টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়, সুবিশাল ও উন্মুক্ত এক বাংলা সৌশ্ল্ নেটওয়ার্ক। এখানে আমি এসেছিলাম শেখার জন্য।
ছোট থেকেই প্রযুক্তির প্রতি অসম্ভব ভালো লাগা আমার। আর তারই পরীপেক্ষিতে এই টেকটিউনসে আমি আসি। ঠিক কবে থেকে আমি টেকটিউনসে ভিজিট করা শুরু করেছি তা সঠিক আমার মনে নেই, তবে ২০১২ সালের নভেম্বর-ডিসেম্বর থেকে আসছি যতটুকো স্মরণ করতে পারি।
প্রথম দিকে পড়তে পড়তে কমেন্ট করতে ইচ্ছা হতো, কিন্তু একাউন্ট না থাকায় করতে পারতাম না। তাই একদিন মনে হল একটা আই,ডি করে নিই তাহলে। ঠিক আই, ডি টা খুলেছিলাম ১৮ ফেব্রুয়ারি ২০১৩। তখন থেকে একটু-আধটু কমেন্ট করতাম ভালো লাগা কিছু পোস্টে।
এভাবে প্রায় ১/২ মাস গেছিলো।
একদিন এক বড় ভাইয়ের সাথে দেখা করতে গেছি জাতীয় সংসদ ভবনের ওখানে। উদ্দেশ্য অবশ্য টেকনোলজি আলোচনা এবং একটা টিমের সাথে থেকে কিছু শেখা এবং কাজ করা। যাইহোক ওখানে কথা প্রসঙ্গে জানালো, "এক ভাই টেকটিউনসে একটা লেখা দিছিলাম টিমের ব্যাপারে, কিন্তু লেখাটা তো ডিলিট করলো সেই সাথে আমার আই, ডি টাও ব্লক করে দিছে।"
আমি কারণ জিজ্ঞাসা করলাম, তখন ভাই জানালো যে আমি আমাদের টিমের প্রচার করছিলাম ডিরেক্ট, এজন্য ব্লক খাইছি।
ঐদিন প্রথম টেকটিউনসকে খুব ভালো লাগছিল, কারণ আমার ভালো রুল ছাড়া কোথাও থাকতে ভালো লাগে না। যেখানে সবাই পণ্ডিত সেই জায়গা আমার পছন্দ না। ঐদিন বাসায় এসে প্রথম লিখতে বসি।
লেখা শেষ করলেও আর পাবলিশ করা হয় নি ঐসময়।
কারণ আমি টেকটিউনসের রুলস এবং রেগুলেশন তখনও ভালো করে জানতাম না। এজন্য শুরু করলাম টেকটিউনসকে জানার জন্য। তাঁর প্রথম টু লাস্ট অনেক লেখা পড়তে শুরু করলাম। জানলাম অনেক কিছু, সাথে শিখলামও কম না।
যাইহোক আমার প্রথম লেখাটা লেখার প্রায় ৪/৫ মাস পরে পাবলিশ করলাম। দেখালাম সবাই ভালো ভাবে নিল আমার লেখাটা। কত যে ভালো লেগেছিল ঐদিন!!
