করার জন্য।সবাই পারে না কিন্তু আপনি পেরেছেনাপ্নার ক্ষমতাকে ছোট করে দেখছি না।
ও হ্যাঁ আর একটি কথা-আপনি কি জানেন আপনি একজন প্রচন্ড বুদ্ধিমান মানুষ এবং ধৈর্য্যশীল?না জানলে জেনে নিন।আমি আজকের মত চমকিত বারবার হতে চাই।

টিউনের শিরোনামের টুইস্টটা না থাকাতে খারাপ লাগছে।টিউন পড়ে চরম মজা পেয়েছি আর আরও ভালো লেগেছে এ জাতীয় কিছু সাইটের সাথে পরিচিত হয়ে।ধন্যবাদ আপনাকে

Level 0

কিছু আলগা সিরিয়াস মনা মানুষ আছে.. যারা সব জায়গায় আলগা সিরিয়াসনের দেখাতে গিয়ে বেকুব সাজে, ঠিক যেমন কোন কৌতুকের অনুষ্ঠানে গিয়ে রসায়নের কোন সুত্র ভুল ধরে রেগে চেয়ার ভেঙ্গে চলে আসে.. 😛
….. হিউমার নামে যে একটা কিছু আছে.. এবং এটা মানুষের জীবনে প্রয়োজন আছে তা তারা বুঝতেই চায় না।
আমি এই টিউনের অসঙ্গতি কিছু দেখতে পাচ্ছি না.. সব কিছুই ঠিকই আছে..
টেক হিউমার বিভাগের টিউনগুলো যদি এরকমই না হয়… তাহলে আর হিউমার রইল কোথায়?
বরঞ্চ শুরুতে কিছু সতর্ক বনী দেয়ার কারনে আকর্ষন কিছুটা কমে গেছে… ডাইরেক্ট লিখলে সবাই আরো চমকিত হইত..। 🙂
ধন্যবাদ আপনাকে।

    @M H BULBUL: সতর্কবাণীটি ছিল না। কিন্তু দুঃখের বিষয় আপনার মত বুদ্ধিমান খুব কমই আছে। আমি গাল শুনতে শুনতে কান নষ্ট হওয়ার দশা । সেজন্যই বোকাদের মুখ বন্ধ করতে সতর্ক বাণীটি দেয়া। আপনাকে ধন্যবাদ

Level 0

Fun………………………………….fun……………… 😆

কমেন্টগুলো পরে মেজাজ টাই খারাপ হয়ে যায়! এত সিরিয়াস হলে কিভাবে চলবে!! 🙁