সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার।

সাবধান হন এখনি। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার।

আমাদের এখনই সাবধান হওয়ার সময়। আপনিও হতে পারেন সিম ক্লোনের শিকার। হাঁ ভয়ানক এই পরিস্থিতির শিকার যেন আমাদের কারও হতে না হয়, তাই আমাদের জানা দরকার কি ভাবে সিম ক্লোনিং হয়। আর আমাদের উচিৎ সতর্ক থাকা ভয়ানক এই পরিস্থিতি থেকে।

► ১- সিম ক্লোন কি?

একটি সিম যেটি আপনি ব্যবহার করছেন সেই সিম টি যদি অন্য কেউ ব্যবহার করে কিংবা এক নাম্বার যদি দেখেন এক সাথে দুইজন ব্যবহার করে কিংবা হঠাৎ করে যদি দেখেন আপনার সেল ফোনের কানেকশন নাম্বার থেকে ব্যালান্স কোন কারন ছাড়া কমে যাচ্ছে তবে আপনি সিম ক্লোনের শিকার।

► ২- কিভাবে শিকার হবেন সিম ক্লোনের

আপনি যদি অপরিচিত কোন নাম্বার থেকে মিসড কল পান এবং সেটাতে যদি কল ব্যাক করেন তবে আপনি সিম ক্লোনিং এর শিকারে পরিনত হতে পারেন। দুষ্কৃতকারীরা বিশেষ একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোনিং করে। অর্থাৎ আপনি যখন মিসড কল নাম্বারে কল ব্যাক করবেন তখন একটি সফটওয়্যার এর মাধ্যমে আপনার নাম্বার টি ক্লোন হতে পারে। সিম ক্লোনিং হলে আপনার সিমে রাখা ডাটা ক্লোন নাম্বারে চলে যাবে। এবং আপনার প্রাইভেসি ক্ষুণ্ণ হবে।

► ৩- যে সমস্যায় আপনি পড়তে পারেন সিম ক্লোনিং হয়ে গেলে?

সাধারনত জঙ্গি কিংবা দুষ্কৃতিকারীরা আপনার নাম্বার টি ব্যবহার করে আপনার জীবন বিপন্ন করতে পারে। অর্থাৎ ওই নাম্বার দিয়ে কেউ কাউকে মৃত্যুর হুমকি, চাঁদাবাজি কিংবা জঙ্গি কানেকশন করলে আপাত দায়ভার আপনার উপর বর্তাবে। কাজেই আপনি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত হবেন। পরবর্তীতে আরও নানাবিধ সমস্যায় পড়তে পারেন।

► লক্ষ্য করুন———–

* ভারতে সম্প্রতি এক লাখ সিম ও রিম কার্ড ক্লোনিং হয়েছে। সেখানকার গোয়েন্দা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা জানিয়েছে ওই ক্লোনিং সিম বা রিমের মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে।
* বাংলাদেশে এখনও সিম ক্লোনিং হয়েছে বলে ৬ টি মোবাইল অপারেটরের হাতে এমন কোন তথ্য নেই। তবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে কোন সময় এমন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে।

► সতর্ক হবেন যেভাবে-

* অপরিচিত নাম্বার থেকে মিসড কল এলে আপনি কল ব্যাক করার পূর্বে ভালো করে চিহ্নিত করবার চেষ্টা করুন যে এটি কার নাম্বার। অথবা কল ব্যাক করা বন্ধ করুন।
* মনে রাখবেন সিম ক্লোনিং হতে হলে মিসড কল আসবে। ডাইরেক্ট রিং হলে সেটি রিসিভ করলে আপনি সিম ক্লোনিং এর শিকার হবেন না। মিসড কল এলেই সতর্ক হন।
* যদি দেখেন আপনার সেল ফোনের ব্যালান্স অকারণে কমে যাচ্ছে সাথে সাথে কল সেন্টারে ফোন করে জানান। * আপনার সেল ফোন টি এখনি বন্ধ করে অন্য একটি নাম্বার থেকে আপনার নাম্বারে ফোন দিন। দেখুন রিং হয় কিনা। রিং হলে আপনি সিম ক্লোনিং এর শিকার।

► পোস্টটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং সপরিবারে নিরাপদ থাকুন

লেখাটি পূর্বে প্রযুক্তিতে প্রকাশিত হয়েছে

প্রযুক্তিতে এই ধরনের আরও টিউন দেখতে পারেন

Level 2

আমি সাইফুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 33 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনে চলার পথে আনেক বাধা আসবে, সেই বাধাকে অতিক্রম করে বাঘের মত এক দিন বাচ, আর পৃথিবীর বুকে দাগ কেটে যাও নাম লিখে যাও স্বন্রাক্ষরে http://idmfordownload.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ বিষয়টি সবার কাছে উপস্থাপনের জন্য…

Level 0

ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

India te 1 lakh SIM clone hoyeche eta apnake ke boleche ?

jananor jonno dhonnobad

Level 2

ভাল হাইছে

Level 2

আমি জানি যে সিম কার্ড ক্লোনিং করতে হলে সিম কার্ড সরাসরি সিম ক্লোনিং ডিভাইস এ সঞ্জুক্ত করে ক্লন করতে হয়, মিস কল নাম্বারে কল করলে যে সিম এর সকল তথ্য চলে যায় তা তো জানতাম না, দয়া করে বলবেন, কোন নিরভর যোগ্য সাইট থেকে আপনি এই তথ্য টী পেলেন?

ধন্যবাদ জানানোর জন্য

সীম ক্লোন করার জন্যে ডিভাইস লাগে এবং সে ডিভাইসে মূল সীমটি প্রবেশ করিয়ে একটি ব্লাংক সীমে মূল সীমটির ক্লোন তৈরী করা যায়। মিস কল ব্যাক করলে সীম ক্লোন হতে পারে এমন কোন নির্ভরযোগ্য তথ্য নেই। প্রযুক্তিতে অনেক কিছুই সম্ভব। তাই বলে ধারণার ভিত্তিতে কোন কিছুকে সম্ভব মনে করে প্রচার করা ঠিক নয়। ধন্যবাদ।