সেই থেকে আমি লেখা শুরু করলাম বিভিন্ন বিষয় নিয়ে।
খুব ভালো লাগা কিছু লেখার মধ্যে জাকির ভাই, প্রবাসী ভাই (রওনক আলি খান), কম্পিউটার লাভার (রাকিবুল), হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, গেমওয়ালা (ফাহাদ ভাই), সাইফুল ইসলাম ভাই, আরিফ নিজামি ভাই, রিয়া আপু এরকম অনেকের লেখা পড়তাম, আর মনে হতো এভাবে একসময় অনেক লেখা থাকবে আমার এই প্রিয় টেকটিউনসে।
প্রতিনিয়ত লেখা পাবলিশ করার চেষ্টা করতাম। অনেক গবেষণা করতে হত লেখা দেওয়ার জন্য।
কিছু লেখা আপনাদের কপি- পেস্ট মনে হতে পারে, এটা সত্য। তবে আমি নিজে না জেনে কোন টিউন কখনো করি নাই। আর প্রথম দিকে সামান্য কিছু কপি করলেও সবসময় চেষ্টা করেছি তাঁর প্রাপ্য ক্রেডিট দেওয়ার।
তবে আমি লেখালিখির এই দুই তম বছরে যেটুকু শিখেছি, তা থেকে যদি কেউ উপদেশ চান তবে শুধু এটুকু বলবো,
“কপি করে সেটা টেক্সট হোক বা আইডিয়া, জীবনে বড় হওয়া যায় না।”
অন্য সবার মতো আমিও একসময় শুধু নেট ব্রাউজ করতাম আর সোশ্যাল মিডিয়া ঘাঁটতাম। খুব ক্লান্ত মনে হতো নিজেকে।
এক সময় ব্লগিং শুরু করলাম। টেকটিউনসকে বেঁছে নিলাম। কারণ টেকনোলজি সবসময় টানতো। টিটির এমন কোন স্বীকৃতি নেই তা পাই নি। (আরও পেতে চাই) যেটুকু দিয়েছি তার থেকে বেশি পেয়েছি। সবচেয়ে বেশি যেটা পেয়েছি সেটা আপনাদের ভালোবাসা। শুধু বাংলাদেশের টেঁকি ম্যান না, অনেকবার ফোন পেয়েছি অ্যামেরিকা, ইংল্যান্ড, ইন্ডিয়া থেকে। আর সোশ্যাল সাইটে কতো যে ভালোবাসা পেয়েছি তা বলে শেষ করতে পারবো না।
বর্তমানে টেকটিউনসের টপ ১০ টিউনারের একজন। সুপ্রিম টিউনার হিসেবেও কাজ করছি। যদি কখনও পারি টেকটিউনসের আরও অনেক মাধ্যমের সাথে জড়িত হওয়ার ইচ্ছা আছে।
আজকের আমার এই দ্বিতীয় বার্ষিকীতে শুধু এইটুকু বলবো, মেহেদী ভাইয়ের টেকটিউনস না থাকলে এই বাংলার মানুষ টেকনোলজিতে মিনিমাম এক দশক পিছিয়ে থাকতো।
আমার নাম ইমরান তপু সরদার। সংক্ষেপে আই, টি সরদার।
আমি টেকটিউনসে টেকনোলজি নিয়ে লেখালিখি করি এই ২ বছর, টেকটিউনস পড়ি প্রায় ৩ বছরের বেশি। এর থেকে বড় কোন পরিচয় এখানে দিতে ইচ্ছা করে না। মাঝে মাঝে সামহোয়্যার ইন...ব্লগে নিজের এলোমেলো কিছু ভাবনা লিখি। এছাড়া আরও বাংলা ও ইংলিশ ব্লগে লিখি মাঝে মাঝে।
আপনাদের কাছে কিছু চাওয়ার নেই আমার। শুধু একটা কথা বলবো, টেকটিউনস অভিজ্ঞ টেঁকি ম্যানের আবিস্কারক এবং পথ প্রদর্শক। কেউ টেকটিউনসে ভালো কিছু দিয়ে তার প্রাপ্য সম্মান এবং মূল্য পাই নি শুনি নাই। সেহেতু স্প্যাম বা গবেষণাহীন টিউন না করে একটু সময় করে গবেষণালব্ধ টিউন করুন। দেখবেন আপনার পরিচিতি এই দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে চলে যাবে নির্বিশেষে। আমি এটা খুব গর্ব করে বলতে পারি।
আপনাদের বলবো টেকটিউনস যে পরিকল্পনা নিয়ে আসছে তা শুধু আপনি না, আপনার ভবিষ্যৎও টেক নিয়ে জানবে এই টেকটিউনস থেকে। খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না!
সবাই মেতে উঠুন প্রযুক্তির সাথে। দোয়া করবেন আমার জন্য। 🙂
আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...
টেকটিউন্সে আপনার পথ চলা আরও সাফল্যের হোক। এই কামনা করি। এগিয়ে চলুন ভাই