AllAppinformation youtube channel (Tech)
প্রিয় পাঠক,
কেমন আছেন। আমি একজন টেকটিউনস টিউনার ও টিউজার। আমার নাম ইপসা আজাদ। যারা online এ কোন কিছু করেন তারা অবশ্য খুবই মেধাবী। আজকের আলচনার বিষয় হল ঃ
আমি কেন online এ কাজ করব?
বন্ধুরা offline এ কাজ করতে অনেক বেশি জান্তে হয়। আর online এ কাজ করলে অল্প কিছু জানলেই হয়। কি অবাগ হয়ে গেলেন? চলুন বিষয় টা বুঝিয়ে বলি।
offline এ কাজ করতে হলে কি কি ও কেন
প্র য় জন ঃ
আপ্নি online বা offline যেখানে ই কাজ করুন না কেন যে কাজটি করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
Offline এ শুধু কাজ টি জানলে হবে না, আপনাকে বিভিন্ন প্র য়জনিয় বা
অ প্র য় জনি য় বিষয় সাম্লাতে হবে। যেমন ঃ
যদি অন্নের office এ কাজ করেন সেটা online বা offline এ কাজ করেন বা desk job হক, আপনাকে office politics শিখতে হবে। সরকারি বা বেসরকারি যেখানেই হোক। তেল মারা শিখতে হবে। Pilitical leaders, terrorist বা বিভিন্ন ধরনের নিচু মনের কাজ না জানা মানুষ দের compromise করা জান্তে হবে। Sir Sir হুজুর হুজুর শিখতে হবে। ভুল না করেই বলতে শিখতে হবে আমি ভুল করে ছি।
আর যারা সদ্য পাশ করে চাকুরী বা কাজের জন্য ঘুরছেন।
ঘুরছেন ত মরছেন। কারণ যে কোন বিষয় এ আপ্নি যখন কার ও সাম্নে গিয়ে দাঁড়িয়ে থাকেন তখন তিনি মনে মনে বলেন ঃ
আগে ৫ বছর আমার পিছে ঘুরবি তারপর কাজ দিব।
চিন্তা করুন ২৮ বছরে masters তারপর যদি ৫ বছর ঘুরতে হয় তাহলে ৩৩ বছর। কাজ শুরু করে establish হতে আপনার বয়স হবে ৪০ বছর। বিয়ে করবেন কবে। Family থেকে পিছিয়ে যাবেন ১২ বছর।
যারা সদ্য পাশ করেছেন কি করবেন
Cv drop করুন
Interview দিন
হলে হবে না হলে নাই।
কখনওই কার ও পিছনে পিছনে ঘুরবেন না। ধরে নিবেন আপনার থেকে ভালো কাউকে পাইছে।
Smart phone আছে। তাহলে আপনি নিজেই আপনার Boss. আর যদি computer আর net থাকে তাহলে ত কথাই নেই।
Freelancing করার অনেক web page আছে। ID খুলে কাজ শুরু করে দিন। ডলার উপার্জন করুন। কারো পিছনে ঘুরে ১ মিনিট সময় নস্ট করবেন না। আর যদি এগুলো করতে করতে ভাল কথাও চাকুরী এম্নিতেই হয়ে যায় খুব ভালো।
ওমুক ভাই তমুক ভাই ছাড়ুন। ২৮ বছর লাগে লিখাপড়া শেষ করতে। ১২বছর কাজ করতে পারবেন কোন রকম রোগ বালাই ছাড়া। আর এই ওমুক ভাই রা এই ১২ বছর চুমুক দিয়ে খাবে এক্টু সুযোগ পেলেই।
ফোন ঃ ক্রিংক্রিং
ভাইঃ hellow
আপ্নি ঃ ভাই, আমি কুদ্দুস।
ভাই ঃও কুদ্দুস
আপ্নিঃ ভাই এক্টু দেখা করতে চাই
ভাইঃআস ১২ টায় office এ
রেডি হয়ে বাসে ঝুলে গেলেন তার office এ। তিনি busy. অপেক্ষা করার পর বেলা ৩ টায় দেখা করার সুযোগ পাইলেন।
আপ্নাকে খাবারের রুমে ডেকে নিল। আপনার খিধাও লেগেছে। কুশলাদি বিনিময় হল। খাবার খাছছেন। আর তিনি আপ্নাকে কউশলে চুমুক দিতে শুরু করল। তিনি বল্লেন আমরা এখন এই project নিয়ে কাজ করছি। আপ্নি তখন অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিজের অজান্তে ই দিয়ে দিলেন। এমন কি অই বিষয় এ অভিজ্ঞতা সম্পন্ন একজনের নাম্বার দিয়ে দিলেন। অথবা এমন কোন Business concept দিলেন যা আপনার করার ability নাই। পরে সে নিজেই করে নিবে তা আপ্নি টের ও পাবেন না। আপ্নি হয়ে গেলেন তার বিনা বে ত নে office asistant.
আর তিনি যদি বুঝতে পারে আপ্নি মেধাবি তাহলে আপ্নাকে যিম্মি করে ফেলবে আপ্নি বুঝবেন না। বিভিন্ন দিকে আজেবাজে কথা বলে আপ্নাকে block করবে যাতে ঘুরে ঘুরে তার কাছে যান।
তাই google youtube থেকে কাজ শিখুন। নিজের Boss নিজে। কত কামাবেন কেউ জানবেনা। ভাই সাব্ধান থাকতেই হবে। কারণ এটা বাংলাদেশ। Online is the best platform for you.
Workhard n lead a luxurious life n give a tour with your family.
এক মিনিটে thumbnail বানান
ধন্যবাদ
আমি ইপসা আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
I am Ipsha azad. I have passed MBA from AIUB.