সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এই পোস্টে আপনার মেজাজ বিগড়ে যেতে পারে। যারা বুদ্ধিমান শুধু তারাই পড়ুন এই পোস্টটি। দুর্বল চিত্তের ও বোকা কিসিমের লোকদের পড়া নিষেধ। অন্যথায় প্রযুক্তিবিদকে দোষারোপ করা চলবে না।
অত্যন্ত দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে, আমাদের অতি প্রিয় ২০টি সাইট হ্যাকারদের যাঁতাকলে পিস্ট হয়ে আজ পাঠকদের ধরা ছোঁয়ার বাইরে। ভরাক্রান্ত মনে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম । যারা একটু আগে বা এখন এইসব সাইটগুলো ব্রাউজ করতে চেস্টা করছেন তাদের কে নতুন করে বলতে হবে না। হ্যাক হওয়া এসব সাইটের মধ্যে রয়েছে প্রথম আলো ব্লগ (এটা হ্যাক হইছে খুশি হইছি 😆 ) ,জবস এ ওয়ান, সামওয়্যারইনব্লগ, বিডি নিউজ টুয়েন্টি ফোর সহ শীর্ষ স্থানীয় সব ওয়েবসাইট। তালিকায় রয়েছে এবিসি রেডিওর ওয়েবসাইটও । কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনো জানা যায়নি। তবে মন্ত্রীসভার জরুরী বৈঠকে এ কথা জানানো হয় যে দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হবে এছাড়া দুর্ঘটনা এড়াতে সাইট গুলো উদ্ধারের পূর্ব পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট সার্ভার বন্ধ করে দেয়া হবে , যাতে করে নতুন করে কোনো সাইট হ্যাকিং এর পাল্লায় না পড়ে।
যারা হ্যাক হওয়া সাইট গুলো ব্রাউজ করতে চান তারা এখনই নিন্মোক্ত লিংকে ক্লিক করে সাইট গুলো দেখে আসুন।নিচে হ্যাক হওয়া কয়েকটি ব্লগের নাম দেয়া হলো।
আরো কষ্টে আছি এই ভেবে যে. আমার ব্যক্তিগত ব্লগটাও শয়তানরা হ্যাক করেছে । এখন আমি চোখের পানি ছাড়া কাঁদতেছি…..
তবে আশার কথা এইসব হ্যাক হওয়া সাইট গুলো উদ্ধারে ইতোমধ্যে বাংলাদেশ হট্টিটি পার্টি কাজ শুরু করেছে।
.
.
.
.
.
.
এবার আসল কথায় আসি
এতক্ষণ যা ঘটলো তা সবই ফেক হ্যাক । আপনিও ইচ্ছে করলে যে কারো সাইট হ্যাক করতে পারেন।
http://carifahmad.blogspot.com.fakehack.com/
উপরের এড্রেস হতে আমার সাইট লিংকটি বাদ দিয়ে যে সাইটটি হ্যাক করতে চান তার লিংক বসিয়ে দিন।এন্টার চেপে মজা নিন।
আপনি ইচ্ছে করলে বাম দিকের ড্রপডাউন লিস্ট হতে ইফেক্ট পাল্টে নিয়ে আরো বেশ কিছু মজা লুটে নিতে পারেন।
সরাসরি নিন্মোক্ত সাইটে গিয়েও মজা নিতে পারেন।
http://www.addeffects.net/ এখানে আরো বিভিন্ন লিং পাবেন মজা করার । যেমন- http://www.txt2pic.com/
http://www.fototrix.com http://whak.com
এই http://www.addeffects.net/ সাইটের পূর্বে আপনি যে কোন সাইটেন লিং বসিয়ে এক্সট্রা কিছু মজা নিতে পারেন। সময় করে দেখে আসুন। সবচে মজার ব্যাপারটা হলো
এভাবে== http://www.blog.marksitbd.com.addeffects.net/ ব্রাউজারে এন্টার দিলে এক এক জন এক এক রকম ইফেক্ট দেখতে পাবেন । কেউ দেখতে পারেন ফুলের মালা আবার কেউবা শলার ঝাড়ৃ।
সৌজন্যেঃ মার্কস আইটি ব্লগ
আমি আরিফ আহমাদ চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 58 টি টিউন ও 417 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মজা পাইলাম আমি মনে করসিলাম সত্যি hack হইছে এখনে দেখি Just Fun LOL 😀