টেকটিউনস সদস্যদের প্রতি আমার কিছু কথা।

আসসালামু-আলাইকুম। কেমন আছে আপনারা সকলে। আশা এবং দোয়া করছি আপনারা যেন ভালো থাকেন এবং দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তো এটি কোন প্রযুক্তি বিষয়ক টিউন নয়। টেকটিউনস এর এডমিন চাইলে এটি যেকোন মুহূর্তে মুছে ফেলতে পারেন। আমি আজকে এই টিউনটি করছি তার কারণ হল আমি কিছু দিন যাবত দেখছি আমার ওয়েব ডিজাইনিং এর শুরু থেকে শুরু এই ধারাবাহিক টিউনে টিউমেন্ট হচ্ছে- মাঝ পথে বন্ধ করবেন না, এর শেষ কি দেখতে পাব, এর কি শেষ আছে ইত্যাদি। কয়েক দিন ধরে টেকটিউনস এ দেখার পর বের করলাম সকলে আমার করা অ্যাফিলিয়েট  মার্কেটিং টিউন গুলোর কথা বলছে। তাই ভাবলাম এটি নিয়ে কিছু কথা না বললেই নয়। আমি অ্যাফিলিয়েট মার্কেটিং কোর্সটি সম্পূর্ণ ভাবে শেষ অবধি দিতে চেয়ে ছিলাম, কিন্তু আমার নিজেস কিছু প্রতিবন্ধকতার কারনে তা সম্পূর্ণ করতে পারিনি। এই জন্য আমি আপনাদের কাছে বিন্ম্রতার সহিত ক্ষমা চাইছি। আর আপনাদের এতটুকু প্রতিশ্রুতি দিতে পারে, যে কাজটি শুরু করে ছিলাম তা শেষ করবই ইনশাল্লা। আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি আমার সেই সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আপনাদের আমার সম্পূর্ণটুকু দেওয়ার। আশা করছি আপনারা আমার সমস্যা বুজতে পারছেন।

 

যাইহোক শেষমেশ একটাই কথা বলতে চাই, আগের ধারাবাহিকটির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তার জন্য আমি আপনাদের সকলের কাছে আন্তরিকতার সাথে ক্ষমা চাইছি। আপনারা আমাকে ক্ষমা করলে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব।

 

[N.B: আপনাদের কাছে আমার একটা ছোট আরজি আছে, শুধু আমার জন্য বলছি না। টেকটিউনস এ যেসকল ভাইয়া ও বোনেরা তাদের প্রযুক্তির মেধা এখানে আপনাদের সাথে ভাগ করছে তাদের টিউন গুলোতে টিউমেন্ট করার চেষ্টা করবেন। আপনাদের কাছে টিউন গুলো যেমন লাগবে তা টিউমেন্ট এর মাধ্যমে প্রকাশ করুন। আপনারা যদি টিউমেন্ট করেন তাহলে টিউনার ভাই ও বোনরা নতুন কিছু লিখার আগ্রহ পাবে। আপনারা যদি তাদের টিউন সম্পর্কে লিখেন তাহলে তারা বুজতে পারবে তাদের করা টিউন গুলো আপনারা কতটুকু বুজতে পারছেন মানে আপনাদের কাছে তাদের টিউন গুলো বোধগম্য হচ্ছে কিনা। এতে করে আপনারা নতুন নতুন কিছু শিক্ষতে পারবেন আর টিউনাররা আপনাদের নতুন কিছু দিতে কষ্ট লাগবেনা।]

 

আমার এই টিউনটিতে যদি কারও খারাপ লেগে থাকে, তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি এবং আবারও আগের ধারাবাহিকটির জন্য ক্ষমা চায়ে নিচ্ছি।

Level 2

আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস