Source: Tech Pagla বাংলা টেক ব্লক।
আশাকরি সবাই ভাল আছেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সেইসাথে ফেসবুক গ্রুপ Riad’s Earning Tips জয়েন করে আপনাদের মতামত জানাবেন আমাদের টিউটোরিয়াল নিয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে, ফেসবুক গ্রুপে, টুইটারে, লিংকডইনে।
আর কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে আসা যাকঃ
বর্তমানে আমরা সবাই কম বেশী অনলাইন বিজনেস সম্পর্কে ধারণা রাখি সেই ক্ষেত্রে ফেসবুক পেজ সম্বন্ধেও আমাদের ধারনা রয়েছে। আমরা ফেসবুক পেইজে বিভিন্ন ধরনের “Call to Action” বাটন ব্যবহার করা হয় যেমন “Sent Message” “Call Now” বা “Sign Up” ইত্যাদি। আজকের টিউটরিয়ালে আমরা Action Button সম্পর্কে জানব এবং ফেইসবুক পেইজে কি কি ধরনের Action Button ব্যবহার করা হয় এবং কিভাবে Call To Action বাটন সেটআপ করবেন। আপনার ফেইসবুক পেইজ এ এক বা একাধিক Call to Action Button ব্যবহার করতে পারেন। ফেইসবুক থেকে লিড সংগ্রহ করে সিপিয়ে মার্কেটিং করতে পারেন। ফেইসবুকের মাধ্যমে ফ্রি মেথডে সিপিয়ে অফার প্রমোট করতে এখানে ক্লিক করুন।
উপরোল্লিখিত যে কোনও ধরনের অ্যাকশন বাটন আপনি আপনার ফেইসবুক পেইজে ব্যববহার করতে পারেন। ফেইজবুক পেইজে Action Button ব্যবহার করতে নিচের প্রক্রিয়াগুলো অনুসরন করুন।
এখানে আপনার গুগল ফর্ম এর লিঙ্কটি দিতে পারেন অথবা যদি আপনার নিজস্ব কোন ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটের সাইন আপ ফর্ম এর লিংক দিতে পারেন। এখন নিচের অপশন টি ক্লিক করলেই আপনার পেজের সাথে add হয়ে যাবে। ফেইসবুকের মাধ্যমে টার্গেটেড ট্রাফিক পেতে বা ইমেইলের লিস্ট সংগ্রহ করতে এখানে ক্লিক করুন।
আপনার পেইজে সাইন আপ বাটন নামে একটি বাটন সংযুক্ত হয়ে গেছে। এখন আপনি যদি চান যে দ্বিতীয় আরেকটি বাটন আপনার পেইজের সাথে অ্যাড করবেন তাহলে নিচের ধাপগুলো অনুসরন করুন।
ফেইসবুক পেইজে Double Action Button সংযোজন করার পর পেইজটি চেক করে দেখে নিন। Page চেক করার জন্য হোম পেজে চলে আসুন। শেয়ার এর পাশে তিনটি ডট আছে যেখানে ক্লিক করার পর “View as page visitor” অপশনটি সিলেক্ট করুন। তাহলে একজন ভিজিটর আপনার পেইজটি দেখতে পারবেন। এখন আপনার পেইজের ডান পাশের কর্নারে দুইটি একশন বাটন দেখতে পাবেন sign up এবং Message Now। Sign up অপশনটিতে ক্লিক করলে একজন ভিজিটর সরাসরি আপনার সাইন আপ ফর্ম এর পেইজে চলে যাবে, সেখানে তার ইমেইল এবং যাবতীয় ইনফরমেশন দেয়ার মাধ্যমে সে আপনার ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবে। সিপিয়ে অফার প্রমোট করতে USA ভিত্তিক ফেইসবুক অ্যাকাউন্ট খুলতে এখানে ক্লিক করুন।
নিয়মিত অমাদের টিউটরিয়াল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলএবং লাইক করুন ফেইসবুক পেইজ। আমাদের অনান্য সার্ভিস এবং কোর্সসমূহ জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বেস্ট আইটি সেন্টার।
দক্ষ ডিজিটাল মার্কেটার ও বেকার সমস্যা সমাধানে আমরা ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রি গাইডলাইনের আয়োজন করেছি। ডিজিটাল মার্কেটিং এর উপর নিজের দক্ষতা বৃদ্ধি করতে আমাদের “ডিজিটাল মার্কেটিং গাইডলাইন” গ্রুপে জয়েন করুন। এখানে ধারাবাহিভাবে ডিজিটাল মার্কেটিং এর উপর শিক্ষনীয় ভিডিও টিউটরিয়াল এবং সবার সমস্যা নিয়ে সমাধানমূলক গাইডলাইন ভিডিও প্রদান করা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং গাইডলাইন গ্রুপে অংশগ্রহন করতে এখানে ক্লিক করুন এবং ফর্মটি বুঝেশুনে পূরন করুন।
ইউটিউব চ্যানেল লিংকঃ https://www.youtube.com/channel/riadkhan
আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে বিস্তারিত দেয়া হলঃ
ওয়েবসাইটঃ bestitcenter.com
ফেসবুক পেইজঃ fb.com/bestitcenter
ফেসবুক গ্রুপঃ fb.com/groups/bestitcenter
টুইটার একাউন্টঃ twitter.com/bestitcenter
লিংকডইন কোম্পানি পেইজঃ linkedin.com/company/bestitcenter
পিনটারেস্ট একাউন্টঃ pinterest.com/bestitcenter
সবাই ভাল থাকবেন ধন্যবাদ।
আমি রিয়াদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সংক্ষেপে, নিজেকে একজন অনলাইন মার্কেটার হিসেবে পরিচয় দিতে ভাল লাগে। আমি ২০১১ সাল থেকে অনলাইন মার্কেটিং বিষয়ক কাজ গুলার সাথে জড়িত আছি। যেমনঃ ইমেইল মার্কেটিং, সোস্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং মার্কেটিং ইত্যাদি। মানুষকে সহযোগীতা করতে পারলে নতুন কিছু শিখাতে পারলে খুব ভাল লাগে।Best IT Center আমার নিজস্ব...