Youtube আলাদিনের চেরাগ

টিউন বিভাগ টেক ফিকশান
প্রকাশিত
জোসস করেছেন

AllAppinformation youtube channel(Tech)

প্রিয় পাঠক,

কেমন আছেন।  আশাকরি যারা লিখাটা পড়ছেন Covid-19 এর মধ্যেও ভালো আছেন। আমি একজন টেকটিউনস টিউনার ও টিউজার।

বন্ধুরা Youtube কেন আলাদিনের চেরাগ বল্লাম। তার একটা সহজ সরল বিবরণ দিতে চলেছি।

বন্ধুরা একটু অতিতে ফিরে যাই। যখন Give n Take ছাড়া কাজ হত। যেমন পাশের বাড়ির চাচা বড় চাকুরী করেন। তিনি দেখলেন তার এলাকার গরিব ছেলেটি অল্প পড়া শুনা করেছে কিন্তু একটি চাকুরী হলে তার ও তারপরিবারের অভাব দুর হবে। ত চাচাতাকে বিনামূল্যে একটি চাকুরী দিলেন। ছেলে ও ছেলের পরিবার মহা খুশি। ছেলেটি ও-ই চাচা কে দেখলেই পা ধরে কদম বুচি করে ও সালাম দেয়। যে কোন প্রয়জনে চাচার পাশে এসে দাঁড়িয়ে থাকে।

আর এ গল্পটির বরত্মান রুপ হল

টাকা আছে চাকুরী আছে।

সাহায্য পাবে।

টাকা নাই!

তুই পরে আয়।

তর গায়ে গন্ধ।

করম খালি নাই।

এখন theory হল

যার কিছু আছে তার কিছু হবে।

তেল মাথায় তেল দিতে হবে।

আর যদি তাই হয় তাহলে আপনি কেন আরেক জনের সাহায্যের জন্য দিনের পর দিন দাড়িয়ে থাকবেন।

Because Nobody Does Anything Without his or her Benifits.

এখন অনেক motivational speaker বলেন কেউ ভাব নিলে শিক্ষার জন্য দিনের পর দিন তার কাছে দাড়িয়ে থাকবেন। শিক্ষার জন্য নিজের ভাব কে বিসর্জন দিয়ে দিন। একমত ১০০% একমত। কিন্তু কতদিন দাড়িয়ে থাকবেন। আমার serial টা কবে চাচা। দাঁড়িয়ে থাকতে থাকতে কতই না সময় চলে গেল। আর যদি কোন কারণে relation খারাপ হয়ে যায়। তাহলে আপনি ২ বছর যে দাঁড়িয়ে ছিলেন তার আমা ছালা সবি গেল।

বন্ধুরা ভাবছেন Youtube আলাদিনের চেরাগ এটার সাথে কি মিল।  পড়তে থাকুন বুঝবেন।

এখন অনেক motivational speaker বলেন আরে সমাজ কে নিয়ে ভাবুন। আবিষ্কার করুন নতুন blue print.  বন্ধুরা আপনারা কি জানেন সারা পৃথিবীর ১ নম্বর Business কি?

১ নম্বর business হল concept চুরি।

আরে ভাই যে পৃথিবীতে Give n Take ছাড়া কিছু হয় না। কোন কিছু বাস্তবায়ন করতে গেলে Power লাগে। সেখানে আপনার আমার মত চুনপুটির concept বড়ো বড়ো রাঘববোয়ালদের চুরি বা মেরে দিতে সময় লাগবেনা।

শিক্ষা আছে কিন্তু শিক্ষার আলো নেই।

এক্টু খেয়াল করুন বাংলাদেশের এমন একটি প্লাটফর্ম এর কথা বলুন যেখানে দুর্নীতি নাই। যারা দুর্নীতি করেন তারা উচ্চ শিক্ষইত কিন্তু শিক্ষার আলো নেই।

তাই শিক্ষার জন্য দিনের পর দিন কারো কাছে দাঁড়িয়ে থাকার মানেই হয় না। মানুষের পিছনে ঘুরে কত সময় loss করেছেন এক্টু ভাবুন। এইটা Digital যুগ।  আপনার হাতের smart phone টিতে কি নেই। Youtube  এ আপ্নি আপনার প্রয়জনের জন্য যা দরকার তাই লিখে search দিয়ে দেখুন ত পান কিনা। শত শত শত video.

Please learn from youtube what you want.  Never wait for any one.

কেউ যদি ১ মিনিটে thumbnail make করতে চান তাহলে নিচের link এ click করুন।

https://youtu.be/O8t50QMfCFM

 

ধন্যবাদ

Level 0

আমি ইপসা আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

I am Ipsha azad. I have passed MBA from AIUB.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস