বাংলাদেশে নতুন আরেকটি প্রতারক চক্রের আবির্ভাব, টেকটিউনস এর সকল টিউনারসহ পাঠকবৃন্দরা সাবধান !!!

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ । আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন ।  আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো আপনাদের সাথে ।  সাম্প্রতিক আরো অভিনব কায়দায় কিছু প্রতারক চক্র তাদের প্রতারণার কাজটি শুরু করেছেন অত্যন্ত সুক্ষ ভাবে ।  তাই অতি দ্রুত আপনাকে সচেতন হতে হবে । নয়তো এ প্রতারণার শিকার আপনিও হয়ে যেতে পারেন ।  জনসচেতনতামূলক কাজ হিসেবে বিষয়টি শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীসহ সবার সাথে ।

এখন আমি সেই অভিনব প্রতারণার কৌশল আপনাদের বলছি । যে অভিনব কায়দার শিকার আমার অফিসের একজন উর্দ্ধতন কর্তৃপক্ষ নিজেই ।   সর্বোপরি আপনারা সবাই জেনে থাকবেন বস এর উপর ও বস আছে ।  আর হেড অফিস থেকে কেউ যখন সেরকম কোন উর্দ্ধতন কর্তৃপক্ষের পরিচয় দেয় তখন তাকে কিছু তথ্য দিতেই হয় । আজ দুপুরের ঘটনা । আমি আর আমার বস মিলে ডিসি অফিসে মিটিংয়ে গিয়েছিলাম । মিটিং এর ঠিক আগ মুহুর্তে একটি ফোন আসলো স্যার এর কাছ থেকে । পরিচয় দিলো হেড অফিসের উর্দ্ধতন কোন কর্মকর্তা । ওনাকে বলা হলো সারা বাংলাদেশের সব অফিসের কর্মকর্তাদের মোবাইল নাম্বার নিয়ে কাজ চলছে ।  আপনার আর কোন পারসোনাল নাম্বার থাকলে দিন ।  স্যার দিয়ে দিলেন । তারা আবার বললো আপনি যে সেটটি ব্যবহার করছেন সেখানে নাম্বার দিয়ে একটা কোড ডায়াল করতে ।  সব অফিসে ফোন দিয়ে একাজটা তারা করছেন পর্যায়ক্রমে । স্যারও বিশ্বাস করে সে কোডটি নাম্বারসহ ডায়াল করলেন । অতপর আমি আর স্যার  মিটিংয়ে যাচ্ছিলাম । পথিমধ্যে স্যার এর মোবাইলে আর কোন কল আসছে না ।  এরমধ্যে চক্রটি শুরু করে দিল তাদের নাটক ।  সে অফিসের সকল জোনাল অফিস এবং বাসায় ফোন দিয়ে বললো স্যার একসিডেন্ট করেছেন ।  আমি হাসপাতাল থেকে বলছি । সিরিয়িাস অবস্থা । স্যারকে বাচানো দরকার । অনেক রক্ত লাগবে । সাথে টাকাও লাগবে ।  স্যারের পরিবারকে ফোন দিয়ে ইমিডিয়েট টাকা দিতে পারবে সেরকম আরেকজনের নাম্বারও নিয়ে নিল  তারা ।  সেসময়ে আমার স্যার মিটিংয়ে বসে গেছে ।  সকল অফিসে ছড়িয়ে গেছে স্যার একসিডেন্ট করেছে ।  আর এ কথার সত্যতা জানারও সুযোগ পাচ্ছে না স্যার এর মোবাইল ওই ডায়ালেই ডাইভার্ট হয়ে গেছে প্রতারক চক্রের নাম্বারে । অতপর কিছু ক্ষণ পর অফিসের অন্যান্য কর্মকর্তাগণ আমাকে ফোন দেয়া শুরু করলেন ।  জানতে চাইলেন, স্যার এর কি হয়েছ ।  আমি বললাম স্যারতো আমার সাথে মিটিংংয়ে । মিটিংয়ে থাকায় বেশী কথাও বলা হয়নি । অতপর আমার কাছে বারবার ফোন আসছে এবং এক পর্যা য়ে মিটিংয়েই স্যারকে ফোন দেয়ার জন্য বলা হলো । এ সময়ে সারা অফিসে এবং বিভিন্ন জায়গায় যা রটে গেছে তা জানানো হল ।  স্যারতো অস্থির হয়ে গেলেন । তাড়াতাড়ি ওই নাম্বারে স্যার ফোন দিলেন । আর নাম্বার বন্ধ পেলেন । তখনই বুঝতে পেলেন সব ভুয়া । আমার নাম্বার থেকে বিভিন্ন জায়গায় ফোন দিলেন ।  বাসায় ফোন দিয়ে দেখলেন তারা অলরেডী ১০০০০ টাকা বিকাশ করে দিয়েছে ।  স্যার এর শ্যালক এরমধ্যেই ৫০০০ টাকা বিকাশ করে দিয়েছেন ।  মাত্র ১ ঘন্টার মধ্যে কত কিছু ঘটে গেল । আমি মিটিংয়ে স্যারকে ফোন ধরিয়ে না দিলে ততক্ষণে ওই নাম্বারে বিকাশ যেতেই থাকতো । আমি পরক্ষণেই স্যার এর মোবাইল নিয়ে সব ডাইভার্ট  কেনসেল করে দিলাম ।  অতপর শত শত ফোন এবার সরাসরি আসা শুরু হলো ।  আমিও অস্থির শুনতে শুনতে স্যার একসিডেন্ট হয়েছেন ।  কিন্তু স্যার আমার সাথেই সুস্থ আছেন এবং মিটিংয়ে ।  প্রতারণার কাছে স্যার হার মানলেন যদিও, এ যাত্রায় এ চক্র সফল । কিন্তু আর কোনভাবে কাউকে যেন এরকম বিসর্জন দিতে না হয় । অফিসে যারা চাকুরী করেন, কিংবা ব্যাবসা বাণিজ্য করেন সবসময় সতর্ক থাকবেন । আপনার কোন বন্ধুর পরিচয়ে তারা বলতে পারে আপনার কোন স্বজন একসিডেন্ট করেছে । হাসপাতালে সিরিয়াস অবস্থা ।  রক্ত লাগবে এবং টাকা লাগবে, এ নাম্বারে জরুরী বিকাশ করুন । দয়া করে আগে যাচাই করুন । অস্থির না হয়ে যাচাই করুন সে আসলেই আপনার পরিচিত কিনা ।  আর কোনরকম ভূয়া পরিচয়ে কোনরকম কৌশলের আশ্রয় নিচ্ছে কিনা ।  সবাই সাবধানে থাকবেন । স্যার ওই নাম্বারগুলো থানায় জমা দিয়েছেন ।  এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে এবং কাস্টমার কেয়ারে অভিযোগ করা হয়েছে ।

মাত্র ৩০-৪৫ মিনিটের মধ্যেই প্রতারক চক্র সফল ।

যে নাম্বার থেকে ফোন দিয়েছিলো।..

০১৭১৭৮৬৫৮৪১

০১৭৫২৩৭৬২৪৩

যে নাম্বারে বিকাশ করতে বলা হয়েছিলো...

০১৯১৮৭৭৮৭২৬

সবাইকে অত্যন্ত সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করছি ।

সবাই ভালো থাকবেন ।

 

আমার ব্লগ । 

 

&  My Facebook

Level 2

আমি ওবায়েদ উল্লাহ আইমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 107 টি টিউন ও 350 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer Science & Engineering www.facebook.com/aimanbd


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks a lot brother for warning

    @ন দ: আপনাকেও অনেক ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য । দয়া করে সবার সাথে শেয়ার করুন বিষয়টি ।

thanks 🙂

apni bkash office a janan..jinis ta

    @সাইফুল ইসলাম ইরফান: ভাই, বিকাশ অফিস কোনো ব্যাবস্থা নেয় না। প্রতারক চক্র এজেন্ত নাম্বার থেকে আমার কাছে টাকা নিছিলো ফেব্রুয়ারী মাসে। সাথে সাথে কমপ্লেইন করি। সেই তদন্ত আজো ঝুলে আছে। কিছু জানতে চাইলে বলে, ‘কাজ চলছে, কিছু বলা যাবে না। আপনার টাকা ফেরত পাবেন। আপনার আর ফোন না করলেও চলবে। আমাদের অফিস থেকে আপনাকে জানিয়ে দেয়া হবে।’

    @সাইফুল ইসলাম ইরফান: বিকাশে জানালে কাজ হবে বলে মনে হয়না । তাই আর জানানো হলো না । আর এটি অনেক বড় সন্ত্রাসী টীম বলে ধারণা করা হচ্ছে ।

Level 2

এইরকম একটা কাহিনি অনেক আগে আমি শুনেছিলাম। ধন্যবাদ।

    @FA Shopnil: এখন থেকে আবার এ রকম ঘটনা আরো অভিনব কৌশলে মাথাচড়া দিয়ে উঠেছে । আমাদের সাবধানে থাকা উচিত ।

Level 0

thanks a lot brother for warning

ধন্যবাদ সচেতনতামূলক এরকম অভিজ্ঞতা শেয়ারের জন্য।

Erokom Hubhu Same ghotonata gothecilo amader college er principle sir er sathe.

    @নাদিমুল হক জুলাস: আমাদেরকে এরকম ঘটনা থেকে আমাদের প্রতিনিয়ত শিক্ষা নিতে হবে এবং সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিতে হবে । ধন্যবাদ ।