বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনি একটি US নাম্বার দিয়ে অর্থাৎ বিদেশি নাম্বার দিয়ে যে কাউকে কল করবেন।
মানে আপনি একটি বিদেশি নাম্বার দিয়ে যে কোনো দেশের যে কোনো লোককে কল করতে পারবেন। তার সাথে কথাও বলতে পারবেন। সেও আপনাকে কল দিতে পারবে। তাহলে বুঝতেই পারছেন তার সুবিধা টুকু।
তাহলে চলুন যেনে নেওয়া যাক কিছু সুবিধা অসুবিধা।
অ্যাপটির না 2nd Line. এটি ইউএস এর একটি অ্যাপ। এই অ্যাপ এর মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো মানুষ কে কল করতে পারবেন। প্রথম পর্যায়ে আপনি ফ্রিতে কল করতে পারবেন। পরে আপনাকে টাকা যোগ করে নিতে হবে।
এই অ্যাপ এর নাম্বার দিয়ে আপনি ফেসবুক, ইমু, ওয়াটসঅ্যাপ সহ সব কিছু খুলতে পারবেন।
আর হ্যা আমি মনে করি এই নাম্বার দিয়ে ফেসবুক, ইমু না খুলা অই ভাল কেননা কারন এটি একটি পাব্লিক নাম্বার। তবে প্রয়োজনে খুলতেই পারেন। আশা রাখা যায় কোনো সমস্যা হবে না।
কারন অ্যাপ টি অনেক দিন জাবাত গ্রাহক দের সুবিধা দিয়ে যাচ্ছে। তার উপর ভরসা রেখে যে কোনো কাজ করা যায়। বাকি টা আপনাদের ইচ্ছে।
আর হ্যা আমি আগেই বলে রাখি এই অ্যাপ এর নাম্বার ব্যবহার করে কেউ খারাপ কাজ করবেন না। মনে করবেন না আপনাকে কেউ খুঁজে বের করতে পারবেনা। যদি মনে করেন তাহলে আপনি এখনও ১০০ বছর পিছিয়ে আছেন।
এই অ্যাপ এর কিছু অসিবিধাও রয়েছে তার মধ্যে উল্লেখ্য হল আপনি যে নাম্বার টা ফ্রিতে ফেয়েছেন সেটি মাত্র ১ বৎসর এর জন্য। ১ বৎসর পরে আপনাকে নাম্বার টা টাকা দিয়ে ক্রয় করতে হবে। এ নিয়ে কোনো চিন্তার কারন নেই নতুন একটি টিউটোরিয়াল এর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে ক্রয় করা ছাড়াই লাইফ টাইম ফ্রিতে ইউস করবেন।
অ্যাপ টি ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন। ওপেন করার পির একটি পেইজ সো করবে। আপনি নিচের ছবিতে তা দেখুন। আর হ্যা পত্যেক টি ছবি খুব ভাল ভাবে ফলো করুন।
আপনি দেখতে পারছেন উপরের ছবিতে আমি প্রথম ঘরে আমার গিমেই আর ২য় ঘরে পাসওয়ার্ড দিয়েছি। আপনিও টিক আমার মত লালদাগ দিয়ে মার্ক করা ১ নং ঘরে আপনার জিমেইল এবং ২ নং ঘরে ১০ সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে নিচের লাল দাগ দিয়ে মার্ক কর CreTe Account এ ক্লিক করুন। এবার আপনাকে নতুন একটি পেইজ এ নিয়ে যাবে। ছবি টি ভাল ভাবে ফলো করুন।
এবার আপনি উপরের ছবিতে দেখতে পারছেন দুটি অপশন দেওয়া আছে একটি হল সেট আপ আর একটি হল নট নাউ। আপনি ২ টির মধ্যে এ যে কোনো একটি তে ক্লিক করতে পারেন। আমি আপনাকে বলব Set up এ ক্লিক করুন।
উপরের ছবিতে দেওয়া আছে Use my Location and Dont use location.
আপনি চাইলে আপনার লোকেশন ইউস করতে পারেন অথবা না চাইলে নাও ইউস করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব আপনি লাল দাগ দেওয়া অংশ Dobt use Location ইউস করুন। এবার নিচের ছবিতে পরবর্তী অংশ দেখুন।
উপরের ছবিতে আপনার কাছে আপনার এরিয়া কোড চাইতেচে। আমরা যেহেতু বিদেশি নাম্বার ইউস করব সেহেতু আমরা বিদেশি একটি এরিয়া কোড ব্যবহার করব। আপনারা এরিয়া কোড এর স্থানে 331 দিয়ে নিচের লালদাগ দিয়ে দেখানো অংশ Continue এ ক্লিক করুন।
এবার আপনাকে বলতেছে একাউন্ট ভেরিফাই করার জন্য। আমি continue ক্লিক করে একাউন্ট ভেরিফাই করে নিন। ভাল ভাবে নিচের ছবিটি ফলো করুন।
দেখুন উপরের ছবিতে আপনার কাছে ব্রিজের ছবি গুলাতে টিক দিয়ে ভেরিফাই করার জন্য বলতেছে। এটি একেবার একেক রকম আসবে। যখন যা চায় আপনি ভাল ভাবে বুখে টিক দিয়ে ভেরিফাই করবেন।
উপরের ছবিটি ভাল ভাবে ফলো করুন। দেখুন এখানে ৬ টি নাম্বর দেওয়া আছে সেখান থেকে আপনি যে কোনো একটি নাম্বার এক বৎসর এর জন্য ফ্রিতে নিতে পারবেন। আমি একএবারে শেষের টা নিলাম। আপনি যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে লালদাগ দিয়ে দেখানো অংশে Continue ক্লিক করুন।
এবার উপরের ছবির মত একটি পেইজ আসবে। তার মানে আপনার একাউন্ট তখোলা হয়ে গেছে।
এবার দেখুন কিভাবে কল করবেন। তার জন্য আপনি ছবি তে দেখুন আমি লালদাগ দিয়ে একটি অংশ মার্ক করেছি আপনি সে অংশ টি তে ক্লিক করুন।
এবার আপনি উপরের ছবিটি ভাল ভাবে ফলো করুন। আপক্নি লক্ষ করুন আমি একদম উপরে লালদাগ দিয়ে একটি অংশ মার্ক করেছি Canada ans USA আপনি সেখানে ক্লিক করে এ যে দেখে কল দিবেন সে দেখ সিলেক্ট করুন। এবার নাবার উটিয়ে নিচের লাল দাগ দিয়ে দেখিয়ে দেওয়া অংশে ক্লিক করুন। দেখবেন কলহচ্ছে।
প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্ত এই। আশা করি আপনাদের ভাল লাগবে। যদি ভাল লাগে তাহলে অবশ্যই একটা টিউমেন্ট করে জানাবেন।
আবার দেখা হবে নতুন এক টি টিউটোরিয়াল এ।
ততক্ষন ভাল থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
যদি টিউটোরিয়াল টি ভাল লেহে থাকে তাহলে আপনাদের কাছে রিকুয়েষ্ট থাকবে আপনারা আপনারা আমার ক্ষুদ্রে ব্লগ টি একবার গুরে আসবেন।
আমি আহমেদ কাশেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।