আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল। টেকটিউনে বিভিন্ন সময় বিভিন্ন সিরিয়াস বিষয় নিয়ে টিউন করি।এই টিউনটি কোন সিরিয়াস বিষয় নিয়ে নয়। এই টিউনটি মুলত একটি ফানি টিউন। পুরাটাই ফ্লাশের গেইম। আর কিছু না। আগেই বলে রাখি এই গেইমের নির্মাতা বা এডিটর আমি কোনটাই নই। আমি শুধূ সংগ্রহ করেছি মাত্র। আসুন কথা না বাড়িয়ে মুল আলোচনায় চলে যাই।
এই গেইমটি ১০০% মজা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কম্পিউটার থেকে ব্রাউজ করতে হবে।
যা করতে হবে
১. প্রথমে নিচের ওয়েবসাইটে লিংক এ ক্লিক করুন।
লিংক : http://www.itshikkha.com/fun/
২. ৫-১০ সেকেন্ড সাইট সম্পুর্ণ লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
৩. এবার মাউসের কার্সরটি বসে থাকা লোকটির নাকে লাগানোর চেষ্টা করুন।
এরপর আপনাকে কিছু বলতে হবে না। সম্ভব হলে কম্পিউটারের সাউন্ড অন করে রাখুন।
আপনার ব্লগস্পট বা ওযেবসাইটেও চাইলে গেইমটি বসাতে পারেন।
আপনার ব্লগস্পট বা ওয়েবসাইটে গেইমটি বসানোর জন্য নিচের কোডটি এইচটিএমএল ভিউতে বসান। সেভ করে বের হয়ে আসুন। ব্যাস হয়ে গেল।
কোডটি
<iframe src="http://project.itshikkha.com/fun.html" name="funnygames" scrolling="no" frameborder="no" align="center" height = "800px" width="800px" >
এই কোডটি বসাতে পারেন। height এবং width নিজের ইচ্ছামত পরিবর্তন করতে পারেন।
আমার সংগ্রহের আরও কয়েকটি প্রজেক্ট : সিংহের সাথে খেলা (লিংক) , ব্যাটারী এপিআই যা গুগল ক্রোমে সবচেয়ে ভালকাজ করে। (লিংক )। ধন্যবাদ সবাইকে।
* নেট স্লো হতে লোড হতে সময় নিতে পারে। তার জন্য আন্তরিকভঅবে দু:খিত
আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক চেষ্টা করেও মাউস পয়েন্টার লোকটির নাকে লাগাতে পারি নাই।
ফান টি কারাপ না। বালো লেগেছে বটে।