কিভাবে টাকা উপার্জন করবেন techtunes এ

AllAppinformation youtube channel

https://youtu.be/GyMyhL4C5Ug

প্রিয় পাঠক,

কেমন আছেন  বন্ধুরা।  আশাকরি ভালো আছেন। টেকটিউনস এমন  একটি প্লাটফর্ম  যেখানে আপ্নি লিখে আয় করতে পারবেন প্রতি মাসে লাখ লাখ টাকা। সবার ই কিছু না কিছু লিখার ইচ্ছে  রয়েছে। তবে এখানে লিখতে হলে আপ্নাকে বিষয় ভিত্তিক লিখতে হবে।

 

বিষয় ভিত্তিক কি বা কেন?

বিষয় ভিত্তিক হলো আপনি বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে লিখলে শুধু এটা নিয়ে ই লিখবেন।

কারণ

আপনার অনেক পাঠক তৈরি হবে। আর তারা এই বিষয় এ জান্তে আগ্রহ প্রকাশ করে। একেক সময় একেক বিষয় নিয়ে লিখলে পাঠক রা আপনার লিখা নিয়মিত পড়বে না। যারা মিডিয়া বিষয় নিয়ে পড়ে তারা বিজ্ঞান প্রযুক্তি নিয়ে পড়ে না। খুবই কম।

কোন কোন বিষয় এ লিখা যায়?

আপনি যে কোন বিষয় নিয়ে লিখতে পারেন তবে তা থেকে জ্ঞান অর্জন হতে হবে। পাঠকরা যাতে আপনার লিখা পড়ে কিছু শিখতে পারে।  আপ্নি একজন শিক্ষা গুরু হিসাবে বুঝাবেন।

লিখা কেমন হবে?

আপনার লিখা শুধু আপনার ই হবে। কারও লিখা copy করলে হবে না। বলতে পারেন আপ্নি যা নিয়ে লিখেছেন তা অন্য কেউ লিখলে মিলে যাবে। বিষয় মিলতে পারে কিন্তু বলার ভংগী বা উদাহরণ অথবা explanation কখন ই মিলবে না। ৪/৫ কটি পাঠক এখানে আছে ত বিষয় মিলতেই পারে। presentation এক ই হবেনা। আপ্নি যে বিষয় এ লিখতে চান তা নিয়ে বিভিন্ন ব ই, google, youtube এ পড়তে হবে। তবেই আপনার লিখাটি হবে অনন্য, মৌলিক, রুচিস্মত, যুক্তি যুক্ত, জ্ঞান অর্জন করার মত লিখা বা tune.

লিখাটি কত বড় হবে?

লিখাটি ৩০০-৪০০ শব্দের ভিতর লিখবেন। বাংলা শব্দ  ৮০% ও ইংরেজি শব্দ  ২০% হবে। এছাড়া অন্য language গ্রহণ হবে না। এক ই লাইন বা এক ই বিষয় ঘুরিয়ে পেচিয়ে অযথা লিখবেন না। আপ্নি যদি পড়াশোনা করে লিখেন তখন এক ই লাইন বা একি বিষয় বার বার লিখার কোন সুযোগ নাই।

Tune লিখার নিয়ম?

টিউনার গাইডলাইন এ সকল ধরনের নিয়ম দেয়া আছে।  আপনি কখন ই দ্রুত বা হন্তদন্ত হয়ে লিখবেন না।  নিয়মগুলো ভালোভাবে পড়ে নিন যাতেকরে আপনি কন ভাবেই disqualified না হন।

Trusted Tuner কিভাবে হব?

আপনি টিউনার গাইডলাইন follow করে গত ৬০ দিনের ভিতর যে ১০ টি টিউনস দিয়েছেন তা যাচাই করে দেখা হবে। লিখা বা টিউনে গাইডলাইন এর নিয়ম ঠিক আছে কি-না। যদি ঠিক থাকে তবে আপ্নি trusted tuner হবেন।  একটি tune যদি নিয়মের বাইরে হয় তবে হতে পারবেন না।

অতএব অবশ্যই গাইড লাইন follow করে লিখুন এবং trusted tuner হয়ে টাকা উপার্জন করুন। আপ্নাদের অনেক প্রশ্ন দেখতে পাই সেগুলোর কিছু নিচে দিলাম ঃ

কিভাবে লিখলে টাকা উপার্জন করা যায়?

কিভাবে trusted tuner হব?

আমি এখনও টাকা পাই না কেন?

কিভাবে office এ যোগাযোগ করব?

প্রতিদিন কতটি tune দিতে পারব?

আমার অনেক টিউনের cash প্রসেস হছছে না কেন?

সকল প্রশ্নের উত্তর জান্তে click করুন

https://youtu.be/GyMyhL4C5Ug

Level 0

আমি ইপসা আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

I am Ipsha azad. I have passed MBA from AIUB.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস