আসসালামু আলাইকুম!
কেমন আছেন সবাই? ভ্যালেন্টাইন প্রস্তুতি কেমন চলছে? আশা করি খুব ভাল?
যাই করেন না কেন, একটু বুঝে শুনে করবেন। সবার কাছে এই প্রত্যাশা রইল।
আমি আজকে আপনাদের এমন একটি ব্রাউজার এর সাথে পরিচয় করিয়ে দেব যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। বেশি কথা নয় চলুন কাজে দেখিয়ে দেইঃ
গতকাল Belancer এ রেজিষ্টেশন করলাম। সাইন আপ করার পর ইমেইল ভেরিফিকেশন করতে গিয়ে দেখি ব্যাটায় খালি ভন ভনায়ে ঘোরে মাগার ইমেইলে কোন কোড আসে না। মনে করলাম হয়ত একটু সময় লাগবে।
আজকে দেখি তথৈবচ! ইমেইল ভেরিফিকেশন আর হয় না। তারফলে মোবাইল ভেরিফিকেশনও করতে ফারি না। কামাইতে পারি আর না পারি একাউন্টতো একটা থাকন লাগে নাকি? কি করন যায়? ভাবলাম লাইভ চ্যাট এর সাপোর্ট পাওয়া যায় কিনা। ক্লিক করতেই এক ম্যাডাম হাজির! এক্কেরে ইন্সট্যান্ট!
ম্যাডামে আমারে জিগায়- কোন সমেস?
আমি কই- কোষ্ঠকাঠিন্য, ভেরিফিকেশন কোড আইটকা গেছে। আমারে বাঁচান!
ম্যাডামে কয়- হুম, কোন কোম্পানীর বদনা ইউজ করছ?
আমি কই- মর্জিনা আপার বদনা! (মজিলা ফায়ারফক্স)
ম্যাডামে কয়- চলত না, করিম ভাইয়ের বদনা লাগব। (ক্রোম)
তয় ম্যাডামে “করিম” ভাইয়ের বানানে মিসটেক কইরা বেপুক ছরমাইছে। আমিও নতুন একটা বানান শিইখা গেলাম।
দিন শেষে একটু আনন্দ দেয়ার চেষ্টা মাত্র। সবাইকে বাসন্তী শুভেচ্ছা।
বিঃদ্রঃ টিউনটি পড়ে যদি আপনার খুব হাসি না পায় তাহলে বুঝবেন আপনিও “কোষ্ঠকাঠিন্য”তে ভুগছেন! খামাখা আমাকে দুষবেন কেন?
আমি raihan ahmed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।